সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সিঁড়ি সম্পর্কে পর্ব -১৪।

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সিঁড়ি সম্পর্কে  পর্ব -১৪।

১৬৩। সিঁড়ি কাকে বলে?
উওরঃ ভবনের এক তলা থেকে অন্য তলায় নিরাপদে ও অনায়সে যাতায়াতের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিঁড়ি বা স্টেয়ার বলে।
১৬৪। একটি উত্তম সিঁড়ির কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
উওরঃ একটি উত্তম সিঁড়ির নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা আবশ্যক ১। অবস্থান ২। সিঁড়ির প্রস্থ ৩। ফ্লাইটের দৈর্ঘ্য ৪।সিঁড়ির ঢাল ৫। হেড রুম ৬। নির্মাণ সামগ্রী ৭। ব্যালাস্ট্রেড ও হ্যান্ড রেইল ৮। স্টেপ আকার ৯। ল্যান্ডিং ।

১৬৫। ট্রেড এবং রাইজার সংখ্যা নির্ণয়ে পদ্ধতি গুলো কি?
উওরঃ ১ । রাইজারের সংখ্যা =প্রতি ফ্লাইটের উচ্চতা/রাইজারের উচ্চতা । ২। ট্রেডের সংখ্যা=প্রতি ফ্লাইটের রাইজারের সংখ্যা-১ ।

১৬৬। ১টি ফ্লাইটে সর্বোচ্চ ও সর্বনিম্ন কতটি ধাপ থাকা উচিত?
উওরঃ প্রতি ফ্লাইটে ধাপের সংখ্যা ১০ থেকে ১২ টি তবে সর্বোচ্চ ১৫ টি এবং সর্বনিম্ন ৩ টির কম হবে না।
১৬৭। সিঁড়ির অবস্থান কোথায় হওয়া উচিত?
উওরঃ আবাসিক দালানের ক্ষেত্রে সিঁড়ির অবস্থান কেন্দ্রস্থলে এবং পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে সিঁড়ির অবস্থান রাস্তার দিকে হওয়া উচিত।
১৬৮। সিঁড়ির বিভিন্ন অংশগুলোর নাম লিখ।
উওরঃ বিভিন্ন অংশের নাম গুলো হল । স্টেপ বা ধাপ, ট্রেড, রাইজার, ফ্লাইট, নোজিং, ল্যান্ডিং, সফিট, ঢাল, হ্যান্ড রেইল, হেড রুম, ইত্যাদি।
১৬৯। ট্রেড ও রাইজার কাকে বলে? সিঁড়ির ট্রেড ও রাইজার সাধারণত কত ধরা হয়?
উওরঃ সিঁড়ি বেয়ে ওঠানামা করার সময় সিঁড়ির যে সমতলে পা রেখে ওঠানামা করা হয় তাকে ট্রেড বলে।
ধাপের লম্ব অংশ এবং যা ট্রেড কে সাপোর্ট প্রদান করে তাকে রাইজার বলে। ট্রেড ১০" এবং রাইজার ৬"।
১৭০। ACI কোড অনুযায়ী ট্রেড ও রাইজারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?
উওরঃ আবাসিক দালানের সিঁড়ির রাইজারের পরিমান ১৫ সে.মি থেকে ১৮ সে.মি এবং ট্রেডের পরিমান ২৩ সে.মি থেকে ২৭ সে.মি রাখা হয়। পাবলিক বিল্ডিং এ রাইজার ১৪ থেকে ১৫ সে.মি এবং ট্রেড ২৫ থেকে ৩০ সে.মি রাখা হয়।

