বাড়ি নির্মাণ সম্পর্কে।
বাড়ি নির্মাণ হিসাব।
ইট সিমেন্ট এবং রড সহ বাড়ির নির্মাণের বিভিন্ন কাজরে হিসাব।
সিভিল ইঞ্জিনিয়ারিং এষ্টিমেট করার সময় কিছু সূত্র অনুসরণ করে আমাদের এষ্টিমেট করতে হয়, না হলে সফল ভাবে এষ্টিমেট করা সম্ভব নয়।নিজেকে একজন ভালো এষ্টিমেট কারী হিসেবে প্রস্তুত করতে হলে আপনাকে অবশ্যই নিচের নিয়ম গুলো ভালো জানা থাকতে হবে। এবং এর কোথায় কি ভাবে ব্যাবহার করতে হয় সে বিষয়েও জানতে হবে। তার পরে আপনি একটি বা দুইটি দালানে পূর্নাঙ্গ এষ্টিমেট করতে পারলেই আপনাকে মোটামুটি ভাল লেভেলের এষ্টিমেট কারী হতে পারবেন। আর হ্যা, যারা দক্ষ ইঞ্জিনিয়ার তাদের কোন চাকুরীর অভাব এবং বেতনের চিন্তা করতে হয়না। আপনারা যারা প্রাথমিক লেভেলের আছেন তারা এই বিষয় গুলো ভালো করে জানার চেষ্টা করুন। তার পরে ১/২টি দালানের সফল ভাবে এষ্টিমেট করুন। এবং সেই অনুযায়ী আপনার কাছে কাজের ডকুমেন্ট রাখুন। যেগুলো চাকুরীর দেখাতে সক্ষম হতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক কি কি বিষয় গুলো আপনাদের জানা প্রয়োজন।
✓মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)।
✓মসলাসহ = (১০” x ৫” x ৩”)।
বাড়ির নির্মাণের খোয়ার হিসাব।
✓১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
✓১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
✓১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
✓১ m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
✓১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
✓1cft খোজার জন্য 9টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
✓10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
✓5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
✓1 m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
✓1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
✓1 m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
✓1 cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
✓1 m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
✓1 m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3 ।
✓1 m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
✓1 m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3 ।
✓1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
✓ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%।
গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গারি থেকে বালি নামানোর পূর্বে গাড়ির ডালা অর্থাৎ যেখানে বালি রাখাহয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।
কোন বালি দিয়ে কাজ করতে হবে সে বিষয় প্লানে উল্লেখ থাকবে।
✓1m3 সিমেন্ট 30 ব্যাগ।
✓1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg ।
✓DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
✓1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg ।
✓এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3 ।
✓1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L ।
✓100 sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
✓গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়।
✓প্রতি sft নিট ফিনিশিং করতে 0.0235 kg সিমেন্ট লাগে।
✓প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি।
✓প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/532 কেজি।
✓প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 m ।
✓প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ft ।
08 mm = 0.395 kg/m = 0.120 = 2.5 suta
10 mm = 0.616 kg/m = 0.188 = 3 suta
12 mm = 0.888 kg/m = 0.271 = 4 suta
16 mm = 1.579 kg/m = 0.482 = 5 suta
20 mm = 2.466 kg/m = 0.7518 = 6 suta
22 mm = 2.983 kg/m = 0.909 = 7 suta
25 mm = 3.854 kg/m = 1.175 = 8 suta
ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন।
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15 feet -1 kg
20 mm -1.80 feet -1kg
22 mm -1.1 feet -1 kg
✓1 m3 MS রডের ওজন = 7850 kg or 78.50 কুইন্টাল।
✓এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন= 0.00785 A কেজি।
✓কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং 24 D এবং হুকসহ 44 D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং 30 D এবং হুকসহ 60D.
