পাইল ইন্টিগ্রিটি PIT টেস্ট কি? এবং কেন করা হয়।

প্রোগ্রামিং এর মাধ্যমে পাইল কনসট্রাকশন এর পর পাইল এর গভীরতা নির্নয়ের পদ্ধতি হল পাইল ইন্টিগ্রিটি টেস্ট, এর মাধ্যমে জানা যায় পাইল কত গভীর পর্যন্ত আছে।

কেন পাইল ইন্টিগ্রিটি  PIT টেস্ট করা হয়। 
নির্মাণ কাজে বিভিন্ন ত্রুটির কারনে পাইল উপযুক্ত গভীরতায় না ও পৌছাতে পারে, তাই পাইগু‌লো উপযুক্ত গভীরতায় পৌ‌ছে গি‌য়ে‌ছে কিনা, তার জন্যই প্র‌কৌশল গত একটা নিরীক্ষা এইটা। ‌ঠিকাদার এবং প্র‌কৌশলীগণ সাই‌টে ঠিকমত পাইল কা‌স্টিং ক‌রে‌ছে কিনা, কিংবা কা‌জের প‌রিমাণ কম হ‌য়ে‌ছে কিনা। তার উপর নিরীক্ষা প্র‌তি‌বেদন তৈ‌রি কর‌তেই PIT টেস্ট করা হয়।

পাইল ইন্টিগ্রিটি PIT টেস্ট কি? এবং কেন করা হয়।

পাইল ইন্টিগ্রিটি PIT টেস্ট ‌কা‌জের ধারা।
✓ সাই‌টে কাস্ট-ইন-‌সিটু পাই‌লের কাজ শেষ করার পর, পুরাতন পার্শ্ব থে‌কে পাইল ক্যাপ করার জন্য মা‌টি খনন কাজ শুরু করা হয়।
✓ কাট অব লে‌ভেল পর্যন্ত পাই‌লের মাথা ভে‌ঙে রড বের করা হয়। তারপর PIT টেস্ট এর প্রস্তুতি নেয়া হয় ।
✓ প্রথমে মোট কয়টা পাই‌লে এই টেস্ট করা হ‌বে, তার একটা নির্ধা‌রিত বিষয় থা‌কে এবং কত কত নম্বর পাইল প‌য়ে‌ন্টে টেস্ট করা হ‌বে স‌েইটাও নির্ধারন করা হয় । তারপর পর্যায়ক্র‌মে কাজ শুরু করা হয়।
✓ একটা সেন্সর পাই‌লের ঢালাই‌য়ের উপর লাগানো হয়, যাহা তা‌রের সা‌থে এক‌টি ক‌ম্পিউটা‌রের সা‌থে সংযুক্ত থাকে । এরপর এক‌টি ম্যাটালের সাহায্য পাই‌লের উপ‌রের কং‌ক্রি‌টে আঘাৎ করা হয় ক‌য়েকটা। কম্পিউটারে প্রোগ্রামিং সেট করা থাকে, আঘা‌তের কার‌নে, ক‌ম্পিউটা‌রের প্রোগ্রা‌মের গ্রা‌ফে কিছু রেখা ভে‌সে উঠবে, যিনি এক্সপার্ট তিনি গ্রাফ দে‌খে ব‌লে দি‌তে পারবেন যে, উক্ত পাইল‌টি কত ফুট গভীর পর্যন্ত বিস্তৃত।
✓ উক্ত পাইল‌টির গ্রিড নাম্বার সহ পাইল নাম্বার প্রোগ্রা‌মে ইনপুট ক‌রে নি‌তে হব্র । আর এ তথ্য এ‌ডিট করার কোন সু‌যোগ থাকবেনা।
✓ পর্যায়ক্র‌মে সিলেক্টেড সব গু‌লো পাইলের টেস্ট করতে হবে। দুই দিন পর তি‌নি সাই‌টে এ‌সে টেস্ট রি‌পোর্ট হস্তান্তর কর‌লেন।
✓ PIT টেস্ট এর মাধ্য‌মে আমরা হয়‌তো স‌ঠিক ফলাফল পাওয়া যায়।


No comments

Powered by Blogger.