বিল্ডিং ম্যাটেরিয়াল
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ।
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ প্রশ্ন ১০০ টি বিল্ডিং ম্যাটেরিয়াল পর্ব -১৭।
১। মর্টারের মধ্যে জমাট বাঁধাই কোন উপাদান ?
উওরঃ cement ।
২। পোড়া লোহায় কত % পর্যন্ত কার্বন থাকে ?
উওরঃ 0.25% ।
৩। সিমেন্টের চূড়ান্ত শক্তি সরবরাহ করে কে ?
উওরঃ Di-calcium silicate ।
৪। পলিমার শিলাটিকে বলা হয়?
উওরঃ Granite
৫। সিমেন্টের কোন যৌগোটি পানির সাথে মিশ্রণটি হয়ে দ্রুত বিক্রিয়া করে ?
উওরঃ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট।
৬। চুন-পোজ্জোলানার প্রাথমিক সেটিং টাইম কত ?
উওরঃ ১২০ মিনিট ।
৭। ইট উদপাদনের জন্য ভালো আবহাওয়ার ও সময় কাল হল ?
উওরঃ বর্ষা কাল ।
৮। পৃথিবীর যথেষ্ট গভীরতাম ম্যাগমা গুলো শীতল হওয়ার পর যে শিলাগুলি গঠিত হয় তাকে কি বলে ?
উওরঃ প্লুটোনিক শিলা ।
৯। কোয়ার্টজিট কি ?
উওরঃ রুপান্তরিত শিলা ।
১০। বালি পাথর কাকে বলে ?
উওরঃ পাললিক শিলা ।
১১। চুল্লিতে যদি কম তাপমাত্রায় থাকে এবং অপর্যাপ্ত জ্বালানী সরবরাহ করা হয়, তাহলে উৎপাদিত লোহাকে বলা হয়?
উওরঃ ঢালাই না-করা ধাতুপিণ্ড (White or forge pig )
১৩। মরিচা রোধক ইস্পাতে রয়েছে ?
উওরঃ ১৮% ক্রোমিয়াম এবং ৮% নিকেল।
১৪। রাসায়নিক এবং যান্ত্রিক বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে লোহা কত প্রকার ও কি কি ?
উওরঃ তিন প্রকার (ক) cast iron (খ) wrought iron (গ) steel
১৫। পেটা লোহায় (Wrought iron) প্রায় কার্বন থাকে ?
উওরঃ 1.5% থেকে 5.5% ।
১৬। চীনামাটিকে রাসায়নিকভাবে বলা হয় ?
উওরঃ মৃত্তিকা গঠিত শিলা ।
১৭। পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন জন্য ব্যবহৃত কাঁচামালের অনুপাত কত ?
উওরঃ চুন 63%; সিলিকা 22%; অন্যান্য উপাদান 15% ।
১৮। নিসিক থেকে প্রাপ্ত শিলাকে বলা হয় ?
উওরঃ পাললিক রূপান্তরিত শিলা।
১৯। যে শিলা ধীরে ধীরে জমাট বেধেঁ তৈরি হয় তাকে কি বলে ?
উওরঃ পাললিক শিলা ।
২০। ভাল মানের পাথর অবশ্যই কি কি থাকা দরকার ?
উওরঃ (ক) টেকসই হতে হবে (খ) মাটি মুক্ত (গ) অ্যাসিড ক্রিয়া প্রতিরোধ ।
২১। অ্যাসবেস্টস সিমেন্ট গুলির জন্য প্রাথমিক সেটিং টাইম কত এর কম হওয়া উচিত নয় ।
উওরঃ ৯০ মিনিট ।
২২। রাজমিস্ত্রীর গাঁথনির কাঠামোর ফাটল ভর্তির জন্য কোন শ্রেনীর বিটুমিন ব্যাবহার করে ?
উওরঃ প্লাস্টিক বিটুমিন ।
২৩। ভ্যানডিয়াম স্টিল সাধারণত ব্যবহৃত হয় ?
উওরঃ অ্যাক্সেল এবং স্প্রিংস ।
২৪। যে শিলাগুলিতে আরগিল (বা কাদামাটি) প্রাধান্য পায় তাকে বলা হয় ?
উওরঃ মৃত্তিকাগঠিত শিলা ।
২৫। খারাপ ভাবে সিমেন্টে কংক্রিটের মিশ্রনের ফলাফলকে কি বলে ?
উওরঃ হানিকম (Honey combing)
২৬। রাসায়নিক ভাবে মার্বেল হিসাবে পরিচিত হয় ?
