সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ।
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব -২।
সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন সমাধান পর্ব -২।
১১। লিন্টেলের পুরুত্ব কত।
উত্তরঃ ১৫ সেমি ।
১২। পেরাপেট ওয়ালের উচ্চতা কত?
উত্তরঃ এক মিটার।
১৩। ডিপিসি এর পুরুত্ব কত?
উত্তরঃ ২.৫ সেমি।
১৪। সিলিং এ প্লাস্টারের পুরুত্ব কত?
উত্তরঃ ৬ মিমি।
১৫। এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
উত্তরঃ ০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট) ।
১৬। এক ব্যাগ সিমেন্ট কতটুকু জায়গা দখল করে?
উত্তরঃ ০.৩ বর্গমিটার।
১৭। জলছাদের পুরুত্ব কত সেমি?
উত্তরঃ৭.৫ সেমি।
১৮। চৌকাঠের সাইজ কত?
উত্তরঃ ১০X৮ সেমি ।
১৯। এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
উত্তরঃ D2/162.2 ( D= রডের ব্যাস) ।
২০। এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?
উত্তরঃ ৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল।
সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন সমাধান পর্ব -১
No comments