সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব -১১।

ইন্টাভিউ বোডে কেমন প্রশ্ন করে। সাইট ইঞ্জিনিয়ারদের জন্য ভাইভা প্রশ্ন সমাধান পর্ব -১১।

১৩৮। এক গ্যালন পানির ওজন কত?

উওরঃ ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।


১৩৯।এক পাউন্ড সমান কত কেজি?


উওরঃ ০.৪৫ কেজি।

১৪০।১ ঘনমিটার কত ঘনফুট?

উওরঃ ৩৫.২৮ ঘনফুট।

১৪১। গাছ কাটার সময় কখন?


উওরঃ শীতকালে।

১৪২। সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?


উওরঃ সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।

১৪৩। জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?


উওরঃ জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।

১৪৪। পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?


উওরঃ হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।

১৪৫। UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?


উওরঃ UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।


১৪৬। হার্ড বোর্ড কি?

উওরঃ এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।

১৪৭। বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?

উওরঃ 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।
 
 বাড়ির নির্মাণ বিষয়ে ৪ টি গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন।
✓ আধুনিক সুন্দর বাড়ির ডিজাইন আইডিয়া ও নির্মাণ খরচ।

No comments

Powered by Blogger.