গ্রামের বাড়ির ডিজাইন।
তিন রুমের বাড়ির ডিজাইন।
তিন শতাংশ জমিতে ১৫ লক্ষ টাকায় গ্রামের বাড়ির ডিজাইন।
নিম্ন মধ্যবিত্যদের জন্য কম টাকায় তিন রুমের একটি সুন্দর বাড়ি এবং বাড়ির সামনে একটি সুন্দর বাগান। এই বাড়িটির আয়তন ১৩৩২ বর্গফিট বা ৩ শতাংশ (ডেসিম্যাল)। এই বাড়ি টির ডিজাইনের বিস্তারিত বিবরণ ও আনুমানিক নিমার্ণ খরচ নিম্নে দেওয়া হল।
১৫ লক্ষ টাকার তিন রুমের গ্রামের বাড়ির নকশার জন্য জমির হিসাব নিম্নে দেওয়া হল।
১৫ লক্ষ্য টাকায় গ্রামের বাড়ির ডিজাইন। |
নিচের প্লানে তিন রুমের বাড়ির নকশার জন্য মোট জমির পরিমাণ ৫.২৫ শতাংশ (ডেসিমাল) বা ২২৮৮ বর্গ ফিট জমি প্রয়োজন। এখানে
জমির দৈঘ্য ৫২' ফিট এবং প্রস্থ ৪৪' ফিট । ৫.২৫ শতাংশ জমির চার পার্শ থেকে বাগান করার জন্য বাড়ির ডান পাশ থেকে ৩'-৫" এবং বাড়ীর বাম পাশ থেকে ৪'-৪" জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও বাড়ির পিছন সাইড ও সামনের সাইড থেকে যথাক্রমে ৪'-২" ও ১৪'-২" করে ছাডা হয়েছে। তাহলে বাগানের জায়গা বাদে মূল বাড়ির ক্ষেত্রফল হয় = ১৩৩২ বর্গফিট । তিন রুমের বাড়ি করতে মূল জমির পরিমাণ ৩ শতাংশ (ডেসিম্যাল)।
গ্রামের বাড়ির ডিজাইন। |
১৫ লক্ষ টাকায় তিন রুমের গ্রামের বাড়ির নকশার বিস্তারিত বর্ণনা।
✓শয়নকক্ষ (Bed Room ) = ৩ টি ।
✓প্রধান শয়নকক্ষ ( Master Bed Room) = ১ টি
✓প্রধান শয়নকক্ষ ( Master Bed Room) = ১ টি
✓বৈঠক খানা ( Living Room) = ১ টি।
✓খাবার ঘর ( Dining Room) = ১ টি ।
✓বার্থ রুম ( Bath Room ) = ২ টি ।
✓বার্থ রুম ( Bath Room ) = ২ টি ।
✓ গ্যারেজ ( Parking ) = ১ টি গাড়ি রাখা যাবে ।
বাড়ির চার পার্শে গড়ে ৪ ফিট করে খালি জায়গা আছে । যে খানে ফুলের বাগান করা যাবে।
বাড়ির চার পার্শে গড়ে ৪ ফিট করে খালি জায়গা আছে । যে খানে ফুলের বাগান করা যাবে।
✓ফাউন্ডেশন( FOUNDATION) = ২০০ টাকা প্রতি স্কয়ার ফুট ।
✓কাঠামোগত( STRUCTURAL) = ৩৫০ টাকা প্রতি স্কয়ার ফুট ।
✓ ফিনিসিং (FINISHING) = ৬০০ টাকা প্রতি স্কয়ার ফুট।
..................................................................................................................
( ফাউন্ডেশন + কাঠামোগত + ফিনিশিং) মোট খরচ = ১১৫০/- টাকা ।
সর্বমোট তিন রুমের বাড়ির নকশা জন্য খরচ = ১১৫০/- টাকা প্রতি স্কয়ার ফুটে খরচ হবে।
তাহলে আমাদের তাহলে মূল বাড়ির ক্ষেত্রফল হয় = ১৩৩২ বর্গফিট ।
∴ সর্বমোট তিন রুমের বাড়ির নকশা জন্য আনুমানি খরচ = ( ১৩৩২x১১৫০ ) = ১৫,৩১,৮০০/- টাকা।
এখানে থেকে ১৫% 土 হতে পারে ।
✓কাঠামোগত( STRUCTURAL) = ৩৫০ টাকা প্রতি স্কয়ার ফুট ।
✓ ফিনিসিং (FINISHING) = ৬০০ টাকা প্রতি স্কয়ার ফুট।
..................................................................................................................
