১৩ লক্ষ টাকায় টিনশেড বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।

মধ্যবিত্যদের মধ্য যাদের পরিবার একটু বড় তাদের জন্য কম টাকায়  তিন রুমের টিনশেডর একটি সুন্দর বাড়ি ডিজাইনের বিস্তারিত বিবরণ ও নিমার্ণ খরচ নিম্নে দেওয়া হল।

১৩ লক্ষ টাকায় টিনশেড বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
টিনশেড বাড়ির ডিজাইন ছবি।
তিন রুমের টিনশেড বাড়ির ডিজাইনের জমির পরিমাণ।
তিন রুমের টিনশেড বাড়ির নকশার জন্য ২.৮৫ শতাংশ বা ১২৪০ বর্গ ফিট জমি প্রয়োজন। এখানে জমির দৈঘ্য ৪০ ফিট এবং প্রস্থ ৩১ ফিট । ২.৮৫ শতাংশ জমির চার পার্শ থেকে কোন জায়গা ছেড়ে দেওয়া হয় নাই। তাহলে মূল বাড়ির ক্ষেত্রফল হয় = (৪০ x ৩১) = ১২৪০ বর্গফিট । এই বাড়িটি আপনি চাইলে ভবিষতে পাঁচ তলা করতে পারবেন। যদি এমন পরিকল্পনা থাকে তাহলে । ফাউন্ডেশনের কাজটা আগে থেকেই করে রাখতে হবে। তাহলে পরর্বর্তিতে টিন খুলে ফেলে শুধু ছাদ টালাই করলেই চলবে ।

১৩ লক্ষ্য টাকায় টিনশেড বাড়ির ডিজাইন ও নির্মাণ খরচ।
টিনশেড বাড়ির ডিজাইন নকশা।
 ১৩ লক্ষ টাকার তিন রুমের টিনশেড বাড়ির নকশার বিস্তারিত বর্ণনা।
✓শয়নকক্ষ (Bed Room ) = ৩ টি ।
✓ বৈঠক খানা ও খাবার ঘর এক সাথে ( Living room + Dining room) ।
✓ বাড়ান্দা ( Verandah ) = ২টি ।
✓বার্থ রুম ( Bath Room ) = ৩ টি।
✓ রান্না ঘর ( Kitchen room ) = ১ টি ।

১৫ লক্ষ টাকায় তিন রুমের টিনশেড বাড়ির নকশার ও নির্মাণ খরচের সংক্ষিপ্ত হিসাব দেওয়া হল।
✓ফাউন্ডেশন( FOUNDATION) = ৬০০ টাকা প্রতি স্কয়ার ফুট ।( ৫ তলা ফাউন্ডেশন )
✓কাঠামোগত( STRUCTURAL) = ২৫০ টাকা প্রতি স্কয়ার ফুট ।
✓ ফিনিসিং (FINISHING) = ২৫০ টাকা প্রতি স্কয়ার ফুট।
..................................................................................................................
( ফাউন্ডেশন + কাঠামোগত + ফিনিশিং) মোট খরচ = ১১০০/- টাকা ।

সর্বমোট তিন রুমের টিনশেড বাড়ির নকশা জন্য খরচ = ১১০০/- টাকা প্রতি স্কয়ার ফুটে খরচ হবে।
তাহলে আমাদের তাহলে মূল বাড়ির ক্ষেত্রফল হয় = (৪০x৩১) = ১২৪০ বর্গফিট ।
∴  সর্বমোট তিন রুমের টিনশেড  বাড়ির নকশা জন্য আনুমানি খরচ = ( ১২৪০x১১০০ ) = ১৩,৬৪,০০০/- টাকা।
এখানে থেকে ১৫% 土 হতে পারে ।
 
রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ১৫% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ১৫% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
 

2 comments:

  1. আমাদের সার্ভিস সমূহঃ
    ✓ আপনার চাহিদা অনুযায়ী প্লান সম্পন্ন করা হবে।
    ✓ নিজের আইডিয়াই দিয়ে সুবিধা মত বাড়ির প্লান করে নিতে পারবেন।
    ✓ অথবা আমাদের কাজ থেকে পরামার্শ নিয়ে নিজের বাড়ির প্লান করে নিতে পারবেন।
    ✓Hand sketch, .pdf, image, blue print থেকেও Autocad Drawing করে দিয়ে থাকি।
    ✓ 3D Interior & Exterior Model.
    ✓ RCC Structure drawing.
    ✓ Suitable layer control.
    ✓ একটি সম্পূর্ণ সিভিল এবং আর্কিটেকচারাল পরিষেবা সরবরাহ করা হয়।
    ✓ যতবার ইচ্ছা প্লান সংশোধনের সুযোগ। এর জন্য অতিরিক্ত কোন চার্জ ধরা হয় না।
    ✓ আপনার শতভাগ সন্তুষি।
    নোটঃ আপনি ঘরে বসেই বাড়ীর প্লান অডার করতে পারবেন । এর জন্য আপনার জমির দৈর্ঘ্য, প্রস্থ এবং বাড়ির প্লানের বিররণ কাগজের উপর লিখে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন।
    যোগাযোগঃ
    Mobile: 01624-751957

    ReplyDelete

Powered by Blogger.