গ্রামের বাড়ির ডিজাইন।
তিন রুমের বাড়ির ডিজাইন।
গ্রামের বাড়ির ৩ রুমের ডিজাইন ৮ লক্ষ টাকা নির্মাণ খরচ।
গ্রামের বাড়ির ডিজাইন নকশা ছবি। |
সুলভ মূল্যই বাড়ির ড্রয়িং সার্ভিস সমূহ।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।
বিস্তারিত জানতে বাড়ির ডিজাইন সার্ভিস পেজ দেখুন।
এক তলা গ্রামের বাড়ির ডিজাইনের প্রতি স্কয়ার ফিট ইটের তৈরি ফাউন্ডেশনের খরচ = ২০০/- টাকা করে হলে ।
৯২০ স্কয়ার ফিট এক তলা বাড়ির ডিজাইনের ফাউন্ডেশন খরচ হয় ( ৯২০☓২০০) = ১৮৪০০০/-টাকা।
ফাউন্ডেশন বাদে গ্রামের বাড়ির নির্মাণ সামগ্রীর মালামাল ও বাড়ি নির্মাণ খরচের হিসাব বেড় করা হল।
ইটের সংখ্য = ৯৬৬০ টি।
প্রতিটি ইটের দাম ৮ টাকা করে হলে।
৯৬৬০ টি ইটের মোট দাম হয় = (৮☓৯৬৬০) = ৭৭২৮০/- টাকা।
সিমেন্ট লাগবে = ১৯০ ব্যাগ।
প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪৪০ টাকা হলে।
১৯০ ব্যাগ সিমেন্টের মোট দাম হয় = ( ৪৪০☓১৯০) = ৮৩৬০০/- টাকা।
রড লাগবে = ১০৩৮ কেজি।
প্রতি কেজি রডের দাম ৬২ টাকা করে হলে।
১০৩৮ কেজি রডের দাম হয় (৬২☓১০৩৮) = ৬৪৪০০/- টাকা।
ইটের খোয়া লাগবে = ২৬৩ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি খোয়ার দাম = ৯২ টাকা হলে।
২৬৩ সি এফ টি খোয়ার মুল্য হয় = ( ৯২☓২৬৩) = ২৪১৫০/- টাকা।
বালি লাগবে = ১৩৪ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি বালির দাম = ৬০ টাকা হলে।
১৩৪ সি, এফ, টি বালির মুল্য হয় = (৬০☓১৩৪) = ৮০৫০/- টাকা।
ইলেকট্রিক্যাল খরচ হবে = ৫১৫২০/- টাকা।
প্লাম্বিং খরচ হবে = ৫৭৯৬০/- টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = ২৫৭৬০/- টাকা।
রড মিস্ত্রি ও রাজ মিস্ত্রির গড় খরচ প্রতি স্কয়ার ফিট = ৩১২/ টাকা হলে।
৯২০ স্কয়ার ফিটের খরচ হবে = ( ৩১২☓১০৯৮) = ১৬১০০০/- টাকা।
দরজা ও জানালার খরচ হবে = ৬৪৪০০/- টাকা।
গাড়ি ভাড়া খরচ হবে প্রায় = ৯৬৬০/- টাকা।
অন্যান্য খরচ হবে প্রায় = ১৬১০০/- টাকা।
ফাউন্ডেশন বাদে শুধু মাত্র এক তলা গ্রামের বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ৬৪৪০০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ এক তলা গ্রামের বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হবে।
= (৬৪৪০০০ + ১৮৪০০০) = ৮২৮০০০/- টাকা।রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
নোটঃ আপনি কেমন বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ জানতে চাচ্ছেন। সেটা নিচের কমেন্ট লিখে জানান। আমরা উওর দেব।
৩ তলা ফাউন্ডেশন
ReplyDeleteএখন ২ তলা করবো নিচ তলায় দোকান হবে ২য় তলায় বাড়ি হবে দৈর্ঘ্য ৫০ ফিট প্রস্থ ৩৫ ফিট
৪ টা থাকার রুম হবে ২ টা বাথরুম হবে একটি কিচেন হবে ।
কত খরচ হবে ___?
জমির পরিমান 2.5 শতাংশ 2তলা ফাউন্ডেশন 3 রুম বিষিষ্ঠ
ReplyDeleteর্বতমান বাজার মুল্য ধরে কত টাকা খরচ হতে পারে জানাবেন
কী?
অনেক উপকৃত হলাম।
ReplyDelete২৪*৫০ বর্গফুটের মধ্যে ৪ টি বডরুম, ২টি কিচেন ও প্রয়োজনীয় বাথরুম টয়লেট সহ ডিজাইন প্রয়োজন।
ReplyDelete