গ্রামের বাড়ির ডিজাইন।
তিন রুমের বাড়ির ডিজাইন।
তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ ৯ লক্ষ টাকা।
মাত্র ২.৫ শতাংশ (ডেসিমাল) জমির উপর সুন্দর একটি তিন রুমের বাড়ির নকশা । এখানে ১ তলা বাড়ির ডিজাইন দেখানো হল।
তিন রুমের বাড়ির নকশার জন্য ২.৫ শতাংশ (ডেসিমাল) জমির বিস্তারিত হিসাব নিম্নে দেওয়া হল।
এখানে ২.৫ শতাংশ জমির দৈর্ঘ্য ৩২ ফিট ১১ ইঞ্চি এবং জমির প্রস্থ ৩৩ ফিট ১ ইঞ্চি।
এখানে জমির মোট ক্ষেত্রফল ( ৩২'-১১'х ৩৩'-১") = ১০৮৯ স্কুয়ার ফিট। নিচের তিন রুমের একতালা বাড়ির ছবি দেওয়া হল।
তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ছবি। |
তিন রুমের এক তলা বাড়ির ফ্লোর প্লান দেওয়া হল।
তিন রুমের গ্রামের বাড়ির নকশার ছবি। |
তিন রুমের বাড়ির ফ্লোর প্লানের বর্ণনা।
✓শয়নকক্ষ (Bed Room ) = ৩ টি ।✓প্রধান শয়নকক্ষ ( Master Bed Room) = ১ টি
✓বৈঠক খানা ( Living Room) = ১ টি।
✓খাবার ঘর ( Dining Room) = ১ টি ।
✓বার্থ রুম ( Bath Room ) = ২ টি ।
✓ গ্যারেজ ( Parking ) = ১ টি গাড়ি রাখা যাবে ।
বাড়ির চার পার্শে গড়ে ৪ ফিট করে খালি জায়গা আছে । যে খানে ফুলের বাগান করা যাবে ।
তিন রুমের গ্রামের বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
গ্রামের বাড়ির নির্মাণের জন্য ফাউন্ডেশন খরচ = 102500 /-টাকা।
ইটের খরচের পরিমাণ = 104550 /-টাকা।
সিমেন্টের খরচের পরিমাণ = 113262.5 /-টাকা।
রড বা স্টিলের খরচের পরিমান = 87125 /-টাকা।
ইটের খোয়ার খরচের পরিমাণ = 32671.875 /-টাকা।
বালির খরচের পরিমাণ = 10890.625 /-টাকা।
ইলেক্ট্রিক্যাল খরচের পরিমাণ = 69700 /-টাকা।
স্যানিটারি ফিটিংস খরচের পরিমাণ = 78412.5 /-টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = 34850 /-টাকা।
রড ও রাজমিস্ত্রি খরচের পরিমাণ = 217812.5 /-টাকা।
দরজা জানালার খরচের পরিমাণ = 87125 /-টাকা।
মালামাল পরিবহন খরচের পরিমাণ = 13068.75 /-টাকা।
অন্যান্য খরচের পরিমাণ = 21781.25 /-টাকা।
ফাউন্ডেশন ছাড়া এক তলা বাড়ির নির্মাণ খরচ = 871250 /-টাকা।
তাহলে ফাউন্ডেশন সহ গ্রামের বাড়ির নির্মাণ এর জন্য মোট খরচ = 973750 /-টাকা।
ইটের খরচের পরিমাণ = 104550 /-টাকা।
সিমেন্টের খরচের পরিমাণ = 113262.5 /-টাকা।
রড বা স্টিলের খরচের পরিমান = 87125 /-টাকা।
ইটের খোয়ার খরচের পরিমাণ = 32671.875 /-টাকা।
বালির খরচের পরিমাণ = 10890.625 /-টাকা।
ইলেক্ট্রিক্যাল খরচের পরিমাণ = 69700 /-টাকা।
স্যানিটারি ফিটিংস খরচের পরিমাণ = 78412.5 /-টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = 34850 /-টাকা।
রড ও রাজমিস্ত্রি খরচের পরিমাণ = 217812.5 /-টাকা।
দরজা জানালার খরচের পরিমাণ = 87125 /-টাকা।
মালামাল পরিবহন খরচের পরিমাণ = 13068.75 /-টাকা।
অন্যান্য খরচের পরিমাণ = 21781.25 /-টাকা।
ফাউন্ডেশন ছাড়া এক তলা বাড়ির নির্মাণ খরচ = 871250 /-টাকা।
তাহলে ফাউন্ডেশন সহ গ্রামের বাড়ির নির্মাণ এর জন্য মোট খরচ = 973750 /-টাকা।
রাজ
মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার
মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর।
ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে
অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং
লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
No comments