১৭১। আবাসিক দালানের জন্য সিঁড়ির ফ্লাইটের প্রস্থ ও হেডরুম এর ন্যুনতম পরিমাপ কত হওয়া উচিত?
উওরঃ প্রস্থ ৯০ সে. মি বা ৩ ফুট এবং হেডরুম ২.১০ মি বা ৭ ফুট হওয়া উচিত।
১৭২। বিভিন্ন প্রকার সিঁড়ির নাম লিখ।
উওরঃ একমুখী সিঁড়ি, ডগ-লেগড সিঁড়ি , ওপেন নিউয়েল সিঁড়ি , জিওমেট্রিক্যাল সিঁড়ি , বৃত্তাকার সিঁড়ি , বাইফার কেটেড সিঁড়ি ।
১৭৩। র‍্যাম্প কাকে বলে? লিফট কোর কাকে বলে?
উওরঃ দালানের বিভিন্ন তলায় গমনাগমনের জন্য ধাপবিহীন যে সিঁড়ি ব্যবহার করা হয় তাকে র‍্যাম্প বলে। বহুতল ভবনে যে কক্ষে লিফট স্থাপন করা হয় তাকে লিফট কোর বলে।
১৭৪। সিঁড়িরর ঢাল কি?ঢালের পরিমান কত?
উ: ল্যান্ডিং বা মেঝের সাথে লাইন অব নোজিং যে কোণ করে থাকে তাকে সিঁড়ির ঢাল বলে। ঢাল ৩০° থেকে ৪০° এর মধ্যে হয়ে থাকে।
১৭৫। বসতবাড়িতে কোন প্রকার সিঁড়ি ব্যবহার হয়ে থাকে?
উওরঃ বসত বাড়িতে Dog-legged সিঁড়ি বেশি ব্যবহার করা হয়ে থাকে।

১৭৬। দালানের সিঁড়ির অবস্থান কেমন হওয়া উচিত?
উওরঃ সিঁড়ির অবস্থান নিম্নরুপ ।

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ। 
✓ভবনের আবাসিকবৃন্দ স্বাচ্ছন্দে প্রবেশ এবং বের হতে পারে।
✓সিঁড়িতে পর্যাপ্ত পরিমান আলো বাতাস পাওয়া যাবে ।
✓সিঁড়ির প্রবেশ পথে সুবিধা জনক বিস্তৃত এলাকা পাওয়া যাবে।
✓সিঁড়ির অবাস্থান রাস্তার দিকে হওয়া উচিত,যেন সহজেই লোকজন রাস্তা হতে বিভিন্ন তলায় যেতে পারে।

১৭৭। আদর্শ সিঁড়িরর ট্রেড ও রাইজারের সম্পর্ক লেখ।
উওরঃ
✓ট্রেড+রাইজার=৪০ থেকে ৪৫ সে.মি বা ১৬" থেকে ১৮ " ।
✓ট্রেড ×রাইজার=৪০০ থেকে ৪৫০ ব:সে.মি ।
✓ট্রেড+২ ×রাইজার=৬০ সে.মি বা ২ ফুট।

১৭৮। সিঁড়ির স্ল্যাবে টপ ও বটমে ক্লিয়ার কভার কত?
উওরঃ ১ ইঞ্চি।
১৭৯। সিঁড়ির ধাপের ওজন নির্ণেয় সূত্রটি কী?
উওরঃ W= 12R kg/m². R এখানে রাইজার এবংW ওজন।
১৮০। সিঁড়ি নির্মানের জন্য উত্তম মালামা কোনটি?
উওরঃ সবচেয়ে উত্তম মালামাল হল কংক্রিট। কারণ এই জাতীয় মালামালে অগ্নি নিরোধক ক্ষমতা সবচেয়ে বেশি এবং যে কোন আকারে দেওয়া যায়।
১৮১। ল্যান্ডিং কি? ল্যান্ডিং কী কাজে ব্যবহার করা হয়?
উওরঃ দুটি ফ্লাইটের মধ্যবর্তী স্থানে চওড়া যে প্লাটফর্ম নির্মান করা হয় তাকে ল্যান্ডিং বলে। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় দিক পরিবর্তন এবং মধ্যবর্তী স্থানে সামান্য বিশ্রামের জন্য ল্যান্ডিং ব্যবহার করা হয়।
 

No comments

Powered by Blogger.