উওরঃ চুনযুক্ত শিলা।
২৭। প্লাস্টিকের বিটুমিনে ব্যবহৃত ফিলারটি কি বলা হয় ?
উওরঃ অ্যাসবেসটস গুঁড়া ।
২৮। রজন কি ?
উওরঃ বার্নিশ ব্যবহৃত হয়।
২৯। আপোড়ানো ইট ব্যবহার করা হয় ?
উওরঃ দহন কক্ষে ।
৩০। জল ছাদে সাধারণত কোন পাথর ব্যবহৃত হয় ?
উওরঃ সেলেট পাথর ।
৩১। কালো মার্বেল সাধারণত কোন জেলায় পাওয়া যায়?
উওরঃ জয়পুর জেলায় ।
৩২। সর্বাধিক আগুন প্রতিরোধক পেইন্টগুলি হল ?
উওরঃ অ্যাসবেস্টস পেইন্টগুলি ।
৩৩। একটি কার্যক্ষম কংক্রিটের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জল ও সিমেন্ট অনুপাত ?
উওরঃ ০.৪০ ।
৩৪। তাপ এবং অতিরিক্ত চাপের কারণে মূল কাঠামো পরিবর্তন করে যে শিলা গঠিত হয় তাকে কি বলা হয় ?
উওরঃ রূপান্তরিত শিলা ।
৩৫। পোর্টল্যান্ড সিমেন্টের কোন যৌগ দুই থেকে তিন বছর পরেও শক্তি প্রধান করে ?
উওরঃ ডি-ক্যালসিয়াম সিলিকেট ।
৩৬। ১০ কেজি CaO দ্বারা কি পরিমান পানি ফুটানো যাই ?
উওরঃ ৩.২ কেজি ।
৩৭। ভাল ইট তৈরির জন্য মাটিতে কাদামাটি এবং পলি মাটির পরিমাণ অবশ্যই কমপক্ষে কত হওয়া উচিত ?
উওরঃ ৫০% ।
৩৮। বেসামার প্রক্রিয়া উৎপাদনের কি ব্যাবহার করা হয়?
উওরঃ ইস্পাত।
৩৯। অর্ধ প্রস্থ এবং অর্ধ দৈর্ঘ্যের সমান ত্রিভুজা আকার কোণ এই ইটের অংশটিকে বলা হয় ।
উওরঃ king closer ।
৪০। গাঁথুনির ইট গুলির স্ট্যান্ডার্ড সাইজ কত ?
উওরঃ 19 সেমি x 9 সেমি x 9 সেমি ।
৪১। একটি ভাল মানের পাথর, কত % জল কম শোষণ করে ?
উওরঃ ৫% ।
৪২। প্লাইউড কোথায় থেকে তৈরি করা হয় ?
উওরঃ সেগুন কাঠ থেকে।
৪৩। লোহায় সর্বনিম্ন 40% পাওয়া যায় কোন উপাদান ?
উওরঃ কালো ব্যান্ড( Black band)।
৪৪। যদি লোহার আকরিকটি অপরিষ্কার এবং কাদামাটি থাকে, তবে পরিমাপের সময় কি যোগ করা হয়?
উওরঃ চুনাপাথর (lime stone) ।
৪৫। কাস্ট ইস্পাত দ্বারা কি উত্পাদিত হয় ?
উওরঃ ধাতু গলাবার পাত্র (Crucible process) ।
৪৬। প্রথম শ্রেণীর ইট ২৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখা হলে, ইটের ওজনের চেয়ে কত % বেশি পানি শোষণ করা উচিত নয় ।
উওরঃ ২০ % ।
৪৭। ওজন অনুসারে বন্দুকের গুঁড়ায কাঠকয়লা, লবণ এবং সালফারে অনুপাত কত ?
উওরঃ ১৫ঃ৭৫ঃ১০।
৪৮। ভূতাত্ত্বিকভাবে, মার্বেল হিসাবে পরিচিত হয়......
উওরঃ রুপান্তরিত শিলা ।
৪৯। সিমেন্ট প্রাথমিক সেটিং টাইম কিসের কারণে সৃষ্টি হয ?
উওরঃ ট্রাই-ক্যালসিয়াম অ্যালুমিনেট ।
৫০। সবচেয়ে শক্ত শিলার নাম কি ?
উওরঃ হীরা ।
৫১। সিলিকা প্রস্তুতি জন্য ব্যবহার করা হয় ?
উওরঃ সিলিকা ইট, কোক ওভেন এবং কাচ চুল্লি ।
৫২। ফাইবার বোর্ডগুলি কি তৈরিতে ব্যবহার করা যেতে পারে?
