সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ।
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব -১।
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব -১।
১। সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?
উত্তরঃ সিমেন্টের সেটিং টাইম বিলম্বিত করার জন্য জিপসাম ব্যবহার করা হয়।
২। কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য যে কিউব ব্যবহার করা হয় তার সাইজ কত?
উত্তরঃ ১৫ সেমি. * ১৫ সেমি. * ১৫ সেমি ।
৩। ০.৪৫ ওয়াটার সিমেন্ট রেশিওতে প্রতি ব্যাগ সিমেন্টে কত লিটার পানি লাগে?
উত্তরঃ ২২.৫ লিটার।
৪। লেইটেন্স কি?
উত্তরঃ কংক্রিটে পানির পরিমান বেশি হলে বাধুনীগুন সম্পন্ন পদার্থ কংক্রিটের উপরিভাগে জমিয়া এক প্রকার সাদা স্তরের সৃষ্টি করে, তাকে লেইটেন্স বলে।
৫। স্লাম্প টেস্ট করা হয় কিসের সাহায্যে?
উত্তরঃ স্লাম্প কোণের সাহায্যে।
৬। স্লাম্প কোণের উপরের ও নিচের ব্যাস কত?
উত্তরঃ উপরের ব্যাস ১০ সেমি. ও নিচের ব্যাস ২০ সেমি ।
৭। স্লাম্প কোণের উচ্চতা কত?
উত্তরঃ ৩০ সেমি ।
৮। কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত % হ্রাস পায়?
উত্তরঃ ৩০% ।
৯। কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য ব্যবহ্রত সিলিন্ডারের উচ্চতা ব্যাসের কত গুন?
উত্তরঃ দ্বিগুন ।
১০। কংক্রিটের শক্তি পরীক্ষার জন্য সিলিন্ডারের মাপ কত?
উত্তরঃ ব্যাস ১৫ সেমি. ও উচ্চতা ৩০ সেমি ।
No comments