বাড়ির নির্মাণ বই ডাউনলোড।
নিজের ও প্রিয়জনদের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণের স্বপ্ন আমরা সবাই দেখি। গুণগত মান বজায় রেখে দীর্ঘস্থায়ী বাড়ি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে
সুনির্দিষ্ট দিক-নির্দেশনা জরুরি। অনেকেই নিজের বাড়ি তৈরি করে থাকেন কিন্তু | নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা ও পরামর্শের অভাবে।
প্রত্যাশিত ফল পান না। তাই বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কী কী করতে হয়, আগে থেকেই জেনে নিলে তা
পরবর্তীতে সহায়ক ভূমিকা পালন করে। আপনার পূর্ব-পরিকল্পনা ও প্রস্তুতির
কাজগুলাে একটু গুছিয়ে দেবার জন্য শাহ সিমেন্টের উদ্যোগ
‘আমার নির্মাণে আমি
আপনার অনেক কষ্টে অর্জিত লক্ষ্য লক্ষ্য টাকা দিয়ে স্বপ্নের বাড়ি
নির্মাণ করতে চাচ্ছেন। সে জন্য প্রত্যেক বাড়ী নির্মাতা (বাড়ির মালিকদের)
সহজ বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন ছোট্র বইটি পড়া উচিত।
কারণ এই বইতে বাড়ির ফাউন্ডেশন, বিম, কলাম, ছাদ, ইট, বালি, সিমেন্ট, রড, প্লাস্টার , রঙ করা, মাটি (সয়েল) পরীক্ষা, বাড়ি নির্মাণে ব্যয় কমানাের উপায, বাড়ি নির্মাণে কাজের ব্যবহৃত মালামাল ভালােমন্দ চেনা ও ব্যবহারের সঠিক নিয়ম বইটিতে দেওয়া আছে।
যাতে আপনার বাড়ি নির্মাণ মজবুত এবং দীর্ঘস্থায়ী করতে সহায়ক করে। বইটি (PDF) কপি নিচের ডাউনলোড করুন।
সুন্দর কিছু বাড়ির ডিজাইন নকশা ও খরচের আইডিয়ার লিঙ্ক নিচে দেওয়া হল।
No comments