উওরঃ আসবাবপত্র জন্য ব্যবহৃত হয়।
৫৩। পেটে লোহা কি তৈরিতে ব্যবহার করা হয় ?
উওরঃ ছোট আকারের পানির পাইপ ।
৫৪। সাদা পিঁপড়ের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধের কাঠটির নাম কি ?
উওরঃ সেগুন কাঠ ।
৫৫। চুন কংক্রিট সাধারণত কোথায় ব্যবহৃত হয় ?
উওরঃ flooring at ground level.
৫৬। ইল্যান্ড বর্গ ইটের সর্বনিম্ন সংবেদনশীল শক্তি কত হওয়া উচিত ?
উওরঃ 75 kg/cm2 ।
৫৭। দ্রুত সেটিং টাইম সিমেন্টে যোগ করে কোন উপাদান ?
উওরঃ অ্যালুমিনিয়াম সালফেটর মিহি গুড়া।
৫৮। চুন মর্টারের জন্য সাধারণ কিউরিং সময়কাল কত ?
উওরঃ ৭ দিন ।
৫৯। জার্মান রূপা সংকর ধাতু গুলো হল ?
উওরঃ তামা, নিকেল এবং দস্তা ।
৬০। স্টেইনলেস স্টীল উদপাদনের জন্য, ইস্পাতের সঙ্গে কি মিশ্রিত করা হয়?
উওরঃ ক্রোমিয়াম ।
৬১। অলংকৃত কাজের জন্য কি পাথর ব্যাবহার করা হয় ?
উওরঃ নরম শিলা(soft rock) ।
৬৩। বাতাসের সংস্পর্শে থাকা কাঠের বাইরের পৃষ্ঠকে সঙ্কুচিত করার ফলে সৃষ্ট ফাটলকে বলা হয় ?
উওরঃ বায়ু ফাটল (wind cracks) ।
৬৪। সম্পূর্ণরূপে কাঁচা লোহা পুনরায় উৎপাদন পক্রিয়া এবং তারপরে ইস্পাত উৎপাদন করার জন্য সঠিক শর্তকরা পরিমাণ কার্বন যুক্ত করার পক্রিয়াকে বলা হয়?
উওরঃ সংযোজন প্রক্রিয়া(Cementation process) ।
৬৫। যদি ১ ব্যাগ সিমেন্টের জন্য প্রয়োজনীয় জল ৩০ লিটার হয় । তবে পানি ও সিমেন্টের অনুপাত কত ?
উওরঃ ০.৬ ।
৬৬। বিশুদ্ধ চুনাপাথর এবং কাদামাটি থেকে তৈরি কিন্তু আয়রন-অক্সাইড থেকে মুক্ত পোর্টল্যান্ড সাদা সিমেন্ট কি হিসাবে পরিচিত ?
উওরঃ দ্রুত সেটিং সিমেন্ট (quick setting cement) ।
৬৭। মাটির ইট 1 m3 এর ওজনের প্রায় কত কেজি ?
উওরঃ 1800 kg ।
৬৮। এক ধরনের আঠা বা পিচ (Mastic asphalt) স্বাভাবিকভাবে কোথায় ব্যবহার করা হয়?
উওরঃ জলরোধী(water proofing)।
৬৯। মডুলার (modular) ইটের সাইজ কত ?
উওরঃ (19 x 9 x 9 cm) ।
৭০। একটি কাঠের টুকরো যার দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 5 সেমি এবং 10 সেমি তাহলে একে কি বলা হয়?
উওরঃ Strip (পাল্লা )।
৭১। একটি গাছের বয়স নির্ধারণ করা যেতে পারে কিসের মাধ্যমে ?
উওরঃ বার্ষিক রিং সংখ্যা দ্বারা।
৭২। জলবাহী চুনের( hydraulic lime) প্রাথমিক সেটিং সময়টি হল ?
উওরঃ 120 minutes ।
৭৩। পিভিসি বলতে কি বোঝায় ?
উওরঃ পলিথিন ভিনাইল ক্লোরাইড (polythene vinyl chloride)।
৭৪। সাধারণত কাঠের ছাঁচ (wooden moulds) থেকে তৈরি করা হয় ।
উওরঃ শীশ কাঠ( shisham wood) ।
৭৫। প্রথম শ্রেণির ইটের ন্যূনতম সংবেদনশীল শক্তি ( compressive strength) কত হওয়া উচিত ?
