সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ।
সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০ টি কমন চাকরির প্রশ্ন।
১।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ওজন কত ?
উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি ।
২।প্রশ্নঃ প্রথম শ্রেনী একটি ইট কতটুকু পানি শোষণ করতে পারে ?
উওরঃ নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ পানি শোষণ করতে পারে ?
৩।প্রশ্নঃ কাজের পৃর্বে ইট কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় ?উওরঃ ১২ ঘন্টা ( ২৪ ঘণ্টা হলে ভালো হয়।) ।
উওরঃ প্রায় ১০০ ঘনফুট বা cft ।
৫।প্রশ্নঃ ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ পানি লাগে ?
উওরঃ ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার পানি দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার পানি দরকার ।
৬।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্ট কিভাবে করা যাই?
প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্টর নাম T টেস্ট অথৎ ২টি ইটকে T আকারে করে ৫/৬ ফিট উপর থেকে ফেললে ভাঙেবে না।
উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি ।
২।প্রশ্নঃ প্রথম শ্রেনী একটি ইট কতটুকু পানি শোষণ করতে পারে ?
উওরঃ নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ পানি শোষণ করতে পারে ?
৩।প্রশ্নঃ কাজের পৃর্বে ইট কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় ?উওরঃ ১২ ঘন্টা ( ২৪ ঘণ্টা হলে ভালো হয়।) ।
সিভিল ইঞ্জিনিয়ারিং৫০ টি বেসিক নলেজ।,
৪।প্রশ্নঃ ১০০০ টি ইট তৈরি করতে কি পরিমাণ কাঁদা মাটির দরকার হয় ?
উওরঃ প্রায় ১০০ ঘনফুট বা cft ।
৫।প্রশ্নঃ ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ পানি লাগে ?
উওরঃ ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার পানি দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার পানি দরকার ।
৬।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্ট কিভাবে করা যাই?
প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্টর নাম T টেস্ট অথৎ ২টি ইটকে T আকারে করে ৫/৬ ফিট উপর থেকে ফেললে ভাঙেবে না।
৭।প্রশ্নঃ 100 cft ও 100sft ইটের গাঁথুনির জন্য কি পরিমাণ লেবারের দরকার হয় ?
৮।প্রশ্নঃ ইট পোড়ানো হয় কেন ?
উওরঃ ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং পানিতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে ।
৯।প্রশ্নঃ ১০০ ফুট এইজিং এর জন্য কত গুলো ইট লাগবে ?
উত্তরঃ ২৫০ হতে ২৭০ টি ।
১০।প্রশ্নঃ ১০০ ফুট সলিং এর জন্য কত গুলো ইট প্রয়োজন ?
উওরঃ ৩০০ থেকে ৩৩৬ টি ইট ।
১১।প্রশ্নঃ ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে ।
১২।প্রশ্নঃ ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৪৮০ থেকে ৫০০ টি ইট লাগবে ।
১৩। প্রশ্নঃ ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৮০ টি ইট লাগবে ।
১৪। প্রশ্নঃ ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৫০ টি ইট লাগবে ।
১৫। প্রশ্নঃ কিং ক্লোজার কি ?
উওরঃ তিন পোয়া ইট ক্লোজার হিসাবে ব্যাবহার হয়, এই ক্লোজারকে কিং ক্লোজার বলে বা রাজা ক্লোজার বলে । ইহার সাইজ প্রায় (৭" X ৪.৫" X ২.৭ ৫") হয়ে থাকে ।
১৬। প্রশ্নঃ কুইন ক্লোজার কি ?
উওরঃ একটি ইটকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করি তবে তাকে কুইন ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় ( ৯.৫" x ২.২৫" x ২.৭৫) হয়ে থাকে ।
১৭। প্রশ্নঃ ফ্রগ মার্গ কি ?
উওরঃ ইটের এক পিটে প্রস্তুত কারকের নাম লেখা থাকে তাকে, ফ্রগ মার্গ বলে । ইহা Bonding Key হিসাবে কাজ করে।
১৮। প্রশ্নঃ মোজানাইন ফ্লোর কাকে বলে ?
