ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাকরি প্রশ্ন সিভিল পর্ব - ৮।

টাইলসের ভাইভা প্রশ্ন সমাধান পর্ব - ৮।

টাইলসের ভাইভা প্রশ্ন সমাধান পর্ব - ৮।

৯৩। বলেন তো বিল্ডিং এর ফিনিশিং কখন থেকে শুরু হয় বা ফিনিশিং প্রজেক্ট কাকে বলে ?

উত্তরঃ বিল্ডিং এর গাথুনী শুরু হলে আমরা ফিনিশিং প্রজেক্ট বলে থাকি।

৯৪। আউট সাইড গাথুনীতে সুতা কোন দিকে দিতে হয় ও কেন দিতে হয়?

উত্তরঃ আউট সাইডে গাথুনীতে সুতা বাহিরে দিতে হয় । কারন বাহিরের দিকে সলে থাকে তাহলে বাহির থেকে দেখতে ভাল লাগে।

৯৫। নতুন ওয়াল প্লাষ্টার করার আগে কি চেক করতে হয়?

উত্তরঃ নতুন দেয়ালে প্লাষ্টার করার আগে দেখবো ইলেকট্রিক পাইপ আর এম কে বক্স লাগানো হয়েছে কিনা, দেয়াল পৃষ্টে কোন আলগা ময়লা ধুলা আছে কিনা, ওয়াল টি পানি দারা ভিজানো হয়েছে কিনা, পর্যাপ্ত সিমেন্ট বালু ও আনুষক্গিক যন্ত্রপাতি রেডি আছৈ কিনা ইত্যাদি ।

৯৬। প্লাষ্টারে কি কি আপনার দেখার আছে?

উত্তরঃ প্লাষ্টার করার সময় দেখবো গজ ও সল ধরে যে প্লাষ্টার পুরুত্বে সব স্থানে হইছে কিনা উচু নিচু হইছে কি না, লাইট জ্বালিয়ে দেখলে অনেক ভাল বুঝা যায় পর্যাপ্ত কিউরিং হচ্ছে কিনা ।

৯৭। টাইলসের স্ট্যান্ডাড সাইজ কত কত বলেন তো? ফ্লোর ও ওয়ালে ?

উত্তরঃ স্ট্যান্ডাড সাইজ গুলি হলঃ ওয়ালের জন্য সাইজ (৮"x১২") (১০"x১৩") (১০"x১৬") (১২"x১৮") (১২"x২০") (১২"x২৪") ইত্যাদি ।

ফ্লোরের জন্য সাইজ (১২"x১২") (১৬"x১৬") (২০"x২০") (২৪"x২৪") (৩২"x৩২") (২৪"x৪৮") ইত্যাদি ।


৯৮। একটা নতুন বিল্ডিং এ আপনাকে একটা ফ্লাটে টাইলস লাগানোর জন্য বলা হলে আপনার করোনীয় কি?

উত্তরঃ প্রথমে কন্ট্রাকটর ঠিক হয়েছে কিনা, টাইলস সিলেকশন হয়েছে কিনা, টাইলস এর পরিমান বের করা, স্যানিটারী লাইন করা ও পেসার চেক করা হয়েছে কিনা, ইলেকট্রিক লাইনের কাজ হয়ে কিনা, ওয়াস্ট ওয়াটার লাইন, কোমড লাইন, বাথ রুমের জানালার গ্রীল লাগানো সকন চৌকাঠ লাগানো হয়েছে কিনা, চিপিং ওয়াসিং ইত্যাদি।

৯৯। রং করার নিয়ম বলতে পারবেন কি ?

উত্তরঃ রং এর সারফেসে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘোষা, ৪০নং পাথর দিয়ে ঘোষা, ওয়াটার সিলার প্রয়োগ করা, দুই কোট পুটি টানা আবার ঘোষা তারপর তিন ধাপে তিন কোট রং প্রয়োগ করা

১০০। স্যানিটারী কাজ করছেন বা দেখছেন কি ? বলেন তো কোমড ও প্যানের হোল ওয়াল থেকে কত দুরে করা হয়।

উত্তরঃ ১০"~ ১৪" সেন্টার ।

১০১। বেসিন কত উচ্চতায় লাগানো হয়?

উত্তরঃ ৩৩" স্ট্যান্ডাড ।

১০২। বিব কর্ক ও এংগ্যাল স্টপ কর্ক ফ্লোর থেকে কত উপরে লাগানো হয়?

উত্তরঃ ১২" ।

১০৩। একটা ১০ তলা ভবনে কি কি পাইপ লাগে ডায়া অনুযায়ী ?

উত্তরঃ ১২" ৮" ৬" ৪" ২'' ১.৫" ১.২৫" ১" ৩/৪" ১/২" ।

১০৪। স্যানিটারী ফিটিং এর নাম বলেন । আর জিআাই ফিটিং ?

উত্তরঃ প্লেইন বেন্ড, বেক ডোর বেন্ড, সাইড ডোর বেন্ড, টি, বেক ডোর টি, সাইড ডোর টি, লং ট্রাব, অবসেট, জি আই ফিটিংস, এলবো, টি, সকেট,গেট বাল্ব, ইউনিয়ন, নিপেল, বন প্লাগ, ছি পি বুস, বল বাল্ব, ইত্যাদি।

১০৫। সুইচ বোড কত উচ্চতায় লাগানো হয় ?

উত্তরঃ ৪৬" স্ট্যান্ডাড ।

১০৬। পাওয়ার পয়েন্ট, লাইট পয়েন্ট কত উচ্চতায় লাগান আপনারা ?

উত্তরঃ পাওয়ার পয়েন্ট ফ্লোর থেকে ১০"~১২" লাইট পয়েন্ট সিলিং থেকে ১৫" নীচে ।

১০৭। এসডিবি থেকে এমডিবি তে কত আরএম কেবল দেওয়া হয়?

উত্তরঃ ১০ আর এম স্যার ছোট ফ্লাট হলে ৬ আরএম ও দেওয়া যায় ।
 
 বাড়ির নির্মাণ বিষয়ে ৩ টি গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন।
✓ আধুনিক সুন্দর বাড়ির ডিজাইন আইডিয়া ও নির্মাণ খরচ।

No comments

Powered by Blogger.