উওরঃ100 kg/cm2
৭৬। একটি ভাল মানের মাটির ইটের প্রধান উপাদান হল ?
উওরঃ অ্যালুমিনিয়াম (alumina) ।
৭৭। বিটুমেন সাধারণত কোথায় থেকে পাওয়া যাই ?
উওরঃ পেট্রোলিয়াম পণ্য (petroleum product) ।
৭৮। এক ঘনমিটার ইটের গাঁথুনির জন্য প্রয়োজনীয় ইট সংখ্যা কত ?
উওরঃ ৫০০ টি ।
৭৮। সিমেন্ট কংক্রিটের শক্তি প্রাথমিকভাবে কিসের নির্ভর করে ?
উওরঃ পানি ও সিমেন্টের অনুপাত।(water-cement ratio) ।
৭৯। রাপিড শক্ত সিমেন্ট রয়েছে ?
উওরঃ ট্রাই-ক্যালসিয়াম সিলিকেট (Tri-calcium silicate)
৮০। ঝামা ইট হলো ?
উওরঃ ওভার পোড়া (over burnt) ।
৮১। প্লাস্টিক বিটুমিন সাধারণত ব্যবহার করা হয় ?
উওরঃ ফাটোল ভারাট করতে (crack fillings) ।
৮২। পৃথিবীর পৃষ্ঠে ম্যাগমার কারণে যে শিলাগুলি গঠিত হয় তাদের বলা হয়?
উওরঃ আগ্নেয় শিল ।
৮৩। ইনওয়ার রয়েছে (Invar contains) ?
উওরঃ নিকেলের পরিমাণ 36%।
৮৪। ক্ষয় প্রতিরোধের জন্য পেইন্ট গুলিতে কোন রঙ্গকটি ব্যবহার করা হয়।
উওরঃ লাল সীসা (red lead) ।
৮৫। একটি ভাল পাকা কাঠের মধ্যে আর্দ্রতা থাকতে পারে ?
উওরঃ 10 থেকে 12% অধিক আর্দ্রতা থাকতে পারে।
৮৬। ডিসটেম্পার (Distemper) কি ?
উওরঃ একটি পেইন্ট । চুনাপাথর, রঙ্গক এবং পানির মিশ্রেন ।
৮৭। তেল বার্নিশ সাধারণত কি দিয়ে তৈরি ?
উওরঃ রজন, তেল এবং তার্পিন (resin, oil and turpentine)
৮৮। আগু্নে পোড়া বিশুদ্ধ কাদা মাটিতে রয়েছে ?
উওরঃ ম্যাগনেসিয়াম ।
৮৯। কাদামাটি ও সার্মেট ধাতুর মধ্যে শতকরা স্বাভাবিক পরিমাণ কত ?
উওরঃ 80%, 20%. ।
৯০। ডিসটেম্পার জন্য বেস উপাদান হল?
উওরঃ চুনাপাথর।
৯১। আর.সি.সি. কাজে তে ইস্পাত ব্যাবহার করা হয়.........
উওরঃ Mild steel (মৃদু ইস্পাত) ।
৯২। নন অ্যাসিড-প্রতিরোধী অ্যাসবেস্টস হল......।
উওরঃ ক্রিসোটাইল অ্যাসবেস্টস(chrysolite abestos) ।
৯৩। রক্ষণাবেক্ষণ প্রাচীর (retaining walls) নির্মাণের জন্য যে পাথর অবশ্যই ব্যাবহার করা হবে ...?
উওরঃ Heavy Stone (ভারী পাথর) ।
৯৪। স্থায়ী চুম্বক ও উচ্চ কার্বন ইস্পাত তৈরি হয়......।
উওরঃ ৪৫% কোবাল্ট থেকে ।
৯৫। স্টিলের মরিচা ক্ষয় প্রতিরোধ করার কারণ হলো.......... ।
উওরঃ ক্রোমিয়ম ।
৯৬। ভাল মানের বালি কোথায় থেকে কখনো পাওয়া যায় না......।
উওরঃ নুড়ি পাউডার থেকে (gravel powder) ।
৯৭। একটি বিল্ডিং জন্য ভাল পাথরের নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্ব কত হওয়া উচিত ?
উওরঃ ২.৭ ।
৯৮। কাঠের সিজনিং করা হয় .........।
উওরঃ জল অপসারণ করতে।(Remove water) ।
৯৯। মার্বেলের নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্ব হল ...............।
উওরঃ ২.৭২ ।
১০০। অ্যালুমিনা বা কাদামাটি পাথরগুলি প্রধান উপাদান হল......।
উওরঃ অরগিলিয়াস শিলা (argillaceous rocks)।
উওরঃ cement ।
২। পোড়া লোহায় কত % পর্যন্ত কার্বন থাকে ?
