গ্রামের বাড়ির ডিজাইন।
দুই রুমের বাড়ির ডিজাইন।
দুই রুমের গ্রামের বাড়ির ডিজাইন নকশা ও নির্মাণ খরচ।
১২ লক্ষ টাকায় তিন শতাংশ জমিতে দুই রুমের একটি সুন্দর গ্রামের বাড়ির নকশা ও নির্মাণ খরচের হিসাব দেওয়া হল।
সুলভ মূল্যই বাড়ির ড্রয়িং সার্ভিস সমূহ।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।
বিস্তারিত জানতে বাড়ির ডিজাইন সার্ভিস পেজ দেখুন।
এক তলা গ্রামের বাড়ির ডিজাইনের প্রতি স্কয়ার ফিট ইটের তৈরি ফাউন্ডেশনের খরচ = ২০০/- টাকা করে হলে ।
১৩৩৩ স্কয়ার ফিট এক তলা বাড়ির ডিজাইনের ফাউন্ডেশন খরচ হয় ( ১৩৩৩☓২০০) = ২৬৬৬০০/-টাকা।
ফাউন্ডেশন বাদে গ্রামের বাড়ির নির্মাণ সামগ্রীর মালামাল ও বাড়ি নির্মাণ খরচের হিসাব বেড় করা হল।
ইটের সংখ্য = ১৩৯৯৬ টি।
প্রতিটি ইটের দাম ৮ টাকা করে হলে।
১৩৯৯৬ টি ইটের মোট দাম হয় = (৮☓১৩৯৯৬) = ১১১৯৭২/- টাকা।
সিমেন্ট লাগবে = ২৭৫ ব্যাগ।
প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪৪০ টাকা হলে।
২৭৫ ব্যাগ সিমেন্টের মোট দাম হয় = ( ৪৪০☓২৭৫) = ১২১৩০৩/- টাকা।
রড লাগবে = ১৫০৫ কেজি।
প্রতি কেজি রডের দাম ৬২ টাকা করে হলে।
১৫০৫ কেজি রডের দাম হয় (৬২☓১৫০৫) = ৯৩৩১০/- টাকা।
ইটের খোয়া লাগবে = ৩৮০ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি খোয়ার দাম = ৯২ টাকা হলে।
৩৮০ সি এফ টি খোয়ার মুল্য হয় = ( ৯২☓৩৮০) = ৩৪৯৯১/- টাকা।
বালি লাগবে = ১৯৪ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি বালির দাম = ৬০ টাকা হলে।
১৯৪ সি, এফ, টি বালির মুল্য হয় = (৬০☓১৯৪) = ১১৬৬৩/- টাকা।
ইলেকট্রিক্যাল খরচ হবে = ৭৪৬৪৮/- টাকা।
প্লাম্বিং খরচ হবে = ৮৩৯৭৯/- টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = ৩৭৩২৪/- টাকা।
রড মিস্ত্রি ও রাজ মিস্ত্রির গড় খরচ প্রতি স্কয়ার ফিট = ৩১২/ টাকা হলে।
১৩৩৩ স্কয়ার ফিটের খরচ হবে = ( ৩১২☓১৩৩৩) = ২৩৩২৭৫/- টাকা।
দরজা ও জানালার খরচ হবে = ৯৩৩১০/- টাকা।
গাড়ি ভাড়া খরচ হবে প্রায় = ১৩৯৯৬/- টাকা।
অন্যান্য খরচ হবে প্রায় = ২৩৩২৭/- টাকা।
ফাউন্ডেশন বাদে শুধু মাত্র এক তলা গ্রামের বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ৯৩৩১০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ এক তলা দুই রুমের বাড়ির নির্মাণের জন্য খরচ হবে।
= (৯৩৩১০০ + ২৬৬৬০০) = ১১৯৯৭০০/- টাকা।রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
No comments