উওরঃ যে কোন দুটি তালার মধ্য যদি একট অংশিক বাড়ির তলা হয়ে থাকে , তাকে মোজানাইন ফ্লোর বলে ।
১৯। প্রশ্নঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম ও অনুপাত কত ? উওরঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম হল Slaked line, Surki, Khoa, Molasses, Tamarine, ( এখন ব্যবহার করা হয় না ) ও Gray Cement । জলছাদে ম্যাটেরিয়াল ব্যাবহারে অনুপাত ২ঃ২ঃ৭ । এখানে ২ ভাগ সুরকির সাথে ২ ভাগ চুন ও ৭ ভাগ খোয়া মিশাতে হয়।
২০। প্রশ্নঃ জলছাদ ও প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলে?
উওরঃ ঘুন্ডী বলে ।
২১। প্রশ্নঃ একটি গাছের বয়স কিভাবে বুঝা যাবে ?
উওরঃকাঠের ক্রস সেকশনের রিং গণনা করে, গাছের বয়স বুঝা যাবে ।
২২। প্রশ্নঃ চৌকাঠের Groove সাইজ কত ?
উওরঃ ১.৫"x১/২ " ।
২৩। প্রশ্নঃ একটি Door frame ( With 7" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৪ টি । তাহলে দুই সাইটে (২ х ৪) = ৮ টি Clamp লাগবে।
২৪। প্রশ্নঃ একটি Door frame ( With 11" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৮ টি । তাহলে দুই সাইটে (২ х ৮) = ১৬ টি Clamp লাগবে।
২৫। প্রশ্নঃ Door সাইজ ও চৌকাঠের সাইজ সাধারণ কত হয়?
উওরঃআপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।
২৬। প্রশ্নঃ বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যাই?
উওরঃ ৩৯" ,৩৬" ,৩৩" ,৩০" ২৭", ২৪" এবং ২১" অথৎ ৩" ইন্টারবেলে Shutter door গুলো পাওয়া যায়।
২৭। প্রশ্নঃ Handle lock, Mortise lock, Check viewer, Door Chains ইত্যাদি কত উচ্চতায় লাগাতে হয়।
উওরঃ আপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।
২৮। প্রশ্নঃ একটি ভাল কাঠের গুলাবলি কি কি ?
উওরঃ স্থায়িত্ব , শক্ত, প্রাকৃতিক দোষমুক্ত, উজ্জল রং, প্রষ্ঠ দেশের মসৃণতা, ও রস মুক্ত হতে হবে।
২৯। প্রশ্নঃ ভিনিয়ার কি ?
উওরঃ যে চেড়াই কাঠের পুরুত্ব ১/৪ হতে ১/১৬ হয়ে থাকে , সে পাতলা তক্তাকে ভিনিয়ার বলে।
৩০। প্রশ্নঃ Shuttering এর উচ্চতা ১২ ফিটের বেশি হলে কি করতে হবে ?
উওরঃ Shuttering এর উচ্চতা ১২ ফিটের বেশি হলে অবশ্যই Horizontal ব্রেশিং দিতে হবে। Props হিসাবে M.s পাইব অথবা শালবল্লি ব্যাবহার করা যেতে পারে।
৩২। প্রশ্নঃ ১ cft ( ঘনফুট ) লোহার ওজন কত?
উওরঃ ৪৯০ পাউন্ড।
৩৩। প্রশ্নঃএক মন চুনের আয়তন কত?
উওরঃ ২.২৫ ঘনফুট ।
৩৪। প্রশ্নঃ ১ ঘনফুট সিমেন্টের ওজন কত পাউন্ড?
উওরঃ ৯০ পাউন্ড ।
৩৫। প্রশ্নঃ ৪৫০ ঘনফুট কংক্রিত টালাই ( ১ঃ৩ঃ৬) কাজের জন্য কি পরিমাণ সিমেন্ট লাগবে?
উওরঃ Wet of Volume = 450 cft .
Dry wet of Volume = (450 x1.5) = 675 cft.
Cement Required = {( 675 х 1) ➗ ( 1+3+6)} x 0.8 = 54 bag.
৩৬। প্রশ্নঃ Slab Casting করার পৃর্বে যে যে Checking করতে হয় তার একটি লিষ্ট তৈরি করুন?
৩৭। প্রশ্নঃ Cantilever Beam এর ক্ষেতে সর্বোচ্চ Moment কোথায় উৎপন্ন হয়?
উওরঃ Cantilever Beam এর ক্ষেতে সর্বোচ্চ Moment কোথায় সার্পেটে ।
৩৮। প্রশ্নঃসানসেড এর Binder Rod, Main Rod এর কোন দিকে হয়?