( ফাউন্ডেশন + কাঠামোগত + ফিনিশিং) মোট খরচ = ১১৫০/- টাকা ।
সর্বমোট তিন রুমের বাড়ির নকশা জন্য খরচ = ১১৫০/- টাকা প্রতি স্কয়ার ফুটে খরচ হবে।
তাহলে আমাদের তাহলে মূল বাড়ির ক্ষেত্রফল হয় = ১৩৩২ বর্গফিট ।
∴ সর্বমোট তিন রুমের বাড়ির নকশা জন্য আনুমানি খরচ = ( ১৩৩২x১১৫০ ) = ১৫,৩১,৮০০/- টাকা।
এখানে থেকে ১৫% 土 হতে পারে ।
রাজ
মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার
মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর।
ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে
অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং
লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
নোটঃ আপনি কেমন বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ জানতে চাচ্ছেন? সেটা নিচের কমেন্ট লিখে জানান। আমরা উওর দেব।
বাড়ির নির্মাণ বিষয়ে ৫ টি গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন।
✓ কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন।
✓ ১২ লক্ষ টাকায় এক তলা গ্রামের বাড়ির ডিজাইন ও খরচ।
✓ গ্রামের বাড়ির ৩ রুমের ডিজাইন ৮ লক্ষ টাকা নির্মাণ খরচ।
✓ দুই রুমের গ্রামের বাড়ির ডিজাইন নকশা ও নির্মাণ খরচ।
✓ তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ৮ লক্ষ টাকা নির্মাণ খরচ।
✓ তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
✓ ৮.৬ লক্ষ টাকায় তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও খরচ।
✓ ২.২ শতাংশ জমিতে ৮ লক্ষ টাকায় গ্রামের বাড়ির ডিজাইন।
✓ তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
✓ কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন।
✓ ১২ লক্ষ টাকায় এক তলা গ্রামের বাড়ির ডিজাইন ও খরচ।
✓ গ্রামের বাড়ির ৩ রুমের ডিজাইন ৮ লক্ষ টাকা নির্মাণ খরচ।
✓ দুই রুমের গ্রামের বাড়ির ডিজাইন নকশা ও নির্মাণ খরচ।
✓ তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ৮ লক্ষ টাকা নির্মাণ খরচ।
✓ তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
✓ ৮.৬ লক্ষ টাকায় তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও খরচ।
✓ ২.২ শতাংশ জমিতে ৮ লক্ষ টাকায় গ্রামের বাড়ির ডিজাইন।
✓ তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
আমাদের সার্ভিস সমূহঃ
ReplyDelete✓ আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।
✓ নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
✓ অথবা আমাদের কাজ থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
✓Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
✓ 3D Interior & Exterior Model.
✓ RCC Structure drawing.
✓ Suitable layer control.
✓ একটি সম্পূর্ণ সিভিল এবং আর্কিটেকচারাল পরিষেবা সরবরাহ করা হয়।
✓ যতবার ইচ্ছা প্লান সংশোধনের সুযোগ। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
✓ আপনার শতভাগ সন্তুষি।
নোটঃ আপনি ঘরে বসেই বাড়ীর প্লান অডার করতে পারবেন । এর জন্য আপনার জমির দৈর্ঘ্য, প্রস্থ এবং বাড়ির প্লানের বিররণ কাগজের উপর লিখে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন।
যোগাযোগঃ
Mobile: 01624-751957
Nmber plz
ReplyDeleteপ্ল্যান গুলা সুন্দর হয়েছে। আমি আপনার আরো অনেক সাফল্য কামনা করি
ReplyDeletehttps://nbconsultant.com.bd/
আমি নিচ তলা পুরা ফাকা রেখে তিনটি বেডরুম, দুবাথরুম, কিচেন,ডাইনিং করতে চাই,খরচ সম্পর্কে ধারনা দিলে ডিজাইন করাতাম।
ReplyDeleteবাড়ির নির্মাণ খরচ নির্ভর করে। আপনি কেমন বাড়ির ডিজাইন করবেন সেটার উপর। বাড়ি নির্মাণ খরচ কেমন পরতে সে বলা খুবই কঠিন। তবে আনুমানিক প্রায় প্রতি স্কয়ার ফিট ১৫০০/- করে হিসাব করে দেখতে পারেন। আপনার বাড়ি নির্মাণ খরচ কত হবে।
Deleteপ
ReplyDeletehttps://rajmistriy.blogspot.com/2019/12/3-bedroom-house-plans20.html
ReplyDeleteআসলে আমার বাড়ির ডিজাইনের উপরে কোন আইডিয়া ছিল না। কিন্তু এখান থেকে বেশ কিছু ধারণা নিতে পারলাম।
ReplyDeleteডিজাইন এর নকশা গুলো খুব সুন্দর হয়েছে।
আপনাদেরকে অনেক ধন্যাবাদ।
একটি সুন্দর বাড়ি করতে প্রথমে তার জন্য একটা নকশা প্রয়োজন। তারপর হলো নির্মান খরচ। আপনার দুইটা খুব সুন্দর করে তুলে ধরছেন। খুব উপকার হলো ধন্যবাদ।
ReplyDeleteবাড়ির ডিজাইনের উপরে কোন আইডিয়া ছিল না। কিন্তু এখান থেকে বেশ কিছু ধারণা নিতে পারলাম।
ReplyDeleteডিজাইন এর নকশা গুলো খুব সুন্দর হয়েছে
বাড়ি করতে প্রথমে তার জন্য একটা নকশা প্রয়োজন। তারপর হলো নির্মান খরচ। আপনার দুইটা খুব সুন্দর করে তুলে ধরছেন
ReplyDeleteDesign gula onk sondor
ReplyDeleteTo build a house, he first needs a design. Then there is the construction cost. You are highlighting the two very nicely
ReplyDeleteI think need toilet with each bedroom and need roof top room.
ReplyDelete
ReplyDeleteI think need toilet with each bedroom and need roof top room with well decoration