বাড়ি নির্মাণে কনস্ট্রাকশন কাজের রেট ও সিভিল কাজের কোটেশন।

রাজ মিস্ত্রির মজুরি স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে মিস্ত্রিদের চাহিদা ও কাজের দক্ষতার উপর। আমাদের সাইটের সিভিল কাজের কোটেশন বা মিস্ত্রিদের মজুরি তালিকা বর্তমান সময় এর আলোকে বিভাগিয় শহর পর্যালোচনা করে তৈরি করা হয়েছে। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ৫ থেকে ১০% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ৫ থেকে ১০ % হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়। তবে মনে রাখবেন, কেউ যদি অতিরিক্ত কম রেটে কাজ করতে চাই। তাহলে তাকে কাজ না দেওয়াই ভাল হবে। করণ কম রেটে কাউকে কাজ দিলে নির্মাণ কাজের মান নিয়ে সমস্যা হতে পারে। 
 
বাড়ি নির্মাণে কনস্ট্রাকশন কাজের রেট ও সিভিল কাজের কোটেশন।
কনস্ট্রাকশন কাজের রেট

বাড়ি নির্মাণে রড ও রাজমিস্ত্রি এবং লেবার দের সিভিল কাজের কোটেশন দেওয়া হল।

কাজের ধরণ ............... একক কাজের পরিমাণ ......... টাকা।
রাজ মিস্ত্রি    ...................... দৈনিক মজুরি      ......... ৮০০/-
হেলপার                    ......... দৈনিক মজুরি     .......... ৬০০/-
৫” ইটের গাথুনি          .......... প্রতি বর্গ ফুট     .......... ১৫ /-
১০” ইটের গাথুনি        .......... প্রতি বর্গ ফুট     ........... ২০/-
কাঠ সাটারিং              .......... প্রতি বর্গ ফুট     ........... ১২/-
৫ ” ঢালাই                 ........... প্রতি বর্গ ফুট    ........... ১৫/-
১০” ঢালাই                ............ প্রতি বর্গ ফুট    ........... ১৮/-
আস্তর                       ............ প্রতি বর্গ ফুট    ............ ১৫/-
জরপ কোবলা            ............. প্রতি বর্গ ফুট   ............. ১০/-
রড কাটিং বায়িং ডিং  ...........  ১ হন্দর         ............. ২৭০/- 
ছাদ মাপ                   ............. প্রতি বর্গ ফুট   ............ ২৫০/-
জানাল ও দরজা         ............. প্রতি বর্গ ফুট   ............. ৮০/-
ফ্লোর ঢালাই ফিনিসিং  ............. প্রতি বর্গ ফুট   ............. ২৫/- 
সিড়ি ফিনিসিং           .............. প্রতি বর্গ ফুট   ............. ৪০/- 
 
Isolated column footing design in Excel.xls

2 comments:

  1. বাঁশের মাচা তৈরি করা রেট

    ReplyDelete
  2. ছাড মাপে আসত্র এর রেট

    ReplyDelete

Powered by Blogger.