উওরঃ 0.25% ।
৩। সিমেন্টের চূড়ান্ত শক্তি সরবরাহ করে কে ?
উওরঃ Di-calcium silicate ।
৪। পলিমার শিলাটিকে বলা হয়?
উওরঃ Granite
৫। সিমেন্টের কোন যৌগোটি পানির সাথে মিশ্রণটি হয়ে দ্রুত বিক্রিয়া করে ?
উওরঃ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট।
৬। চুন-পোজ্জোলানার প্রাথমিক সেটিং টাইম কত ?
উওরঃ ১২০ মিনিট ।
৭। ইট উদপাদনের জন্য ভালো আবহাওয়ার ও সময় কাল হল ?
উওরঃ বর্ষা কাল ।
৮। পৃথিবীর যথেষ্ট গভীরতাম ম্যাগমা গুলো শীতল হওয়ার পর যে শিলাগুলি গঠিত হয় তাকে কি বলে ?
উওরঃ প্লুটোনিক শিলা ।
৯। কোয়ার্টজিট কি ?
উওরঃ রুপান্তরিত শিলা ।
১০। বালি পাথর কাকে বলে ?
উওরঃ পাললিক শিলা ।
১১। চুল্লিতে যদি কম তাপমাত্রায় থাকে এবং অপর্যাপ্ত জ্বালানী সরবরাহ করা হয়, তাহলে উৎপাদিত লোহাকে বলা হয়?
উওরঃ ঢালাই না-করা ধাতুপিণ্ড (White or forge pig )
১৩। মরিচা রোধক ইস্পাতে রয়েছে ?
উওরঃ ১৮% ক্রোমিয়াম এবং ৮% নিকেল।
১৪। রাসায়নিক এবং যান্ত্রিক বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে লোহা কত প্রকার ও কি কি ?
উওরঃ তিন প্রকার (ক) cast iron (খ) wrought iron (গ) steel
১৫। পেটা লোহায় (Wrought iron) প্রায় কার্বন থাকে ?
উওরঃ 1.5% থেকে 5.5% ।
১৬। চীনামাটিকে রাসায়নিকভাবে বলা হয় ?
উওরঃ মৃত্তিকা গঠিত শিলা ।
১৭। পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদন জন্য ব্যবহৃত কাঁচামালের অনুপাত কত ?
উওরঃ চুন 63%; সিলিকা 22%; অন্যান্য উপাদান 15% ।
১৮। নিসিক থেকে প্রাপ্ত শিলাকে বলা হয় ?
উওরঃ পাললিক রূপান্তরিত শিলা।
১৯। যে শিলা ধীরে ধীরে জমাট বেধেঁ তৈরি হয় তাকে কি বলে ?
উওরঃ পাললিক শিলা ।
২০। ভাল মানের পাথর অবশ্যই কি কি থাকা দরকার ?
উওরঃ (ক) টেকসই হতে হবে (খ) মাটি মুক্ত (গ) অ্যাসিড ক্রিয়া প্রতিরোধ ।
২১। অ্যাসবেস্টস সিমেন্ট গুলির জন্য প্রাথমিক সেটিং টাইম কত এর কম হওয়া উচিত নয় ।
উওরঃ ৯০ মিনিট ।
২২। রাজমিস্ত্রীর গাঁথনির কাঠামোর ফাটল ভর্তির জন্য কোন শ্রেনীর বিটুমিন ব্যাবহার করে ?
উওরঃ প্লাস্টিক বিটুমিন ।
২৩। ভ্যানডিয়াম স্টিল সাধারণত ব্যবহৃত হয় ?
উওরঃ অ্যাক্সেল এবং স্প্রিংস ।
২৪। যে শিলাগুলিতে আরগিল (বা কাদামাটি) প্রাধান্য পায় তাকে বলা হয় ?
উওরঃ মৃত্তিকাগঠিত শিলা ।
২৫। খারাপ ভাবে সিমেন্টে কংক্রিটের মিশ্রনের ফলাফলকে কি বলে ?
উওরঃ হানিকম (Honey combing)
২৬। রাসায়নিক ভাবে মার্বেল হিসাবে পরিচিত হয় ?
উওরঃ চুনযুক্ত শিলা।
২৭। প্লাস্টিকের বিটুমিনে ব্যবহৃত ফিলারটি কি বলা হয় ?
