প্রায় সর্বমোট ৩২ টি ধাপে বাড়ি নির্মাণ করা হয়।

আমাদের সমাজ জীবনে সকল কাজ করতে হয় একটি নির্দীষ্ট ক্রম অনুসরন করে । ঠিক তেমনি একটি ভবন তৈরির ক্ষেএেও একটি নির্দীষ্ট ক্রম অনুসরন করতে হয় । যাকে প্রকৌশলীদের ভাষায় “কনস্ট্রাকশন সিকোয়েন্স” বলা হয় । “কনস্ট্রাকশন সিকোয়েন্স” কে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো “কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ”, আর অপরটি হলো “সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ” । একটি ভবনের কাজের “কনস্ট্রাকশন সিকোয়েন্স” নিন্মে তুলে ধরা হলো ।

প্রায় সর্বমোট ৩২ টি ধাপে বাড়ি নির্মাণ করা হয়।

প্রায় সর্বমোট ৩২ টি ধাপে বাড়ি নির্মাণ করা হয়।

ধাপ ১। সাইট মোবিলাইজেশন বা সাইটে প্রয়োজনীয় সরঞ্জাম সন্নিবেশ করা।
ধাপ ২। ভূমি জরিপ করে ভূগর্ভস্থ মাটি পরীক্ষা করা।


ধাপ ৩। আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং অন্যান্য প্রয়োজনীয় ড্রয়িং তৈরি করা।
ধাপ ৪। ভবনের প্রয়োজনীয় সকল লে-আউট ও লেভেল দেয়া ।


ধাপ ৫। প্রয়োজন হলে পাইলিং করা এবং মাটি কাটা।
ধাপ ৬। ভিওির তলদেশে ব্লাইন্ড বা লীন কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা।


ধাপ ৭। ভিওির ঢালাই দেওয়া।
ধাপ ৮। কলামের রড বাঁধা এবং ঢালাই দেওয়া।


ধাপ ৯। বীম ও ছাদের রড বাঁধা এবং ঢালাই দেওয়া।
ধাপ ১০। মেঝেতে ইটের প্রয়োজনীয় লে-আউট দেয়া এবং গাঁথুনীর কাজ করা।
 
সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ।

ধাপ ১১। দরজায় কাঠের চৌকাঠ লাগানো।
ধাপ ১২। সিড়িঁ, বারান্দা ও জানালার গ্রীল লাগানো।


ধাপ ১৩। বাথরূম ও কিচেন সহ সকল ধরনের স্যানিটারী ও প্লাম্বিং এর পাইপ ফিটিং করা।
ধাপ ১৪। ওয়ালের গ্রুপ লাইন কাঁটা ও বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশের কাজ শেষ করা।


ধাপ ১৫। ভবনের ভিতরের অংশে প্লাষ্টার করা।
ধাপ ১৬। ভবনের বাইরের অংশে প্লাষ্টার করা।


ধাপ ১৭। বাথরূমের ও কিচেনের বেসিন বা সিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো।
ধাপ ১৮। দরজা, জানালা, বারান্দা ও অন্যান্য অংশের থাই-এ্যালুমিনিয়াম ও গ্লাস লাগানো।


ধাপ ১৯। কিচেন ও বাথরূমের দেওয়ালের টাইলস্ লাগানো।
ধাপ ২০। সিলার ও পুটি সহ সিলিং এ রং এর ১ম কোট দেয়া।


ধাপ ২১। ভিতরের বা বাইরের মেঝেতে ও সিড়িঁতে বা লিফটের দেওয়ালের সকল টাইলস্ বা মার্বেল লাগানো।
ধাপ ২২। বৈদ্যুতিক ওয়্যারিং করা।


ধাপ ২৩। ভবনের বাইরের ও ভিতরের দেওয়ালে রং এর ১ম কোট দেয়া।
ধাপ ২৪। দরজার বা জানালার পাল্লা ফিটিং করা এবং কাঠের অন্যান্য কাজ সারা।


ধাপ ২৫। বাথরূম ও কিচেনের সকল ফিটিংস লাগানো এবং ফিনিশিং করা।
ধাপ ২৬। বৈদ্যুতিক সুইচ, সকেট,হুক,সিলিং রোজ ও সার্কিট ব্রেকার লাগানো।


ধাপ ২৭। টাইলস্ ও মার্বেলের পয়েন্টিং করা।
ধাপ ২৮। ছাদের উপরের ফিনিশিং কাজ ও সুইমিং পুলের টাইলস লাগনো।


ধাপ ২৯। পেটেন স্টোন করা বেজমেন্ট বা ছাদের উপর।
ধাপ ৩০। কাঠের বার্নিশ বা পলিশ ও দেওয়ালের রং এর ফাইনাল কোট করা।


ধাপ ৩১। বৈদ্যুতিক সকল বাতি ও ফ্যান লাগানো।
ধাপ ৩২। সকল ধরনের ফার্নিচার সেট করা।
 

1 comment:

  1. Dear teacher, Thanks for being so outstanding, understanding and caring you proved that learning can be joyous and pleasant experience You are a wonderful teacher Wishing you a Happy World Teachers' Day!

    ReplyDelete

Powered by Blogger.