দুই ইউনিটের বিল্ডিং ডিজাইন।
বিল্ডিং ডিজাইন বা নকশা।
২ শতাংশ জমিতে দুই ইউনিট বাড়ির ডিজাইন নকশা।
২ শতাংশ জমিতে দুই ইউনিট বাড়ির ডিজাইন নকশা। |
২ শতাংশ জমিতে দুই ইউনিট বাড়ির জমির পরিমাণ।
এই দুই শতাংশ জমির প্লান এর ৫১ ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ ১৭ ফিট তাহলে জমির এরিয়া ৮৬৭ বর্গফিট। জমিটা একটু লম্বায় বেশী হলে ও দুই ইউনিটের প্লান করা সম্ভব হয়েছে। প্রতিটি ইউনিটের এক বেড রুম সাথে একটি বার্থরুম সহ সুন্দর একটি বারান্দা আছে।
এছাড়া বড় একটি লিভিং রুমর সাথে কিচেন রুম এবং কমন বার্থরুম রয়েছে। প্লানটা বেশ সুন্দর খোলামেলা প্রতিটি রুমের সহজেই আলো বাতাস প্রবেশ করতে পারবে। এই দুই ইউনিটের আঁকার সমান প্রায় ৪৩৩ বর্গফিট সাথে সিঁড়ির ক্ষেত্রফল সংযুক্ত রয়েছে।
২ শতাংশ জমিতে দুই ইউনিট বাড়ির ডিজাইন নকশা। |
২ শতাংশ জমিতে দুই ইউনিট বাড়ির নিচ তলার নকশা।
এই প্লানের নিচ তলা বা গ্রউন্দ ফ্লোরে এক অংশে সুব্দর একটি গাড়ি পারকিং এর জন্য ব্যাবস্থা রাখা হয়েছে। আর পার্কিং এর দুই পাশে টপে গাছ লাগানোর বাগান রয়েছে। আর আপর অংশে আরেকটা ইউনিট এর প্লান করা হয়েছে।
সুলভ মূল্যই বাড়ির ড্রয়িং সার্ভিস সমূহ।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।
বিস্তারিত জানতে বাড়ির ডিজাইন সার্ভিস পেজ দেখুন।
লম্বা 47 পাশ 17 চারতলা ফাউন্ডেশন বাড়ির ডিজাইন দরকার
ReplyDeleteলম্বা 42 পাশ 23 ফিট বাড়ির নকশা দরকার
ReplyDelete