ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ।
বাড়ি নির্মাণ সম্পর্কে।
সিভিল ইঞ্জিনিয়ারিং সাধারণ জ্ঞান।
যাদের উদ্দেশ্যে আমাদের গ্রুপ।
ইঞ্জিনিয়ারিং পড়ে কেন বেকার থাকবেন।
যারা AutoCAD শিখে ফ্রীলাঞ্চিং করতে চাই।
চাকরি পাচ্ছেন না।কিন্তু মোটামাটি ভালভাবে অটোক্যাডে কজ করতে পারেন। শুধু মাত্র তাদের জন্য ফ্রীতে অনলাইনে লাইভ ক্লাস নেওয়া হবে। AutoCAD দিয়ে কি ভাবে freelancing করতে হয় । সে বিষয়ে ১০০% সফলতার সাথে অটোক্যাড freelancing শেখানো হবে । ক্লাস খুব শীঘ্রহি শুরু হবে ?
প্রতিটি ক্লাস ৩ ঘন্টা করে।
ক্লাস সংখ্যা ৩০ টি।
সময় রাত ৯ থেকে ১২ টা পর্যন্ত।
আমাদের ফেসবুক গ্রুপে যোগদিন।
Join Facebook Group
১। বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড এস্টিমেটিং গাইড সম্পর্কে জানতে চাই।
২। যারা AutoCAD শিখে ফ্রীলাঞ্চিং করতে চাই।
৩। যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছেন।
৪। কর্মজীবনে যারা বিভিন্ন কনস্ট্রাকশন সাইড সুপারভিশন করছেন।
৫। যারা কনস্ট্রাকশন ও এস্টিমেটিং সম্পর্কে ভাল ধারনা নিতে চান।
৬। যারা ইন্টারভিউ দিবেন।
১। বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড এস্টিমেটিং গাইড সম্পর্কে জানতে চাই।
২। যারা AutoCAD শিখে ফ্রীলাঞ্চিং করতে চাই।
৩। যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছেন।
৪। কর্মজীবনে যারা বিভিন্ন কনস্ট্রাকশন সাইড সুপারভিশন করছেন।
৫। যারা কনস্ট্রাকশন ও এস্টিমেটিং সম্পর্কে ভাল ধারনা নিতে চান।
৬। যারা ইন্টারভিউ দিবেন।
Join facebook group
কনস্ট্রাকশন কাজের সাথে মিল রেখে নির্মাণ করা এই গ্রুপ টি বিল্ডিং কনস্ট্রাকশন, এস্টিমেটিং ও বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষার সহায়ক বিশেষ করে এপার্টমেন্ট বিল্ডিং নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পাইলিং, পইল ক্যাপ, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বীম, সিড়ি,ছাদ, ইটের গাথুনী, প্লাষ্টার, প্যাটেন স্টোন, ইলেক্ট্রিক্যাল ও সানেটারি ফিটিংস ও ফিকচারসমূহ সেট করার কৌশল এবং রং এর কাজ আলোচনা করা হয়েছে।
কনস্ট্রাকশন কাজের সাথে মিল রেখে নির্মাণ করা এই গ্রুপ টি বিল্ডিং কনস্ট্রাকশন, এস্টিমেটিং ও বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষার সহায়ক বিশেষ করে এপার্টমেন্ট বিল্ডিং নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পাইলিং, পইল ক্যাপ, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বীম, সিড়ি,ছাদ, ইটের গাথুনী, প্লাষ্টার, প্যাটেন স্টোন, ইলেক্ট্রিক্যাল ও সানেটারি ফিটিংস ও ফিকচারসমূহ সেট করার কৌশল এবং রং এর কাজ আলোচনা করা হয়েছে।
ইঞ্জিনিয়ারিং পড়ে কেন বেকার থাকবেন।
যারা AutoCAD শিখে ফ্রীলাঞ্চিং করতে চাই।
চাকরি পাচ্ছেন না।কিন্তু মোটামাটি ভালভাবে অটোক্যাডে কজ করতে পারেন। শুধু মাত্র তাদের জন্য ফ্রীতে অনলাইনে লাইভ ক্লাস নেওয়া হবে। AutoCAD দিয়ে কি ভাবে freelancing করতে হয় । সে বিষয়ে ১০০% সফলতার সাথে অটোক্যাড freelancing শেখানো হবে । ক্লাস খুব শীঘ্রহি শুরু হবে ?
প্রতিটি ক্লাস ৩ ঘন্টা করে।
ক্লাস সংখ্যা ৩০ টি।
সময় রাত ৯ থেকে ১২ টা পর্যন্ত।
আমাদের ফেসবুক গ্রুপে যোগদিন।
No comments