উওরঃ Main Rod এর নিচের দিকে হয় ।
৩৯। প্রশ্নঃ Shear Wall এর Binder Road, Main Rod এর কোন দিকে দিতে হয়?
উওরঃ Main Rod এর বাহিরের দিতে দিকে হয় ।
৪০। প্রশ্নঃ Retaining Wall এর Binder Road, Main Rod এর কোন দিকে দিতে হয়?
উওরঃ Main Rod এর ভিতরে দিতে দিকে হয় ।
৪১। প্রশ্নঃ Bond এবং End Stress কাকে বলে ?
উওরঃ আমরা মজবুত কাজের জন্য Concrete এ লোহা ব্যাবহার করে থাকি। Practical কাজে আমরা দেখতে পাই Concrete ও Steel এক বিশেষ শক্তির সাহায্য পরস্পর পরস্পরকে আটকিয়ে ধরে। ধরে থাকার এই প্রবণতাকে Bond বলে। Steel ও Concrete এর contract surfaces এ একক পরিমাণ ক্ষেত্রে যে পরিমাণ প্রতিবল উৎপন্ন হয়, তাকে Bond Stress বলে ।
৪২। প্রশ্নঃ Concrete এ Fine Aggregate ও কোর্স Aggregate এর প্রভাব কি ?
উওরঃ কোর্স Aggregate Concrete এর মুল উপাদান এবং Fine Aggregate কোর্স Aggregate এর Gaps fill up করে থাকে, ফলে concrete চাপ সহ্য করার ক্ষমতা পায়। সেই জন্য Concrete এর গুরুত্ব অপরিসীম।
৪৩। প্রশ্নঃ একটি আদর্শ Concrete Mixing এর জন্য কি কি প্রযোজন ? Concrete Mixing এ ব্যবহত উপাদান গুলির অনুপাত কেন প্রযোজন ? Concrete এর শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে কি?
উওরঃ একটি আদর্শ Concrete Mixing এর জন্য কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বাঁধনী গুন সম্পন্ন ময়াটেরিয়াল ও
পানি প্রযোজন । Concrete Mixing এরঅনুপাত সঠিক না হলে Compressive strength সঠিক পাওয়া যাবে না । Concrete এর শক্তির উপর অনুপাতের অবশ্যই প্রভাব আছে । যেমনঃ ১ঃ২ঃ৪ অনুপাতে Concrete এর Compressive strength পাওয়া যবে 3000 psi আবার যেমনঃ ১ঃ১/২ঃ৩ অনুপাতে Concrete এর Compressive strength পাওয়া যবে 35000 psi এর উপরে ।
৪৪। প্রশ্নঃ ইউনিটি হাইড্রোগ্রাফ কি ?
উওরঃ কোনা একটি ক্যাচমেন্ট এলাকার নিদিষ্ট অংশে একক সময়ে পরিমিত বৃষ্টিপাতের সময় যে রান,অফ পাওয়া যায় তাকে ইউনিটি হাইড্রোগ্রাফ বলে ।
৪৫। প্রশ্নঃ সেচুরেশন লাইন কাকে বলে ?
উওরঃ পুকুর, খাল, বিলে কিছু দিন পানি থাকার পর পানির একটু উপরের দিকে একটি লাইন বরাবর কিছু অংশ নিচা দেখা যায় তাকে সেচুরেশন লাইন বা অনুশ্রবন (percolation ) লাইন বলে ।
৪৬। প্রশ্নঃ ফ্রি বোর্ড কাকে বলে ?
উওরঃ সর্বোচ্চ বন্যা সীমা হতে বাঁধের মাথা পর্যন্ত দূরত্বকে Free board বলে। ফ্রি বোর্ড পানির ট্যাংকির ক্ষেত্রেও একই আথৎ পানির ট্যাংকির উপরের দিকে যতটুকু জাইগা ফাঁকা থাকে তাকে পানির ট্যাংকির Free board বলে।
৪৭। প্রশ্নঃ গ্রোইন কত প্রকার ও কি কি ?
উওরঃ গ্রোইন দুই প্রকার ১। আকর্ষণীয় গ্রোইন ও বিকর্ষণীয় গ্রোইন।
৪৮। প্রশ্নঃ Econornica Section কি ?
