গ্রামের বাড়ির ডিজাইন।
তিন রুমের বাড়ির ডিজাইন।
তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
গ্রামের বাড়ির ডিজাইন ছবি। |
এক তলা গ্রামের বাড়ির ডিজাইনের প্রতি স্কয়ার ফিট ইটের তৈরি ফাউন্ডেশনের খরচ = ২০০/- টাকা করে হলে ।
১৮৭৬ স্কয়ার ফিট এক তলা বাড়ির ডিজাইনের ফাউন্ডেশন খরচ হয় ( ১৮৭৬☓২০০) = ৩৭৫২০০/-টাকা।
ফাউন্ডেশন বাদে গ্রামের বাড়ির নির্মাণ সামগ্রীর মালামাল ও বাড়ি নির্মাণ খরচের হিসাব বেড় করা হল।
গ্রামের বাড়ির ডিজাইন নকশা ছবি। |
ইটের সংখ্য = ১৯৬৯৮ টি।
প্রতিটি ইটের দাম ৮ টাকা করে হলে।
১৯৬৯৮ টি ইটের মোট দাম হয় = (৮☓১৯৬৯৮) = ১৫৭৫৮৪/- টাকা।
সুলভ মূল্যই বাড়ির ড্রয়িং সার্ভিস সমূহ।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।
বিস্তারিত জানতে বাড়ির ডিজাইন সার্ভিস পেজ দেখুন।
সিমেন্ট লাগবে = ৩৮৮ ব্যাগ।
প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪৪০ টাকা হলে।
৩৮৮ ব্যাগ সিমেন্টের মোট দাম হয় = ( ৪৪০☓৩৮৮) = ১৭০৭১৬/- টাকা।
রড লাগবে = ২১১৮ কেজি।
প্রতি কেজি রডের দাম ৬২ টাকা করে হলে।
২১১৮ কেজি রডের দাম হয় (৬২☓২১১৮) = ১৩১৩২০/- টাকা।
ইটের খোয়া লাগবে = ৫৩৫ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি খোয়ার দাম = ৯২ টাকা হলে।
৫৩৫ সি এফ টি খোয়ার মুল্য হয় = ( ৯২☓৫৩৫) = ৪৯২৪৫/- টাকা।
বালি লাগবে = ২৭৪ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি বালির দাম = ৬০ টাকা হলে।
২৭৪ সি, এফ, টি বালির মুল্য হয় = (৬০☓২৭৪) = ১৬৪১৫/- টাকা।
ইলেকট্রিক্যাল খরচ হবে = ১০৫০৫৬/- টাকা।
প্লাম্বিং খরচ হবে = ১১৮১৮৮/- টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = ৫২৫২৮/- টাকা।
রড মিস্ত্রি ও রাজ মিস্ত্রির গড় খরচ প্রতি স্কয়ার ফিট = ৩১২/ টাকা হলে।
১৮৭৬ স্কয়ার ফিটের খরচ হবে = ( ৩১২☓১৮৭৬) = ৩২৮৩০০/- টাকা।
দরজা ও জানালার খরচ হবে = ১৩১৩২০/- টাকা।
গাড়ি ভাড়া খরচ হবে প্রায় = ১৯৬৯৮/- টাকা।
অন্যান্য খরচ হবে প্রায় = ৩২৮৩০/- টাকা।
ফাউন্ডেশন বাদে শুধু মাত্র এক তলা গ্রামের বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ১৩১৩২০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ এক তলা গ্রামের বাড়ির ডিজাইন নির্মাণের জন্য মোট খরচ হবে খরচ।
= (১৩১৩২০০ ➕ ৩৭৫২০০) = ১৬৮৮৪০০/- টাকা।রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
বাড়ির ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, এমন বাড়ি করায় আমার ফিউচার প্ল্যান।
ReplyDelete