এক ইউনিটের বিল্ডিং ডিজাইন।
বিল্ডিং ডিজাইন বা নকশা।
ফাউন্ডেশন সহ তিন তলা বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
২.৫ শতাংশ জমিতে ৪৬ লক্ষ টাকায় এক ইউনিটের এক তলা বাড়ির ডিজাইন নকশাতে চারটি বেডরুম, একটি লিভিং রুম, একটি খাবার ঘর, একটি রান্না ঘর, দুইটি বার্থরুম এবং বাড়ির সামনে দুইটি বারান্দা রয়েছে।
বাড়ির ডিজাইন সার্ভিস ও খরচ দেখুন।
![]() |
তিন তলা বাড়ির ছবি। |
ফাউন্ডেশন সহ ৪৬ লক্ষ টাকায় তিন তলা বাড়ির ডিজাইন ও সংক্ষিপ্ত নির্মাণ খরচ দেওয়া হল।
তিন তলা বাড়ির নির্মাণের জন্য ফাউন্ডেশন খরচ = 643800 /-টাকা।
ইটের খরচের পরিমাণ = 160950 /-টাকা।
সিমেন্টের খরচের পরিমাণ = 174362.5 /-টাকা।
রড বা স্টিলের খরচের পরিমান = 134125 /-টাকা।
ইটের খোয়ার খরচের পরিমাণ = 50296.875 /-টাকা।
বালির খরচের পরিমাণ = 16765.625 /-টাকা।
ইলেক্ট্রিক্যাল খরচের পরিমাণ = 107300 /-টাকা।
স্যানিটারি ফিটিংস খরচের পরিমাণ = 120712.5 /-টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = 53650 /-টাকা।
রড ও রাজমিস্ত্রি খরচের পরিমাণ = 335312.5 /-টাকা।
দরজা জানালার খরচের পরিমাণ = 134125 /-টাকা।
মালামাল পরিবহন খরচের পরিমাণ = 20118.75 /-টাকা।
অন্যান্য খরচের পরিমাণ = 33531.25 /-টাকা।
ফাউন্ডেশন ছাড়া এক তলা বাড়ির নির্মাণ খরচ = 1341250 /-টাকা।
ফাউন্ডেশন ছাড়া তিন তলা বাড়ির নির্মাণ খরচ = 4023750 /-টাকা।
তাহলে ফাউন্ডেশন সহ তিন তলা বাড়ির নির্মাণ এর জন্য মোট খরচ = 4667550 /-টাকা।
রাজ
মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার
মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর।
ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে
অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং
লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
আমাদের সার্ভিস সমূহঃ
ReplyDelete✓ আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।
✓ নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
✓ অথবা আমাদের কাজ থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
✓Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
✓ 3D Interior & Exterior Model.
✓ RCC Structure drawing.
✓ Suitable layer control.
✓ একটি সম্পূর্ণ সিভিল এবং আর্কিটেকচারাল পরিষেবা সরবরাহ করা হয়।
✓ যতবার ইচ্ছা প্লান সংশোধনের সুযোগ। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
✓ আপনার শতভাগ সন্তুষি।
নোটঃ আপনি ঘরে বসেই বাড়ীর প্লান অডার করতে পারবেন । এর জন্য আপনার জমির দৈর্ঘ্য, প্রস্থ এবং বাড়ির প্লানের বিররণ কাগজের উপর লিখে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন।
যোগাযোগঃ
Mobile: 01624-751957
এটার নিচের ফ্লর পর্যান্ত কত খরচ হবে উপরের পিলার ছাড়া ফাউন্ডেশন সহ,, মানে ফ্লোর পর্যান্ত করে রাখব পরে আস্তে আস্তে পিলার সহ করব,, কত খরচ পড়বে জানালে উপকৃত হইব,, আমার এক আত্নীয় এর জন্য।
ReplyDeleteধন্যবাদ
এক তলা নির্মাণ করলে কত খরচ পরবে, মোট কলম কয়টা বাড়ির ফুল ডিজাইন ফটো।। জানালে উপকৃত হইব।
ReplyDeleteঅনেক সুন্দর একটি পোস্ট। আমি একটা জিনিস বুঝলাম না। ২.৮৫ শতাংশ জমিতে ১ ইউনিট বাসা কিভাবে হয়? এইভাবে ১ ইউনিট বাসা বানাতে কি পরিমান খরচ হয় তা একটু জানাবেন প্লিজ।
ReplyDelete