৩.৬ শতাংশ জমিতে তিন তলা বাড়ির ডিজাইন।

তিন তলা বাড়ির ডিজাইন ছবি।
তিন তলা বাড়ির ডিজাইন ছবি।
মাত্র ৩.৬ শতক জমিতে আধুনিক ভাবে ৩ তলার সুন্দর একটি বাড়ির ডিজাইন করা হয়েছে। এই পোস্ট এর মধ্য ৩ তলা বাড়ির ডিজাইন, মডেল এবং নকশা সম্পর্কে বিস্তারিত দেখানো হবে।




তিন তলার বাড়ির প্রথম ও দ্বিতীয় তলার ডিজাইন নকশা। 
১। জমির দৈর্ঘ্য ৫০ ফিট এবং প্রস্থ ৩১ ফিট ৪ ইঞ্চি।
২। প্লানের ক্ষেত্রফল (৫০'-০"X৩১'-৪") = ১৫৭০ বর্গফিট।

৩। বাড়ির নকশার মধ্য বার্থরুম বাদে বিভিন্ন রকমের মোট ৬ টি রুম রয়েছে।
৪। বেড় রুম রয়েছে তিনটি যার মধ্য মাত্র একটি মাষ্টার বেড রুম।

৫। বার্থরুম রয়েছে তিনটি। যার মধ্য মাত্র একটি এডট্রাস বার্থরুম বা দুইটি কমন বার্থরুম। 
৬। বারান্দা রয়েছে মোট চারটি প্রায় সব গুলো রুমের সাথে বারান্দা রয়েছে। এমন কি রান্না ঘরের সাথেও বারান্দা রয়েছে।

৭। এই প্লানের মধ্য কিচেন রুমের দিকে অনেক বেশী গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কিচেন রুমটা অনেক বারান্দা সহ অনেক বেশী বড় করা হয়েছে।

তিন তলার বাড়ির নিচ তলা বা গ্রউন্ড ফ্লোরের ডিজাইন নকশা।

৮। এই বাড়ির Ground Floor & Typical floor pan এর ক্ষেত্রফল প্রায় সমান।
৯। বাড়ির সামনে গাড়ি পার্কিং এর জন্য একটা জায়গা আছে।

১০। নিচ তলাতে মোট রুমের সংখ্যা ৫ টি।
১১। বেড় রুমের সংখ্যা দুই টি যার মধ্য বারান্দা ও এডট্রাস বার্থরুম সহ একটি মাষ্টার বেড রুম আছে।

১২। বারান্দ সহ বড় একটি কিচেন রুম আছে।
১৩। সুন্দর একটি লিভিং ও ড্রাইনিং রুম আছে।
১৪। বাড়ির সামনের ফুলের বাগানের জন্য ৩ ফিট প্রস্থ বিশিষ্ট লম্বা জায়গা আছে।


তিন তলা বাড়ির নকশার ছবি।
অথবা আরো বিস্তারিত জানতে ফোন করুন
Call: +88 01624-751957

আমাদের সার্ভিসের সুবিধা গুলো দেখুন।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও AutoCAD Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।

বিঃদ্রঃ- শুধু মাত্র বাড়ির ফ্লোর প্লান করা হয়।

No comments

Powered by Blogger.