বিল্ডিং ম্যাটেরিয়াল
সিমেন্ট
সাইটে সিমেন্টর প্রাথমিক পরীক্ষা ও ফলাফল।
আচ্ছা মনেকরেন আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার। আপনার সাইটে সিমেন্ট আসলো তখন আপনি কি সেই সিমেন্ট নিয়ে ল্যাব টেষ্টের জন্য দৌড়াদৌড়ি করবেন কাজ বাদ দিয়ে। না তা একদম করা যাবে না ইট, বালির মতো সিমেন্টও কার্যক্ষেত্রে পরীক্ষা করে নিতে পারবেন আপনি ।
✓সিমেন্টের বস্তা খুলে বস্তার ভিতর হাত দিলে ঠান্ডা অনুভূত হবে।
✓এক মুষ্টি সিমেন্ট পানিতে ফেললে তা ডুবে যাবে।
✓হাতে সিমেন্ট রাখলে কিংবা বস্তার ভিতর হাত দিলে হাতে মিহি পাউডারের মতো অনুভূত হবে।
✓এক মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে জড়ো করলে জড়ো হয়ে থাকবে ।
✓এক খন্ড কাঁচের উপর পোর্টল্যান্ড সিমেন্টের শক্ত পেষ্ট রেখে সেটি পানিতে ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে একটুও ফাটল সৃষ্টি হবে না বরং আরো দৃঢ়ভাবে জমাটবদ্ধ হবে।
সবাই সাইটে সিমেন্ট আসলে বা ব্যবহারের আগে এভাবে একটু পরীক্ষা করে নিবেন । দেখবেন সিমেন্ট ব্যবহার উপযোগী আছে কি না । সিমেন্টের গুণগত মান ঠিক আছে কি না।
কিভাবে আপনি সিমেন্ট কার্যক্ষেত্রে পরীক্ষা করবেন।
নিচে উল্লেখিত অবস্থাগগুলো যদি আপনার সিমেন্টে বিরাজ করে তাহলে মনে করবেন আপনার সিমেন্ট কার্যোপযোগী এবং গুনগতমান সম্পন্ন ।✓সিমেন্টের বস্তা খুলে বস্তার ভিতর হাত দিলে ঠান্ডা অনুভূত হবে।
✓এক মুষ্টি সিমেন্ট পানিতে ফেললে তা ডুবে যাবে।
✓হাতে সিমেন্ট রাখলে কিংবা বস্তার ভিতর হাত দিলে হাতে মিহি পাউডারের মতো অনুভূত হবে।
✓এক মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে জড়ো করলে জড়ো হয়ে থাকবে ।
✓এক খন্ড কাঁচের উপর পোর্টল্যান্ড সিমেন্টের শক্ত পেষ্ট রেখে সেটি পানিতে ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে একটুও ফাটল সৃষ্টি হবে না বরং আরো দৃঢ়ভাবে জমাটবদ্ধ হবে।
সবাই সাইটে সিমেন্ট আসলে বা ব্যবহারের আগে এভাবে একটু পরীক্ষা করে নিবেন । দেখবেন সিমেন্ট ব্যবহার উপযোগী আছে কি না । সিমেন্টের গুণগত মান ঠিক আছে কি না।
No comments