৪ রুমের দুই তলা বাড়ির ডিজাইন নির্মাণ খরচ ৬৫ লক্ষ টাকা।

৪ রুমের বাড়ির ডিজাইন ছবি।
চার রুমের বাড়ির নকশার ছবি।
৬৫ লক্ষ টাকায় ৫.৫৮ শতাংশ জমিতে চার রুমের দুই তলা বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ দেখানো হল।
Related Floor Plans:

৫.৫৮ শতাংশ জমিতে দুই তলা বাড়ির ফাউন্ডেশন খরচ হিসাব নিম্নে দেওয়া হল।
দুই তলা বাড়ির ডিজাইনের প্রতি স্কয়ার ফিট ইটের তৈরি ফাউন্ডেশনের খরচ = ২০০/- টাকা করে হলে ।
২১৩২ স্কয়ার ফিট দুই তলা বাড়ির ডিজাইনের ফাউন্ডেশন খরচ হয় (২১৩২☓২০০) = ৪৮৬৪০০/-টাকা।
 
ফাউন্ডেশন ছাড়া শুধু মাত্র এক তলা বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হয় = ৩০৪০০০০/- টাকা।
আবার ফাউন্ডেশন ছাড়া দুই তলা বাড়ির নির্মাণ খরচ হবে = (২☓৩০৪০০০০) = ৬০৮০০০০/- টাকা।
তাহলে, ফাউন্ডেশন সহ দুই তলা বাড়ির নির্মাণের জন্য মোট খরচ হবে।
= (৬০৮০০০০ ➕ ৪৮৬৪০০ ) = ৬৫৬৬৪০০/- টাকা।

রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।

1 comment:

Powered by Blogger.