সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সম্পর্কে পর্ব -১২।

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য ভাইভা প্রশ্ন সমাধান পর্ব -১২।

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য ভাইভা প্রশ্ন সমাধান পর্ব -১২।

১৪৮। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উওরঃ ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১৪৯। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?

উওরঃ ট্রিমি পাইপ ।
১৫০। ট্রিমি পাইপের ডায়া কত?

উওরঃ ৬" থেকে ৭" ।
১৫১। কত সময় বোরিং ওয়াস করতে হবে?

উওরঃ কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫২। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমান রাখা যাবে?

উওরঃ প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।

১৫৩। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উওরঃ একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ১০' হতে হবে ।
১৫৪। একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?

উওরঃ ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।

১৫৫। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?

উওরঃ একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
১৫৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উওরঃ পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।

১৫৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?

উওরঃ কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
 

No comments

Powered by Blogger.