উওরঃ পানি প্রবাহের পথে একই ঢালের ক্ষেত্রে যে সেকশনে সর্বনিম্ন মাটী কেটে অধিক পরিমাণ পানি প্রবাহের সৃষ্টি করা যায় ঐ সেকশনকে Econornica Sectionবলে।
৪৯। প্রশ্নঃ Evaporation বলতে কি বুঝ ?
উওরঃ নদী, খাল, ও বিলের পানি সুর্যের তাপে বাস্প হয়ে উড়ে যায়, ইহাকে Evaporation বলে ।
৫০। প্রশ্নঃ River Training বলতে কি বুঝ ?
উওরঃ নদ-নদী নিয়ন্ত্রন ও রক্ষাণাবেক্ষণের জন্য কিছু কাজ করতে হয়, যেমন গাইড ব্যাংক, রিভার ব্যাংক, গ্রোইন ইত্যাদি যাহা ঐ স্থানের কাজের উদ্দেশ্য ও পরিস্থিতির উপর নির্ভরশিল, এই কার্যপ্রণালীকে River Training বলে।
৮।প্রশ্নঃ ইট পোড়ানো হয় কেন ?
উওরঃ ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং পানিতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে ।
৯।প্রশ্নঃ ১০০ ফুট এইজিং এর জন্য কত গুলো ইট লাগবে ?
উত্তরঃ ২৫০ হতে ২৭০ টি ।
১০।প্রশ্নঃ ১০০ ফুট সলিং এর জন্য কত গুলো ইট প্রয়োজন ?
উওরঃ ৩০০ থেকে ৩৩৬ টি ইট ।
১১।প্রশ্নঃ ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে ।
১২।প্রশ্নঃ ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৪৮০ থেকে ৫০০ টি ইট লাগবে ।
১৩। প্রশ্নঃ ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৮০ টি ইট লাগবে ।
১৪। প্রশ্নঃ ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৫০ টি ইট লাগবে ।
১৫। প্রশ্নঃ কিং ক্লোজার কি ?
উওরঃ তিন পোয়া ইট ক্লোজার হিসাবে ব্যাবহার হয়, এই ক্লোজারকে কিং ক্লোজার বলে বা রাজা ক্লোজার বলে । ইহার সাইজ প্রায় (৭" X ৪.৫" X ২.৭ ৫") হয়ে থাকে ।
১৬। প্রশ্নঃ কুইন ক্লোজার কি ?
উওরঃ একটি ইটকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করি তবে তাকে কুইন ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় ( ৯.৫" x ২.২৫" x ২.৭৫) হয়ে থাকে ।
১৭। প্রশ্নঃ ফ্রগ মার্গ কি ?
উওরঃ ইটের এক পিটে প্রস্তুত কারকের নাম লেখা থাকে তাকে, ফ্রগ মার্গ বলে । ইহা Bonding Key হিসাবে কাজ করে।
১৮। প্রশ্নঃ মোজানাইন ফ্লোর কাকে বলে ?
উওরঃ যে কোন দুটি তালার মধ্য যদি একট অংশিক বাড়ির তলা হয়ে থাকে , তাকে মোজানাইন ফ্লোর বলে ।
১৯। প্রশ্নঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম ও অনুপাত কত ? উওরঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম হল Slaked line, Surki, Khoa, Molasses, Tamarine, ( এখন ব্যবহার করা হয় না ) ও Gray Cement । জলছাদে ম্যাটেরিয়াল ব্যাবহারে অনুপাত ২ঃ২ঃ৭ । এখানে ২ ভাগ সুরকির সাথে ২ ভাগ চুন ও ৭ ভাগ খোয়া মিশাতে হয়।
২০। প্রশ্নঃ জলছাদ ও প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলে?
উওরঃ ঘুন্ডী বলে ।
২১। প্রশ্নঃ একটি গাছের বয়স কিভাবে বুঝা যাবে ?
উওরঃকাঠের ক্রস সেকশনের রিং গণনা করে, গাছের বয়স বুঝা যাবে ।
২২। প্রশ্নঃ চৌকাঠের Groove সাইজ কত ?
উওরঃ ১.৫"x১/২ " ।
২৩। প্রশ্নঃ একটি Door frame ( With 7" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৪ টি । তাহলে দুই সাইটে (২ х ৪) = ৮ টি Clamp লাগবে।
২৪। প্রশ্নঃ একটি Door frame ( With 11" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৮ টি । তাহলে দুই সাইটে (২ х ৮) = ১৬ টি Clamp লাগবে।
২৫। প্রশ্নঃ Door সাইজ ও চৌকাঠের সাইজ সাধারণ কত হয়?
উওরঃআপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।
২৬। প্রশ্নঃ বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যাই?
উওরঃ ৩৯" ,৩৬" ,৩৩" ,৩০" ২৭", ২৪" এবং ২১" অথৎ ৩" ইন্টারবেলে Shutter door গুলো পাওয়া যায়।
২৭। প্রশ্নঃ Handle lock, Mortise lock, Check viewer, Door Chains ইত্যাদি কত উচ্চতায় লাগাতে হয়।
উওরঃ আপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।
২৮। প্রশ্নঃ একটি ভাল কাঠের গুলাবলি কি কি ?
উওরঃ স্থায়িত্ব , শক্ত, প্রাকৃতিক দোষমুক্ত, উজ্জল রং, প্রষ্ঠ দেশের মসৃণতা, ও রস মুক্ত হতে হবে।
২৯। প্রশ্নঃ ভিনিয়ার কি ?
উওরঃ যে চেড়াই কাঠের পুরুত্ব ১/৪ হতে ১/১৬ হয়ে থাকে , সে পাতলা তক্তাকে ভিনিয়ার বলে।
৩০। প্রশ্নঃ Shuttering এর উচ্চতা ১২ ফিটের বেশি হলে কি করতে হবে ?
উওরঃ Shuttering এর উচ্চতা ১২ ফিটের বেশি হলে অবশ্যই Horizontal ব্রেশিং দিতে হবে। Props হিসাবে M.s পাইব অথবা শালবল্লি ব্যাবহার করা যেতে পারে।
৩২। প্রশ্নঃ ১ cft ( ঘনফুট ) লোহার ওজন কত?
উওরঃ ৪৯০ পাউন্ড।
৩৩। প্রশ্নঃএক মন চুনের আয়তন কত?
উওরঃ ২.২৫ ঘনফুট ।
৩৪। প্রশ্নঃ ১ ঘনফুট সিমেন্টের ওজন কত পাউন্ড?
উওরঃ ৯০ পাউন্ড ।
৩৫। প্রশ্নঃ ৪৫০ ঘনফুট কংক্রিত টালাই ( ১ঃ৩ঃ৬) কাজের জন্য কি পরিমাণ সিমেন্ট লাগবে?
উওরঃ Wet of Volume = 450 cft .
Dry wet of Volume = (450 x1.5) = 675 cft.
Cement Required = {( 675 х 1) ➗ ( 1+3+6)} x 0.8 = 54 bag.
৩৬। প্রশ্নঃ Slab Casting করার পৃর্বে যে যে Checking করতে হয় তার একটি লিষ্ট তৈরি করুন?
৩৭। প্রশ্নঃ Cantilever Beam এর ক্ষেতে সর্বোচ্চ Moment কোথায় উৎপন্ন হয়?
উওরঃ Cantilever Beam এর ক্ষেতে সর্বোচ্চ Moment কোথায় সার্পেটে ।
৩৮। প্রশ্নঃসানসেড এর Binder Rod, Main Rod এর কোন দিকে হয়?
উওরঃ Main Rod এর নিচের দিকে হয় ।
৩৯। প্রশ্নঃ Shear Wall এর Binder Road, Main Rod এর কোন দিকে দিতে হয়?
উওরঃ Main Rod এর বাহিরের দিতে দিকে হয় ।
৪০। প্রশ্নঃ Retaining Wall এর Binder Road, Main Rod এর কোন দিকে দিতে হয়?
উওরঃ Main Rod এর ভিতরে দিতে দিকে হয় ।
৪১। প্রশ্নঃ Bond এবং End Stress কাকে বলে ?
উওরঃ আমরা মজবুত কাজের জন্য Concrete এ লোহা ব্যাবহার করে থাকি। Practical কাজে আমরা দেখতে পাই Concrete ও Steel এক বিশেষ শক্তির সাহায্য পরস্পর পরস্পরকে আটকিয়ে ধরে। ধরে থাকার এই প্রবণতাকে Bond বলে। Steel ও Concrete এর contract surfaces এ একক পরিমাণ ক্ষেত্রে যে পরিমাণ প্রতিবল উৎপন্ন হয়, তাকে Bond Stress বলে ।
৪২। প্রশ্নঃ Concrete এ Fine Aggregate ও কোর্স Aggregate এর প্রভাব কি ?