উওরঃ অ্যাসবেসটস গুঁড়া ।
২৮। রজন কি ?
উওরঃ বার্নিশ ব্যবহৃত হয়।
২৯। আপোড়ানো ইট ব্যবহার করা হয় ?
উওরঃ দহন কক্ষে ।
৩০। জল ছাদে সাধারণত কোন পাথর ব্যবহৃত হয় ?
উওরঃ সেলেট পাথর ।
৩১। কালো মার্বেল সাধারণত কোন জেলায় পাওয়া যায়?
উওরঃ জয়পুর জেলায় ।
৩২। সর্বাধিক আগুন প্রতিরোধক পেইন্টগুলি হল ?
উওরঃ অ্যাসবেস্টস পেইন্টগুলি ।
৩৩। একটি কার্যক্ষম কংক্রিটের জন্য ন্যূনতম প্রয়োজনীয় জল ও সিমেন্ট অনুপাত ?
উওরঃ ০.৪০ ।
৩৪। তাপ এবং অতিরিক্ত চাপের কারণে মূল কাঠামো পরিবর্তন করে যে শিলা গঠিত হয় তাকে কি বলা হয় ?
উওরঃ রূপান্তরিত শিলা ।
৩৫। পোর্টল্যান্ড সিমেন্টের কোন যৌগ দুই থেকে তিন বছর পরেও শক্তি প্রধান করে ?
উওরঃ ডি-ক্যালসিয়াম সিলিকেট ।
৩৬। ১০ কেজি CaO দ্বারা কি পরিমান পানি ফুটানো যাই ?
উওরঃ ৩.২ কেজি ।
৩৭। ভাল ইট তৈরির জন্য মাটিতে কাদামাটি এবং পলি মাটির পরিমাণ অবশ্যই কমপক্ষে কত হওয়া উচিত ?
উওরঃ ৫০% ।
৩৮। বেসামার প্রক্রিয়া উৎপাদনের কি ব্যাবহার করা হয়?
উওরঃ ইস্পাত।
৩৯। অর্ধ প্রস্থ এবং অর্ধ দৈর্ঘ্যের সমান ত্রিভুজা আকার কোণ এই ইটের অংশটিকে বলা হয় ।
উওরঃ king closer ।
৪০। গাঁথুনির ইট গুলির স্ট্যান্ডার্ড সাইজ কত ?
উওরঃ 19 সেমি x 9 সেমি x 9 সেমি ।
৪১। একটি ভাল মানের পাথর, কত % জল কম শোষণ করে ?
উওরঃ ৫% ।
৪২। প্লাইউড কোথায় থেকে তৈরি করা হয় ?
উওরঃ সেগুন কাঠ থেকে।
৪৩। লোহায় সর্বনিম্ন 40% পাওয়া যায় কোন উপাদান ?
উওরঃ কালো ব্যান্ড( Black band)।
৪৪। যদি লোহার আকরিকটি অপরিষ্কার এবং কাদামাটি থাকে, তবে পরিমাপের সময় কি যোগ করা হয়?
উওরঃ চুনাপাথর (lime stone) ।
৪৫। কাস্ট ইস্পাত দ্বারা কি উত্পাদিত হয় ?
উওরঃ ধাতু গলাবার পাত্র (Crucible process) ।
৪৬। প্রথম শ্রেণীর ইট ২৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখা হলে, ইটের ওজনের চেয়ে কত % বেশি পানি শোষণ করা উচিত নয় ।
উওরঃ ২০ % ।
৪৭। ওজন অনুসারে বন্দুকের গুঁড়ায কাঠকয়লা, লবণ এবং সালফারে অনুপাত কত ?
উওরঃ ১৫ঃ৭৫ঃ১০।
৪৮। ভূতাত্ত্বিকভাবে, মার্বেল হিসাবে পরিচিত হয়......
উওরঃ রুপান্তরিত শিলা ।
৪৯। সিমেন্ট প্রাথমিক সেটিং টাইম কিসের কারণে সৃষ্টি হয ?
উওরঃ ট্রাই-ক্যালসিয়াম অ্যালুমিনেট ।
৫০। সবচেয়ে শক্ত শিলার নাম কি ?
উওরঃ হীরা ।
৫১। সিলিকা প্রস্তুতি জন্য ব্যবহার করা হয় ?
উওরঃ সিলিকা ইট, কোক ওভেন এবং কাচ চুল্লি ।
৫২। ফাইবার বোর্ডগুলি কি তৈরিতে ব্যবহার করা যেতে পারে?