✓নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব 30m. এবং উত্তোলন দুরুত্ব 1.5m. ।
✓একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে 20 ব্যাগ ।
✓একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি ।
✓একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে 13.33 ব্যাগ।
গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( 10” ÷12 =0.833) ।
বাড়ির নির্মাণের ঢ়ালাই এর হিসাব।
✓ 100 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 17 ব্যাগ, বালু 43 cft, খোয়া 86 cft লাগে।
✓ 1 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 0.17, বালু 0.43 cft, খোয়া 0.86 cft লাগে।
✓জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত =7:2:2 ।
✓আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের 50%-56% হওয়া উচিত।
✓সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ 60cm এবং তরলের নুন্যতম গভীরতা 1m. ।
✓সোক ওয়েলের নুন্যতম ব্যাস 90cm এবং গভীরতা ইনভার্ট সমতল হতে 1.5m. ।
✓কালভার্ট এর স্প্যান 6m. এর কম এবং ব্রিজের স্প্যান 6m. এর বেশি, ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
✓ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (1.80,2.20,2.50,2.80,3.20) m. এবং প্রস্থ 0.80m. এবং ঢেউয়ের গভীরতা 18m.m. ।
ইট সিমেন্ট এবং রড সহ বাড়ির নির্মাণের বিভিন্ন কাজরে হিসাব।
বাড়ির নির্মাণে ইটের cft এবং sft তে হিসাব।
✓মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)।
✓মসলাসহ = (১০” x ৫” x ৩”)।
বাড়ির নির্মাণের খোয়ার হিসাব।
✓১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
✓১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
✓১ m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
✓১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
বাড়ির নির্মাণে ইটের ছলিংয়ের জন্য প্রতি স্কয়ার ফিটের জন্য ৩ টি করে ইট প্রয়োজন।
✓10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
✓5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
✓1 m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
✓1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
✓1 m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
✓1 cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
✓1 m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
✓1 m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3 ।
✓1 m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
✓1 m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3 ।
✓1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
✓ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%।
বাড়ির নির্মাণে বালির ঘনফিট (cft এবং sft) তে হিসাব।
✓109 f = 12.25cft ।
✓100 sft 5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
✓100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
✓100 sft 5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
✓100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গারি থেকে বালি নামানোর পূর্বে গাড়ির ডালা অর্থাৎ যেখানে বালি রাখাহয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।
কোন বালি দিয়ে কাজ করতে হবে সে বিষয় প্লানে উল্লেখ থাকবে।
বাড়ির নির্মাণে সিমেন্টের ঘনফিট (cft এবং sft) তে হিসাব।
✓1m3 সিমেন্ট 30 ব্যাগ।
✓1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg ।
✓DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
✓1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg ।
✓এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3 ।
✓1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L ।
✓100 sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
✓গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়।
✓প্রতি sft নিট ফিনিশিং করতে 0.0235 kg সিমেন্ট লাগে।
বাড়ির নির্মাণে বডের হিসাব।
এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
✓প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি।
✓প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/532 কেজি।
✓প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 m ।
✓প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ft ।
নিচে কিছু রডের কেজি/মিটার এবং কেজি/ফুট দেখান হলো।
10 mm = 0.616 kg/m = 0.188 = 3 suta
12 mm = 0.888 kg/m = 0.271 = 4 suta
16 mm = 1.579 kg/m = 0.482 = 5 suta
20 mm = 2.466 kg/m = 0.7518 = 6 suta
22 mm = 2.983 kg/m = 0.909 = 7 suta
25 mm = 3.854 kg/m = 1.175 = 8 suta
ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন।
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15 feet -1 kg
20 mm -1.80 feet -1kg
22 mm -1.1 feet -1 kg
✓1 m3 MS রডের ওজন = 7850 kg or 78.50 কুইন্টাল।
✓এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন= 0.00785 A কেজি।
✓কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং 24 D এবং হুকসহ 44 D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং 30 D এবং হুকসহ 60D.
ট্রান্সপোর্টেশন।
✓একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে 20 ব্যাগ ।
✓একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি ।
✓একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে 13.33 ব্যাগ।
অন্যান্য বিষয়।
গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( 10” ÷12 =0.833) ।
বাড়ির নির্মাণের ঢ়ালাই এর হিসাব।
✓ 100 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 17 ব্যাগ, বালু 43 cft, খোয়া 86 cft লাগে।
✓ 1 cft ঢ়ালাই এ 1:2:4 অনুপাতে সিমেন্ট 0.17, বালু 0.43 cft, খোয়া 0.86 cft লাগে।
✓জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত =7:2:2 ।
✓আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের 50%-56% হওয়া উচিত।
✓সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ 60cm এবং তরলের নুন্যতম গভীরতা 1m. ।
✓সোক ওয়েলের নুন্যতম ব্যাস 90cm এবং গভীরতা ইনভার্ট সমতল হতে 1.5m. ।
✓কালভার্ট এর স্প্যান 6m. এর কম এবং ব্রিজের স্প্যান 6m. এর বেশি, ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
✓ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (1.80,2.20,2.50,2.80,3.20) m. এবং প্রস্থ 0.80m. এবং ঢেউয়ের গভীরতা 18m.m. ।
No comments