৪৬ লক্ষ টাকায় ৬ রুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।

৪৬ লক্ষ টাকার বাড়ির ডিজাইন জমির পরিমাণ।
ছয় রুমের সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ এবং প্রাথমিক বাড়ির নকশা সহ বিস্তারিত এই পোষ্টের মধ্য দেওয়া হল। জমির দৈর্ঘ্য ৪৭ ফিট এবং প্রস্থ ৩৩ ফিট । তাহলে জমির ক্ষেত্রফল ( ৪৮ ☓৩৩) = ১৫৮৪ স্কয়ার ফিট বা ৩.৬ শতাংশ (ডেসিমাল)। জমির আকার আয়তাকার ।
 
সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ডুপ্লেক্স বাড়ির ভিতরের ডিজাইন
ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ছবি।
সুন্দর ছয় রুমের ডুপ্লেক্স বাড়ির নিচ তলার নকশা ছবি। 

✓ডুপ্লেক্স বাড়ির নিচ তলা প্লান (Ground floor) = (৪৮'-০"☓৩৩'-০") = ১৫৮৪ স্কয়ার ফিট।
✓বসার রুম (Living room) = (১৩'-০"☓১৩'-০") = ১৬৯ স্কয়ার ফিট।
✓একটি শোয়ার রুম ( Master bedroom) = (১২'-০"☓১৩'-০") = ১৫৬ স্কয়ার ফিট।

✓খাবার রুম (Dining room) = (১৯'-৯"☓১২'-০") = ২৩৭ স্কয়ার ফিট।
✓রান্না ঘর (Kitchen room) = (১৩'-০"☓১৩'-০") = ১৬৯ স্কয়ার ফিট।

✓একটি অতিথিদের থাকার রুম (Guest bedrooms) = (১২'-০"☓১২'-০") = ১৪৪ স্কয়ার ফিট।
✓দুইটি টয়লেট রুম যাদের আকার একই রকম (Two bath room) = (৫'-০"☓১০'-০") = ৫০ স্কয়ার ফিট।
✓একটি গাড়ি রাখার মত গ্যারেজ (Car parking) = (১৩'-০"☓১৩'-০") = ১৬৯ স্কয়ার ফিট।

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ছবি
ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ছবি
৬ রুমের ডুপ্লেক্স বাড়ির উপর তলার নকশা ছবি ( First Floor Plan)।

✓ডুপ্লেক্স বাড়ির নিচ তলার প্লান (First floor Plan) = (৪৮'-০"☓৩৩'-০") = ১৫৮৪ স্কয়ার ফিট।
✓বসার রুম (Living room) = (১৯'-৯"☓১২'-০") = ২৩৭ স্কয়ার ফিট।
✓চারটি শোয়ার রুম যাদের সাইজ একই রকম ( Master bedroom) = (১২'-০"☓১৩'-০") = ১৫৬ স্কয়ার ফিট।
✓একটি অতিথিদের থাকার রুম (Guest bedrooms) = (১২'-০"☓১২'-০") = ১৪৪ স্কয়ার ফিট।
✓(Two attested bath room and one common) = (৫'-০"☓১০'-০") = ৫০ স্কয়ার ফিট।
✓বাড়ির ছাদ (Terrace area) = (১৩'-০"☓১৩'-০") = ১৬৯ স্কয়ার ফিট।

নতুন বাড়ির ডিজাইন ২০২০।
ডুপ্লেক্স বাড়ির নকশা
৪৬ লক্ষ টাকায় ছয় রুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ও নির্মাণ হিসাব।

সুলভ মূল্যই বাড়ির ড্রয়িং সার্ভিস সমূহ।
১। নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
২। অথবা আমাদের থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
৩। প্লান পছন্দ না হলে সংশোধনের সুযোগ আছে। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
৪। Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
৫। আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।

বিঃদ্রঃ- শুধু মাত্র বাড়ির ফ্লোর প্লান করা হয়।

বিস্তারিত জানতে বাড়ির ডিজাইন সার্ভিস পেজ দেখুন।

৩.৬ শতাংশ জমির উপর ৫ রুমের ডুপ্লেক্স বাড়ির ফাউন্ডেশন খরচ নিম্নে দেওয়া হল।
দুই তলা ডুপ্লেক্স বাড়ির প্রতি স্কয়ার ফিট ফাউন্ডেশন খরচ = ৪০০/- টাকা করে হলে ।
(৩৩☓৮৪)= ১৫৮৪ স্কয়ার ফিট বাড়ির ডিজাইনের ফাউন্ডেশন খরচ হয় ( ১৫৮৪☓৪০০)= ৬৩৩৬০০/- টাকা।
 
