১২ লক্ষ টাকায় এক তলা গ্রামের বাড়ির ডিজাইন ও খরচ।

১২ লক্ষ টাকায় এক তলা গ্রামের বাড়ির ডিজাইন ও খরচ।
এক তলা গ্রামের বাড়ির ডিজাইন
১২ লক্ষ টাকায় ১ তলা গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ হিসাব।

সুলভ মূল্যই বাড়ির ড্রয়িং সার্ভিস সমূহ।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।

বিঃদ্রঃ- শুধু মাত্র বাড়ির ফ্লোর প্লান করা হয়।

বিস্তারিত জানতে বাড়ির ডিজাইন সার্ভিস পেজ দেখুন।

মাত্র ২.৫ শতাংশ জমির উপর ১২ লক্ষ টাকায় ৩ রুমের গ্রামের বাড়ির ডিজাইন সহ বাড়ির নির্মাণ খরচ দেখানো হল।

২.৫ শতাংশ জমির উপর ১ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ হিসাব।
১ তলা বাড়ির ডিজাইনের প্রতি স্কয়ার ফিট ফাউন্ডেশন খরচ = ৩০০/- টাকা করে হলে ।
১০৮৯ স্কয়ার ফিট ১ তলা বাড়ির ডিজাইনের ফাউন্ডেশন খরচ হয় ( ১০৮৯☓৩০০) = ৩২৬৭০০/-টাকা।
ফাউন্ডেশন বাদে এক তলার নির্মাণ সামগ্রীর মালামাল ও বাড়ি নির্মাণ খরচের হিসাব বেড় করা হল।
 
ইটের সংখ্য = ১৩০৬৮ টি। 
প্রতিটি ইটের দাম ৮ টাকা করে হলে। 
১৩০৬৮ টি ইটের মোট দাম হয় = (৮☓১৩০৬৮) = ১০৪৫৪৪/- টাকা।
 
সিমেন্ট লাগবে = ২৫৮ ব্যাগ। 
প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪৪০ টাকা হলে। 
২৫৮ ব্যাগ সিমেন্টের মোট দাম হয় = ( ৪৪০☓২৫৮) = ১১৩২৫৬/- টাকা।
 
রড লাগবে = ১৪০৫ কেজি। 
প্রতি কেজি রডের দাম ৬২ টাকা করে হলে।
১৪০৫ কেজি রডের দাম হয় (৬২☓১৪০৫) = ৮৭১২০/- টাকা।
 
ইটের খোয়া লাগবে = ৩৫৫ সি,এফ,টি। 
প্রতি সি,এফ,টি খোয়ার দাম = ৯২ টাকা হলে।
৩৫৫ সি এফ টি খোয়ার মুল্য হয় = ( ৯২☓৩৫৫) = ৩২৬৭০/- টাকা।
 
বালি লাগবে = ১৮১ সি,এফ,টি। 
প্রতি সি,এফ,টি বালির দাম = ৬০ টাকা হলে।
১৮১ সি, এফ, টি বালির মুল্য হয় = (৬০☓১৮১) = ১০৮৯০/- টাকা।
 
ইলেকট্রিক্যাল খরচ হবে =  ৬৯৬৯৬/- টাকা।
প্লাম্বিং খরচ হবে  = ৭৮৪০৮/- টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = ৩৪৮৪৮/- টাকা।
রড মিস্ত্রি ও রাজ মিস্ত্রির গড় খরচ প্রতি স্কয়ার ফিট = ৩১২/ টাকা হলে।
১০৯৮ স্কয়ার ফিটের খরচ হবে = ( ৩১২☓১০৯৮) = ৩৪২৫৭৬/- টাকা।
দরজা ও জানালার খরচ হবে = ৮৭১২০/- টাকা। 
গাড়ি ভাড়া খরচ হবে প্রায়  = ১৩০৬৮/- টাকা।
অন্যান্য খরচ হবে প্রায় = ২১৭৮০/- টাকা।
 
ফাউন্ডেশন বাদে শুধু মাত্র এক তলা বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ৮৭১২০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ তিন তলা বাড়ির নির্মাণের জন্য খরচ হবে।
= (৮৭১২০০ + ৩২৬৭০০) = ১১৯৭৯০০/- টাকা

রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।

3 comments:

  1. দৈর্ঘ্য৭৫',প্রস্থ মূখে ৩৫'এবং৩০'বরাবর পেছনে ৩৯'জমিতে সামনে ফলের বাগান রেখে ৪বেডের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন (খরচসহ)দিবেন।

    ReplyDelete
  2. 3D Model নিতে চাইলে। আমাদের সাথে যোগাযোগ করুন।

    ReplyDelete

Powered by Blogger.