সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ।
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব -১০।
সাইট ইঞ্জিনিয়ারদের জন্য ভাইভা প্রশ্ন সমাধান পর্ব -১০।
১২০। ত্রিমি পাইপের ডায়া কত?
উওরঃ ৬" থেকে ৭" ।
১২১। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উওরঃ কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১২২। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখা যাবে?
উওরঃ প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
১২৩। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উওরঃ পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
১২৪। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উওরঃ কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
১২৫। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উওরঃ একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
১২৬। একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উওরঃ ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।
১২৭। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উওরঃ একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
১২৮। ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উওরঃ যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।
১২৯। শোরিং কি?
উওরঃ রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।
১৩০। ফেরু - সিমেন্ট কি?
উওরঃ Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
১৩১। ব্লিডিং কি ও লেটেন্স কি?
উওরঃ কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে। আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।
১৩২। slump cone ও cylinder এর সাইজ কত?
উওরঃ স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা ।
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।
১৩৩। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উওরঃ
✓ compression strength.
✓Bonding strength.
✓initial setting time.
✓Final setting time.
✓Finesse test.
ইত্যাদি।
১৩৪। একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উওরঃ একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
১৩৫। সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উওরঃ ২৫ মিমি ডায়া রড।
১৩৬। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উওরঃ বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়। আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
১৩৭। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উওরঃ হ্যাঁ আছে। ১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
১৩৪। একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উওরঃ একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
১৩৫। সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উওরঃ ২৫ মিমি ডায়া রড।
১৩৬। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উওরঃ বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়। আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
১৩৭। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উওরঃ হ্যাঁ আছে। ১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
বাড়ির নির্মাণ বিষয়ে ৩ টি গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন।
✓ আধুনিক সুন্দর বাড়ির ডিজাইন আইডিয়া ও নির্মাণ খরচ।
✓ আধুনিক সুন্দর বাড়ির ডিজাইন আইডিয়া ও নির্মাণ খরচ।
No comments