ডুপ্লেক্স বাড়ি নির্মাণ সামগ্রীর মালামাল ও বাড়ি নির্মাণ খরচের হিসাব।
 
ইটের সংখ্য = ২৯৭০০ টি। প্রতিটি ইটের দাম ৮ টাকা করে হলে। 
২৯৭০০ টি ইটের মোট দাম হয় = (৮☓২৯৭০০)= ২৩৭৬০০/- টাকা।
 
সিমেন্ট লাগবে = ৫৮৫ ব্যাগ। প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৪৪০ টাকা হলে। 
৫৮৫ ব্যাগ সিমেন্টের মোট দাম হয় = ( ৪৪০☓৫৮৫)= ২৫৭৪০০ টাকা।
 
রড লাগবে = ৩২০০ কেজি। প্রতি কেজি রডের দাম ৬২ টাকা করে হলে।
৩২০০০ কেজি রডের দাম হয় ( ৬২☓৩২০০০)= ১৯৮৪০০/- টাকা।
 
ইটের খোয়া লাগবে = ৮০৭ সি,এফ,টি। প্রতি সি,এফ,টি খোয়ার দাম = ৯২ টাকা হলে।
৮০৭ সি এফ টি খোয়ার মুল্য হয় = ( ৯২☓৮০৭) = ৭৪২৫০/- টাকা।
 
বালি লাগবে = ৪১২ সি,এফ,টি। প্রতি সি,এফ,টি বালির দাম = ৬০ টাকা হলে।
৪১২ সি এফ টি বালির মুল্য হয় = ( ৬০☓৪১২) = ২৪৭৫০/- টাকা।
 
ইলেকট্রিক্যাল খরচ হবে =  ১৫৮৪০০/- টাকা।
প্লাম্বিং খরচ হবে  = ১৭৮২০০/- টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = ৭৯২০০/- টাকা।
 
রড মিস্ত্রি ও রাজ মিস্ত্রির গড় খরচ প্রতি স্কয়ার ফিট = ৩১২/ টাকা হলে।
১৫৮৪ স্কয়ার ফিটের খরচ হবে = ( ৩১২☓১৫৮৪) = ৪৯৫০০০/- টাকা।
 
দরজা ও জানালার খরচ হবে = ১৯৮০০০/- টাকা। 
গাড়ি ভাড়া খরচ হবে প্রায়  = ২৯৭০০/- টাকা।
অন্যান্য খরচ হবে প্রায় = ৪৯৫০০/- টাকা।
 
ফাউন্ডেশন বাদে শুধু মাত্র এক তলা বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ১৯৮০০০০/- টাকা।
আবার ফাউন্ডেশন বাদে দুই তলা ৫ রুমের ডুপ্লেক্স বাড়ির খরচ হবে = (২☓১৯৮০০০০)= ৩৯৬০০০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ দুই তলা ডুপ্লেক্স বাড়ির নির্মাণের জন্য খরচ হবে।
= (৩৯৬০০০০ + ৬৩৩৬০০) = ৪৫৯৩৬০০/- টাকা।
তাহলে সুন্দর ও আধুনিক বাড়ির ডিজাইন, ডুপ্লেক্স বাড়ির নির্মাণ করতে হলে মোট ৪৬ লক্ষ টাকা খরচ হবে।

রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।

5 comments:

  1. Assalamu Alaikum.
    Can you please give a design of duplex home (60×40) with 6 bedrooms.
    Thank you.

    ReplyDelete
  2. আপনার মূল্যবান কমেন্ট এর জন্য ধন্যবাদ। আমরা অতি দূরত্ব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী (৬০*৪০) সাইজের জমিতে ৬ বেডরুম বার্থরুম ও বারান্দা সহ বাড়ির প্লান আমাদের ওয়েবসাইটে পোস্ট দিয়ে দেব।

    ReplyDelete
  3. আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  4. Beautyful and welfurnished desing. Relly the bilding desing is great. I'm glad to the Desing.

    ReplyDelete
  5. ৬ রুমের ৫৫*৪০ বাড়ির ডিজাইন

    ReplyDelete

Powered by Blogger.