২.২ শতাংশ জমিতে ৮ লক্ষ টাকায় গ্রামের বাড়ির ডিজাইন।

২.২ শতাংশ জমিতে ৮ লক্ষ টাকায় গ্রামের বাড়ির ডিজাইন।
তিন রুমের বাড়ির নকশা।
২.২ শতাংশ জমিতে এক তলা গ্রামের বাড়ির ডিজাইন ফাউন্ডেশনর খরচ হিসাব নিম্নে দেওয়া হল।
এক তলা গ্রামের বাড়ির ডিজাইনের প্রতি স্কয়ার ফিট ইটের তৈরি ফাউন্ডেশনের খরচ = ২০০/- টাকা করে হলে ।
৯৫৭ স্কয়ার ফিট এক তলা গ্রামের বাড়ির ডিজাইনের ফাউন্ডেশন খরচ হয়।
ইটের তৈরি ফাউন্ডেশন খরচ (৯৫৭☓২০০) = ১৯১৪০০/-টাকা।
ফাউন্ডেশন ছাড়া শুধু মাত্র এক তলা গ্রামের বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ৬৬৯৯০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ এক তলা গ্রামের বাড়ির নির্মাণের জন্য খরচ হবে।
= (৬৬৯৯০০ ➕ ১৯১৪০০) = ৮৬১৩০০/- টাকা।

রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।

No comments

Powered by Blogger.