৪ শতাংশ জমিতে ২ ইউনিট বাড়ির ডিজাইন।

৪ শতাংশ জমিতে ২ ইউনিট বাড়ির ডিজাইন।
৪ শতাংশ জমিতে ২ ইউনিট বাড়ির ডিজাইন ছবি।
সুলভ মূল্যই বাড়ির ড্রয়িং সার্ভিস সমূহ।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।

বিঃদ্রঃ- শুধু মাত্র বাড়ির ফ্লোর প্লান করা হয়।

বিস্তারিত জানতে বাড়ির ডিজাইন সার্ভিস পেজ দেখুন। 

৪ শতাংশ জমিতে ২ ইউনিট বাড়ির ডিজাইন জমির পরিমাণ।

চার শতাংশ জমির দৈর্ঘ্য ৬০ ফিট এবং প্রস্থ ৩০ ফিট তাহলে জমির মোট ক্ষেত্রফল ৩০ X ৬০ = ১৮০০ বর্গফিট।
এই ১৮০০ বর্গফটের প্লাটকে সমান ভাবে ভাগ করে দুই ইউনিটের সুন্দর একটি বাড়ির তৈরির জন্য প্লান বানানো হয়েছে। এই দুই ইউনিটের প্রতিটি প্লানের ক্ষেত্রফল ৯০০ বর্গফিটের সাথে সিঁড়ির ক্ষেত্রফলও যুক্ত করা হয়েছে।

৪ শতাংশ জমিতে ২ ইউনিট বাড়ির ডিজাইন প্লানের ক্ষেত্রফল।

প্রতিটি প্লানের মধ্য মোট চারটি করে রুম রয়েছে। যার মধ্য একটি বসার রুম বা লিভিংরুম এবং তিনটি বেড রুম রয়েছে। এই তিনটি বেড রুমের মধ্য বারান্দা ও বার্থরুম সহ একটি মাষ্টার বেড রুম। আপর দুইটি রুমের মধ্য একটি তে শুধু মাত্র বারান্দা আছে। আর তার পাশেই একটি একক অতিথি দের জন্য একটি রুম আছে। সবগুলো রুম আকারের দিক থেকে প্রায় সমান। লিভিং রুমের সমনে একটি বারান্দা আছে। আর বারান্দার দুই পাশে একটি কিচেন ও সাধারণ একটি বার্থরুম রয়েছে।

1 comment:

Powered by Blogger.