সহজ বাড়ির নির্মাণ PDF-ebook ডাউনলোড।
নিজের ও প্রিয়জনদের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণের স্বপ্ন আমরা সবাই
দেখি। গুণগত মান বজায় রেখে সুন্দর ডিজাইন ও দীর্ঘস্থায়ী বাড়ি নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের
বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা জরুরি। অনেকেই নিজেরাই বাড়ি তৈরি করে থাকেন। কিন্তু
নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা ও পরামর্শের অভাবে প্রত্যাশিত ফল পান
না।
সে জন্য বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কী কী করতে হয়, আগে থেকেই জেনে নিলে তা পরবর্তীতে সহায়ক ভূমিকা পালন করে। আপনার পূর্ব-পরিকল্পনা ও প্রস্তুতির কাজগুলা একটু গুছিয়ে দেবার জন্য সহজ বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন (PDF-Ebook) বইটি আপনাকে সহযোগিতা করবে।
সহজ বাড়ি নির্মাণ (PDF-Ebook) বইটি কেন পড়বেন?
যেহেতু আপনার অনেক কষ্টে
অর্জিত লক্ষ্য লক্ষ্য টাকা খরচ করে স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন। সেহেতু শুধুমাত্র
ইঞ্জিনিয়ার, ঠিকাদার বা মিস্ত্রি দের পরামার্শের উপর নির্ভরশীল হয়ে, বাড়ির নির্মাণ
কাজ শুরু করা ঠিক হবে না। কারণ অনেক সময় দেখা যায়, তারা বাড়ি নির্মাণ কাজ পাওয়ার জন্য
বা অধিক লাভের আশায় আপনাকে ভুল পরামার্শও দিতে পারে।
সে জন্য প্রত্যেক বাড়ী নির্মাতা (বাড়ির মালিকদের)
সহজ বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন ছোট্র বইটি পড়া উচিত। কারণ সহজ বাড়ি নির্মাণ বইটি
কষ্ট করে একবার পড়ে নিলে। বাড়ি নির্মাণ বিষয়ে আপনার সাধারণ জ্ঞান অর্জিত হবে। এতে করে
আপনি সঠিক গাইডলাইন পাবেন।
সহজ বাড়ি নির্মাণ বইতে যে সব বিষয় থাকছে।
এই বইতে বাড়ির ডিজাইন, ফাউন্ডেশন, বিম, কলাম, ছাদ, ইট, বালি, সিমেন্ট, রড, প্লাস্টার, দরজা- জানালা, রঙ করা, মাটি (সয়েল) পরীক্ষা, বাড়ি নির্মাণ খরচ কমানোর উপায়, বাড়ি নির্মাণে কাজের ব্যবহৃত মালামাল ভালো-মন্দ চেনা ও ব্যবহারের সঠিক নিয়ম বইটিতে দেওয়া আছে। যাতে করে আপনার বাড়ি দেখতে সুন্দর মজবুত এবং দীর্ঘস্থায়ী করতে সহায়ক ভূমিকা পালন করে।
![]() |
সহজ বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন PDF-Ebook |
সহজ বাড়ি নির্মাণ বইটি যাদের উদ্দেশ্যে লেখা হয়েছে।
১। যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, কিন্তু
বুঝতে পারছেন না। কিভাবে শুরু করবেন?
২। যারা সাইড ইঞ্জিনিয়ার পদে নতুন চাকরিতে
যোগদান করেছেন।
৩। যারা সাইড ইঞ্জিনিয়ার পদে চাকরি জন্য মখিক পরীক্ষা দিচ্ছেন।
![]() |
সহজ বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন PDF-Ebook |
সহজ বাড়ি নির্মাণ বইটি কিভাবে পাবেন?
PDF-Ebook- বইটির মুল্য মাত্র ১০০/- টাকা।
বিকাশ পার্সোনাল নাম্বার (01624-751957) এই নাম্বারে প্রথমে পাঠিয়ে দিতে হয়।
এর পরে একটা স্ক্রীনশর্ট বা শেষের ৪ টি নাম্বার দিয়ে WhatsApp (01624-751957) নাম্বারে ম্যাসেজ করলে। সহজ বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন বইটির PDF-Ebook পাঠিয়ে দেওয়া হয়। তখন আপনি বইটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি ইচ্ছে করলে, পরে দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।
No comments