মাটি পরিক্ষা
বাড়ির নির্মাণের জন্য মাটি পরীক্ষার (Soil Test) গুরুত্ব ও নিয়ম।
যখন একটি স্থাপনা তৈরী করা হয় তখন অন্যতম প্রয়োজনীয় পরীক্ষা হচ্ছে মাটি পরীক্ষা যার মাধ্যমে মাটির গুনাবলী সঠিক পরিমানে আছে কীনা তা যাচাই করা হয়।
বিয়ারিং ক্যাপাসিটি’ এবং ‘ফাউন্ডেশন টাইপ’ সয়েল টেস্ট রিপোর্টে উল্লেখ থাকে। সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী ফাউন্ডেশন ডিজাইন করা হয়ে থাকে। এছাড়াও এস.পি.টি., সয়েল টাইপ, স্ট্রাটিফিকেশন, বিভিন্ন টেস্ট রেজাল্ট, বোরিং পয়েন্ট লেআউট ইত্যাদি রিপোর্টে অন্তর্ভুক্ত থাকে।
সয়েল টেস্ট না করলে ফাউন্ডেশন ডিজাইন অসম্ভব। সঠিক ফাউন্ডেশন ডিজাইন না থাকলে স্থাপনা সেটেল করা বা দেবে যাবার সম্ভাবনা থাকে যা পরবর্তিতে ক্র্যাক বা ফাটল সৃষ্টি করে স্থাপনার জন্য ক্ষতি বা হুমকিস্বরূপ হয়ে দাড়াতে পারে।
আবার যে সব এলাকায় মাটি দুর্বল সেখানে সঠিকভাবে পাইলিং ডিজাইন করার জন্য সয়েল টেস্ট প্রয়োজন। ভূমিকম্পের প্রভাব প্রতিরোধে সঠিকভাবে পাইলিং করতে হয়।
মাটি পরীক্ষার মাধ্যমে মাটির রাসায়নিক ও ভূতাত্বিক গুনাবলী যাচাই করা হয়। মাটি পরীক্ষা ব্যতীত আপনার স্থাপনা মজবুত হবে না এবং যত উন্নত ব্যবস্থাই থাকুক না কেন তা ধ্বসে পড়ার সম্ভাবনা থাকে।
যেভাবে মাটি পরীক্ষা (Soil Test) করা হয়।
স্থাপনার বৈধ অনুমতি পাওয়া এবং দ্রুত নির্মান কাজের জন্য স্থাপনার প্রথম দিকেই মাটি পরীক্ষা করা হয়।
বাড়ির নির্মাণের জন্য মাটি পরীক্ষার গুরুত্ব।
মাটির প্রতিক্রিয়া বলতে সাধারণত বোঝানো হয় যে মাটি স্থিরধর্মী নাকি এর পরিবর্তন সাধন হতে পারে, মাটিতে ক্ষতিকারক কোন রাসায়নিক আছে কী না ইত্যাদি। ভবিষ্যতে ভূমিকম্পের সময় নিরাপত্তার জন্য বহুতল ইমারত নির্মানে মাটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ন।
মাটি পরীক্ষা করে যে সব তথ্য গুলো নির্ণয় করা দরকার হয়।
ভিত্তি স্থাপনের আগে Soil Test করা হলে তা ভবিষ্যতের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয় এবং সঠিক সময়ে কাজের নিশ্চয়তা প্রদান করে। ভবনে কোন বেজমেন্ট থাকলে তাতে কোন ঝুঁকি রয়েছে কি না তা জানা যায় মাটি পরীক্ষার মাধ্যমে।
সঠিক মাটি পরীক্ষার মাধ্যমে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পরিকল্পনা মাফিক নকশা নিশ্চিত করার পর প্রয়োজনে নকশা পরিবর্তন করতে পারে। (Soil Test) ভবনের নিরাপত্তার জন্য নির্মান কৌশলে সঠিক দিক নির্দেশনা দেয়। যে কোন ভবনের নির্মান কাজের পূর্বে মাটি পরীক্ষা নিশ্চিত করাটা জরুরী।
নির্মান কৌশল যত বড়ই হোক না কেন, ভবনের নিরাপত্তা ও টেকসই হবে কিনা তা নির্ভর করে মাটির প্রকৃতির উপর। সঠিক Soil Test মাটির গুনাবলী এবং নির্মান কাজের সীমাবদ্ধতা দূর করতে সাহায্য করে।
আমরা যে কোন স্থাপনা তৈরীর আগে দক্ষ কর্মীদের মাধ্যমে মাটি পরীক্ষা নিশ্চিত করে থাকি। এটা আমাদের মান নিয়ন্ত্রনের একটা অংশ যা উচ্চমানের নির্মান কৌশল নিশ্চিত করে। এছাড়া BNBC কোড এবং অন্যান্য নিয়মনীতি কঠোর ভাবে মেনে করা হয় যেন আমাদের স্থাপনা আপনি এবং আপনার পরিবারের জন্য নিরাপদ হয়।
No comments