সিভিল ইঞ্জিনিয়ারিং মালামালের হিসাব।

সমস্যাঃ  সিড়ির দৈর্ঘ্য= ১৫'-৬",প্রস্থ = ৮'-০" । সিড়ির মেন রড ১২ মিমি ৪ C/C । সিড়ির এক্সটা টপ ১২ মিমি ৪" C/C। সিড়ির এক্সটা টপ দৈর্ঘ্য = ল্যান্ডি+L/4 । সিড়ির বাইন্ডার ৮" C/C । সিড়ির ওয়েষ্ট স্ল্যাবে পুরুত্ব = ৬"।

সিড়ির ট্রেড ১০" ও সিড়ির রাইজার ৬"। সিড়ির মাঝের ল্যান্ডিং এর নীচে টি বীম আছে সাইজ ১০"x১৮" । উপরে ছাদের বীম সিড়ির ভিতরে আসবে না। বীমের রড ৬-২০ মিমি ও বীমের রিং ১০ মিমি এবং বীমের রিং ৬" C/C,বীমের এল বা মাটাম ৬"।

সিভিল ইঞ্জিনিয়ারিং মালামালের হিসাব।
 
সিভিল ইঞ্জিনিয়ারিং মালামালের সমাধান।  
সিড়ির দৈর্ঘ্য = (৪'-০''+৯ টা ট্রেড+৪'-০") = (৪'-০"+৯x১০"+৪'-০")= ১৫'-৬'' ।
প্রস্থ= (৩'-১০"+৪"+৩'-১০") = ৮'-০" ।

সিড়ি ওয়েষ্ট স্ল্যাবের দৈর্ঘ্য পিথাগোরাসের সুত্র মতে = রুট অভার (৪'-৬")^২+(৮'-৪")^২ = ৯'-৬''  ।

এখনে উচ্চতা ৪'-৬" হলে ভূমি = (১০x০'-১০") = ৮'-৪" ।
ঢালায় বীম = (৮'-০"x০'-১০"x১'-০") = ৬.৬৪ ।

ল্যান্ডিং = (৮'-০"x৪'-০"x০'-৬"x২) = ৩২.০০ ।
ওয়েষ্ট স্ল্যাব = (৯'-৬''x৩'-১০"x০'-৬"x২) = ৩৬.৩৯ ।

ধাপ = (১/২"x০'-৬'x০'-১০"x৩'-১০"x১৮) = ১৫.১০ ।
মোট = ৯০.১৩ ঘনফুট ।

সিভিল ইঞ্জিনিয়ারিং মালামালের হিসাব।
শুকনা " = (৯০.১৩x১.৫) = ১৩৫.২০ ঘনফুট ।
অনুপাত ১:২:৪ এবং অনুপাতের যোগফল = (১+২+৪)= ৭ ।

সিমেন্ট পরিমাণ = ( ১৩৫.২০x১÷৭)÷১.২৫ = ১৫.৪৫ ব্যাগ । [যেহেতু ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট] ।
বালি পরিমাণ = ১৩৫.২০x২÷৭ = ৩৮.৬৩ ঘনফট ।

খোয়া পরিমাণ = ১৩৫.২০ x৪÷৭ = ৭৭.২৬ ঘনফুট ।
মেন রডের দৈর্ঘ্য = [(৪'-০"+৯'-৬"+৪'-০")-{(৩/৪"x২)÷১২}] = ১৭'-৬" ।

বাইন্ডার রডের দৈর্ঘ্য = [৩'-১০"-{(৩/৪"x২)÷১২}] = ৩'-৯"  ।
এক্সটা টপ দৈর্ঘ্য = -৩/৪"+৪'-০"+(৯'-৬"÷৪) = ৫'-১৭" ।

ল্যান্ডিং বাইন্ডার দৈর্ঘ্য = ৮'-০"-(৩/৪"x২÷১২) = ৭'-১১" ।
বীমের মেন রডের দৈর্ঘ্য = (৮'-০")-(১.৫"x২)+(৬"x২) = ৮'-৯" ।

রিং রডের দৈর্ঘ্য = {(১০-১.৫x২)+(১৮-১.৫x২)}x২+(৩x২) = ৪'-২" ।
মেন রডের পরিমান = {(৩'-১০"x১২-৩/৪"x২)÷৪}+১ = ১২.১৩ টি ~ ১৩ টি ।

মোট = ১৩x২= ২৬ টি ।

এক্সটা টপ = ১৩x৪= ৫২ টি ।
ল্যান্ডিং বাইন্ডার পরিমান = [{৪'-০"x১২-(৩/৪"x২)}÷৮]+১ = ৬.৮১ ~ ৭ টি ।

মোট ৭x২= ১৪ টি ।

ল্যান্ডিং এ ডাবল জালি এখানে ৮" করে হিসাব করে ।
বাইন্ডার পরিমান = (৯'-৬"x১২÷৮)-১ = ১৩.২৫ ~ ১৪ টি।

মোট ১৪x২=২৮ টি ।
মোট রিং এর পরিমান = [{(৮'-০")-(১.৫"x২)}÷৬"]+১ = ১৬.৫০ ~ ১৭ টি।

সিভিল ইঞ্জিনিয়ারিং রডের পরিমান।
মেন রড ১২মিমি = ১৭'-৫"x২৬x০.২৭ = ১২২.২৯ ।
এক্সটা টপ ১২ মিমি = ৬'-১"x৫২x০.২৭= ৮৫.৩৬ ।

ল্যান্ডিং বাইন্ডার ১২ মিমি = ৭'-১১"x১৪x০.২৭= ২৯.৯৪ ।
বাইন্ডার ১০ মিমি = ৩'-৯"x২৮x০.১৯ = ১৯.৯৫ ।

বীম মেন রড ২০ মিমি = ৮'-৯"x৬x০.৭৫= ৩৯.৩৮ ।
বীমের রিং ১০ মিমি = ৪'-২"x১৭x০.১৯ = ১৩.৪৭ ।

মোট রডের পরিমান = ৩১০.৩৯ কেজি।

সিভিল ইঞ্জিনিয়ারিং মোট সাটারিং হিসাব।
বীম সাইড (৮'-০"x১'-০"x২) = ১৬.০০ ।
ল্যান্ডিং তলা ৪'-০"x৮'-০"x২= ৬৪.০০ ।

ল্যান্ডিং সাইড = {(৪'-০"+৮'-০"+৪'-০")x০'-৬"}x২= ১৬.০০ ।
ওয়েষ্ট স্ল্যাব তলা = ৯'-৬"x৩'-১০"x২= ৭২.৭৭ ।

ওয়েষ্ট স্ল্যাব সাইট = ৯'-৬"x১'-০"x৪= ৩৮.০০ ।
ধাপ = ৩'-১০"x০'-৬"x১০x= ৩৮.৩০ = ২৪৫.০৭ বর্গফুট। 
 

No comments

Powered by Blogger.