বায়ু বান্ধব ও পজলনা পোর্টল্যান্ড সিমেন্ট (OPC এবং PPC)।

বায়ু বান্ধব  ও পজলনা পোর্টল্যান্ড সিমেন্ট (OPC এবং PPC)।
OPC এবং PPC সিমেন্টের মধ্যে পার্থক্য।
বায়ু বান্ধব পোর্টল্যান্ড সিমেন্ট (OPC)।
✓OPC এর সঙ্গে বায়ু বান্ধব উপকরণ (যেমন, তেল,রেজিন, চর্বি, ফ্যাটি এসিড ইত্যাদি) ক্ষুদ্র পরিমাণে মিশিয়ে গ্রাইন্ডিং করে এই সিমেন্ট তৈরি হয়।
✓জমাট বাধার সময় বাতাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ক্ষুদ্র বুদবুদ তৈরি হয়। শীত প্রধান এলাকায় এর কংক্রিট কার্যকর।
✓কংক্রিট এর স্ট্রেন্থ/শক্তি কিছু মাত্রায় হ্রাস পায়।

পজলনা পোর্টল্যান্ড সিমেন্ট।

✓পজলনা বলতে মূলত আগ্নেয়গিরর শশুকিয়ে যাওয়া লাভাকে বুঝায়। পজলনার মূল উপদান হল ক্যালকাইন্ডকাদামাটি,এবং ছাই। OPC ক্লিংকারের সঙ্গে পজলনা মিশিয়ে গ্রাইন্ডিং করে এই সিমেন্ট তৈরি হয়।
✓এর বৈশিষ্ট্য ও OPC -র বৈশিষ্ট্য একই। সেটিংয়ের সময় কম তাপ উত্পাদন করে এবং সালফেটস এবং আম্লিক জলের আক্রমণ প্রতিরোধ করে।
✓সাধারন কাজ ও সামুদ্রিক কাজে ব্যবহারের জন্যে ভাল।
আলটিমেট OPC-র তুলনায় বেশী শক্তি সঞ্চয় করে কিন্তু সেটিং সময় OPC-এর মতই।
 
amar-nirman-book.pdf

No comments

Powered by Blogger.