বাড়ি নির্মাণ সম্পর্কে।
বাড়ি নির্মাণ হিসাব।
১০" ইটের গাথুনিতে সিমেন্টের হিসাব।
একটা ফ্লাটে কিছু কিছু জায়গায় ১০" গাথুনী ব্যবহার করা হয়। অনুপাত ১:৬ যেমন সিড়ির দুই পাশের ওয়াল দুই ফ্লাটের মাঝের ওয়াল আবার কখন ও বাহিরের ওয়াল ডিজাইন ওয়াল ইত্যাদি।
ধরি একটি ফ্লাটে ৫ টি ১০" ওয়াল গাথুনী আছে
= ১৫'-০'x৮'-৬"x০'-১০"= ১০৫.৮৩
= ৮'-৯"x৯'-৬''x০'-১০" = ৬৮.৯৯
= ১১'-০"x৯'-৬"x০'-১০" = ৮৬.৭৪
= ৭'-০"x৮'-৬"x০'-১০" = ৪৯.৩৯
= ৫'-৬"x৮'-৬''x০'-১০" = ৩৮.৮০
মোট ৩৪৬.৭৫ ঘনফুট ।
মালামাল
আমরা জানি গাথুনীর কাজে ৩৫% শুকনা মাসলা লাগে তাহলে ?
সিমেন্ট = (১২১.৩৬x১÷৭)÷১.২৫
= ১৩.৮৭ ব্যাগ
বালি = ১২১.৩৬x৬÷৭
= ১০৪.০২ ঘনফুট
ইট আমরা জানি ১ ঘনফুট গাথুনীতে ১১.৫ টা ইট লাগে।
ইট = ৩৪৬.৭৫x১১.৫০
= ৩৯৮৭.৬৩
~ ৩৯৮৮ টি।
ইটের গাথুনিতে সিমেন্টের হিসাব।
১০" গাথুনী আমরা ঘনফুটে হিসাব করি ।
ধরি একটি ফ্লাটে ৫ টি ১০" ওয়াল গাথুনী আছে
= ১৫'-০'x৮'-৬"x০'-১০"= ১০৫.৮৩
= ৮'-৯"x৯'-৬''x০'-১০" = ৬৮.৯৯
= ১১'-০"x৯'-৬"x০'-১০" = ৮৬.৭৪
= ৭'-০"x৮'-৬"x০'-১০" = ৪৯.৩৯
= ৫'-৬"x৮'-৬''x০'-১০" = ৩৮.৮০
মোট ৩৪৬.৭৫ ঘনফুট ।
মালামাল
আমরা জানি গাথুনীর কাজে ৩৫% শুকনা মাসলা লাগে তাহলে ?
শুকনা মসলার পরিমান= ৩৪৬.৭৫x৩৫÷১০০ = ১২১.৩৬ ঘনফুট ।
অনুপাতের যোগফল = (১+৬) = ৭সিমেন্ট = (১২১.৩৬x১÷৭)÷১.২৫
= ১৩.৮৭ ব্যাগ
বালি = ১২১.৩৬x৬÷৭
= ১০৪.০২ ঘনফুট
ইট আমরা জানি ১ ঘনফুট গাথুনীতে ১১.৫ টা ইট লাগে।
ইট = ৩৪৬.৭৫x১১.৫০
= ৩৯৮৭.৬৩
~ ৩৯৮৮ টি।
No comments