উওরঃ আসবাবপত্র জন্য ব্যবহৃত হয়।
৫৩। পেটে লোহা কি তৈরিতে ব্যবহার করা হয় ?
উওরঃ ছোট আকারের পানির পাইপ ।
৫৪। সাদা পিঁপড়ের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধের কাঠটির নাম কি ?
উওরঃ সেগুন কাঠ ।
৫৫। চুন কংক্রিট সাধারণত কোথায় ব্যবহৃত হয় ?
উওরঃ flooring at ground level.
৫৬। ইল্যান্ড বর্গ ইটের সর্বনিম্ন সংবেদনশীল শক্তি কত হওয়া উচিত ?
উওরঃ 75 kg/cm2 ।
৫৭। দ্রুত সেটিং টাইম সিমেন্টে যোগ করে কোন উপাদান ?
উওরঃ অ্যালুমিনিয়াম সালফেটর মিহি গুড়া।
৫৮। চুন মর্টারের জন্য সাধারণ কিউরিং সময়কাল কত ?
উওরঃ ৭ দিন ।
৫৯। জার্মান রূপা সংকর ধাতু গুলো হল ?
উওরঃ তামা, নিকেল এবং দস্তা ।
৬০। স্টেইনলেস স্টীল উদপাদনের জন্য, ইস্পাতের সঙ্গে কি মিশ্রিত করা হয়?
উওরঃ ক্রোমিয়াম ।
৬১। অলংকৃত কাজের জন্য কি পাথর ব্যাবহার করা হয় ?
উওরঃ নরম শিলা(soft rock) ।
৬৩। বাতাসের সংস্পর্শে থাকা কাঠের বাইরের পৃষ্ঠকে সঙ্কুচিত করার ফলে সৃষ্ট ফাটলকে বলা হয় ?
উওরঃ বায়ু ফাটল (wind cracks) ।
৬৪। সম্পূর্ণরূপে কাঁচা লোহা পুনরায় উৎপাদন পক্রিয়া এবং তারপরে ইস্পাত উৎপাদন করার জন্য সঠিক শর্তকরা পরিমাণ কার্বন যুক্ত করার পক্রিয়াকে বলা হয়?
উওরঃ সংযোজন প্রক্রিয়া(Cementation process) ।
৬৫। যদি ১ ব্যাগ সিমেন্টের জন্য প্রয়োজনীয় জল ৩০ লিটার হয় । তবে পানি ও সিমেন্টের অনুপাত কত ?
উওরঃ ০.৬ ।
৬৬। বিশুদ্ধ চুনাপাথর এবং কাদামাটি থেকে তৈরি কিন্তু আয়রন-অক্সাইড থেকে মুক্ত পোর্টল্যান্ড সাদা সিমেন্ট কি হিসাবে পরিচিত ?
উওরঃ দ্রুত সেটিং সিমেন্ট (quick setting cement) ।
৬৭। মাটির ইট 1 m3 এর ওজনের প্রায় কত কেজি ?
উওরঃ 1800 kg ।
৬৮। এক ধরনের আঠা বা পিচ (Mastic asphalt) স্বাভাবিকভাবে কোথায় ব্যবহার করা হয়?
উওরঃ জলরোধী(water proofing)।
৬৯। মডুলার (modular) ইটের সাইজ কত ?
উওরঃ (19 x 9 x 9 cm) ।
৭০। একটি কাঠের টুকরো যার দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 5 সেমি এবং 10 সেমি তাহলে একে কি বলা হয়?
উওরঃ Strip (পাল্লা )।
৭১। একটি গাছের বয়স নির্ধারণ করা যেতে পারে কিসের মাধ্যমে ?
উওরঃ বার্ষিক রিং সংখ্যা দ্বারা।
৭২। জলবাহী চুনের( hydraulic lime) প্রাথমিক সেটিং সময়টি হল ?
উওরঃ 120 minutes ।
৭৩। পিভিসি বলতে কি বোঝায় ?
উওরঃ পলিথিন ভিনাইল ক্লোরাইড (polythene vinyl chloride)।
৭৪। সাধারণত কাঠের ছাঁচ (wooden moulds) থেকে তৈরি করা হয় ।
উওরঃ শীশ কাঠ( shisham wood) ।
৭৫। প্রথম শ্রেণির ইটের ন্যূনতম সংবেদনশীল শক্তি ( compressive strength) কত হওয়া উচিত ?
উওরঃ100 kg/cm2
৭৬। একটি ভাল মানের মাটির ইটের প্রধান উপাদান হল ?