উওরঃ কোর্স Aggregate Concrete এর মুল উপাদান এবং Fine Aggregate কোর্স Aggregate এর Gaps fill up করে থাকে, ফলে concrete চাপ সহ্য করার ক্ষমতা পায়। সেই জন্য Concrete এর গুরুত্ব অপরিসীম।
৪৩। প্রশ্নঃ একটি আদর্শ Concrete Mixing এর জন্য কি কি প্রযোজন ? Concrete Mixing এ ব্যবহত উপাদান গুলির অনুপাত কেন প্রযোজন ? Concrete এর শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে কি?
উওরঃ একটি আদর্শ Concrete Mixing এর জন্য কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বাঁধনী গুন সম্পন্ন ময়াটেরিয়াল ও
পানি প্রযোজন । Concrete Mixing এরঅনুপাত সঠিক না হলে Compressive strength সঠিক পাওয়া যাবে না । Concrete এর শক্তির উপর অনুপাতের অবশ্যই প্রভাব আছে । যেমনঃ ১ঃ২ঃ৪ অনুপাতে Concrete এর Compressive strength পাওয়া যবে 3000 psi আবার যেমনঃ ১ঃ১/২ঃ৩ অনুপাতে Concrete এর Compressive strength পাওয়া যবে 35000 psi এর উপরে ।
৪৪। প্রশ্নঃ ইউনিটি হাইড্রোগ্রাফ কি ?
উওরঃ কোনা একটি ক্যাচমেন্ট এলাকার নিদিষ্ট অংশে একক সময়ে পরিমিত বৃষ্টিপাতের সময় যে রান,অফ পাওয়া যায় তাকে ইউনিটি হাইড্রোগ্রাফ বলে ।
৪৫। প্রশ্নঃ সেচুরেশন লাইন কাকে বলে ?
উওরঃ পুকুর, খাল, বিলে কিছু দিন পানি থাকার পর পানির একটু উপরের দিকে একটি লাইন বরাবর কিছু অংশ নিচা দেখা যায় তাকে সেচুরেশন লাইন বা অনুশ্রবন (percolation ) লাইন বলে ।
৪৬। প্রশ্নঃ ফ্রি বোর্ড কাকে বলে ?
উওরঃ সর্বোচ্চ বন্যা সীমা হতে বাঁধের মাথা পর্যন্ত দূরত্বকে Free board বলে। ফ্রি বোর্ড পানির ট্যাংকির ক্ষেত্রেও একই আথৎ পানির ট্যাংকির উপরের দিকে যতটুকু জাইগা ফাঁকা থাকে তাকে পানির ট্যাংকির Free board বলে।
৪৭। প্রশ্নঃ গ্রোইন কত প্রকার ও কি কি ?
উওরঃ গ্রোইন দুই প্রকার ১। আকর্ষণীয় গ্রোইন ও বিকর্ষণীয় গ্রোইন।
৪৮। প্রশ্নঃ Econornica Section কি ?
উওরঃ পানি প্রবাহের পথে একই ঢালের ক্ষেত্রে যে সেকশনে সর্বনিম্ন মাটী কেটে অধিক পরিমাণ পানি প্রবাহের সৃষ্টি করা যায় ঐ সেকশনকে Econornica Sectionবলে।
৪৯। প্রশ্নঃ Evaporation বলতে কি বুঝ ?
উওরঃ নদী, খাল, ও বিলের পানি সুর্যের তাপে বাস্প হয়ে উড়ে যায়, ইহাকে Evaporation বলে ।
৫০। প্রশ্নঃ River Training বলতে কি বুঝ ?
উওরঃ নদ-নদী নিয়ন্ত্রন ও রক্ষাণাবেক্ষণের জন্য কিছু কাজ করতে হয়, যেমন গাইড ব্যাংক, রিভার ব্যাংক, গ্রোইন ইত্যাদি যাহা ঐ স্থানের কাজের উদ্দেশ্য ও পরিস্থিতির উপর নির্ভরশিল, এই কার্যপ্রণালীকে River Training বলে।
Pdf file kore din?
ReplyDeleteআপনার আনুরোধের জন্য ধন্যবাদ । আমরা চেষ্টা করব পিডিএফ ফাইল দেওয়ার জন্য ।
Deletepdf file din plz
Delete