উওরঃ অ্যালুমিনিয়াম (alumina) ।
৭৭। বিটুমেন সাধারণত কোথায় থেকে পাওয়া যাই ?
উওরঃ পেট্রোলিয়াম পণ্য (petroleum product) ।
৭৮। এক ঘনমিটার ইটের গাঁথুনির জন্য প্রয়োজনীয় ইট সংখ্যা কত ?
উওরঃ ৫০০ টি ।
৭৮। সিমেন্ট কংক্রিটের শক্তি প্রাথমিকভাবে কিসের নির্ভর করে ?
উওরঃ পানি ও সিমেন্টের অনুপাত।(water-cement ratio) ।
৭৯। রাপিড শক্ত সিমেন্ট রয়েছে ?
উওরঃ ট্রাই-ক্যালসিয়াম সিলিকেট (Tri-calcium silicate)
৮০। ঝামা ইট হলো ?
উওরঃ ওভার পোড়া (over burnt) ।
৮১। প্লাস্টিক বিটুমিন সাধারণত ব্যবহার করা হয় ?
উওরঃ ফাটোল ভারাট করতে (crack fillings) ।
৮২। পৃথিবীর পৃষ্ঠে ম্যাগমার কারণে যে শিলাগুলি গঠিত হয় তাদের বলা হয়?
উওরঃ আগ্নেয় শিল ।
৮৩। ইনওয়ার রয়েছে (Invar contains) ?
উওরঃ নিকেলের পরিমাণ 36%।
৮৪। ক্ষয় প্রতিরোধের জন্য পেইন্ট গুলিতে কোন রঙ্গকটি ব্যবহার করা হয়।
উওরঃ লাল সীসা (red lead) ।
৮৫। একটি ভাল পাকা কাঠের মধ্যে আর্দ্রতা থাকতে পারে ?
উওরঃ 10 থেকে 12% অধিক আর্দ্রতা থাকতে পারে।
৮৬। ডিসটেম্পার (Distemper) কি ?
উওরঃ একটি পেইন্ট । চুনাপাথর, রঙ্গক এবং পানির মিশ্রেন ।
৮৭। তেল বার্নিশ সাধারণত কি দিয়ে তৈরি ?
উওরঃ রজন, তেল এবং তার্পিন (resin, oil and turpentine)
৮৮। আগু্নে পোড়া বিশুদ্ধ কাদা মাটিতে রয়েছে ?
উওরঃ ম্যাগনেসিয়াম ।
৮৯। কাদামাটি ও সার্মেট ধাতুর মধ্যে শতকরা স্বাভাবিক পরিমাণ কত ?
উওরঃ 80%, 20%. ।
৯০। ডিসটেম্পার জন্য বেস উপাদান হল?
উওরঃ চুনাপাথর।
৯১। আর.সি.সি. কাজে তে ইস্পাত ব্যাবহার করা হয়.........
উওরঃ Mild steel (মৃদু ইস্পাত) ।
৯২। নন অ্যাসিড-প্রতিরোধী অ্যাসবেস্টস হল......।
উওরঃ ক্রিসোটাইল অ্যাসবেস্টস(chrysolite abestos) ।
৯৩। রক্ষণাবেক্ষণ প্রাচীর (retaining walls) নির্মাণের জন্য যে পাথর অবশ্যই ব্যাবহার করা হবে ...?
উওরঃ Heavy Stone (ভারী পাথর) ।
৯৪। স্থায়ী চুম্বক ও উচ্চ কার্বন ইস্পাত তৈরি হয়......।
উওরঃ ৪৫% কোবাল্ট থেকে ।
৯৫। স্টিলের মরিচা ক্ষয় প্রতিরোধ করার কারণ হলো.......... ।
উওরঃ ক্রোমিয়ম ।
৯৬। ভাল মানের বালি কোথায় থেকে কখনো পাওয়া যায় না......।
উওরঃ নুড়ি পাউডার থেকে (gravel powder) ।
৯৭। একটি বিল্ডিং জন্য ভাল পাথরের নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্ব কত হওয়া উচিত ?
উওরঃ ২.৭ ।
৯৮। কাঠের সিজনিং করা হয় .........।
উওরঃ জল অপসারণ করতে।(Remove water) ।
৯৯। মার্বেলের নির্দিষ্ট আপেক্ষিক গুরুত্ব হল ...............।
উওরঃ ২.৭২ ।
১০০। অ্যালুমিনা বা কাদামাটি পাথরগুলি প্রধান উপাদান হল......।
উওরঃ অরগিলিয়াস শিলা (argillaceous rocks)।
No comments