কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়।

সমস্যাঃ- আপনি যখন কোন নির্মাণ সাইটের একজন নতুন সাইট ইঞ্জিনিয়ার। তখন অপচয় রোধ করার জন্য আপনাকে একটু সচেতন হতে হবে। ধরুন আজ আপনার সাইটে মোট 15 টি কলাম ঢালাই দিতে হবে, যার সাইজ 20"x25" আর উচ্চতা 8'-3". উচ্চতা 5'-0" এর বেশি হলে দুই লিফটে ঢালাই করা উচিৎ।

কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়।

রডের বর্ণনা ড্রইং এ দেওয়া আছে। অনুপাত হবে (1:1.5:3) পাথরের ঢালাই, সাথে 100% সিলেট বালি।

কলাম ঢালাইয়ের ক্ষেত্রে সাইট ইঞ্জিনিয়ারের করনীয়।

✓কলামের ক্ষেত্রে প্রথম আসে কলাম কিকার। গ্রীড লাইনের সুতার সাথে কলামের প্লেসমেন্ট ঠিক করে কিকার ঢালাই দিয়ে নিবেন। কিকারের ঢালাই অবশ্যই নিচ্ছিদ্র ও টাইট হতে হবে। পারলে কিকারের অংশের ভিতরে কলামে একটি রিং পরিয়ে ঢালাই দিবেন। কিকারের সাইজ মূল কলামের সাইজ হতে উভয় দিকে 6 মিঃমিঃ কম হবে।


✓পরের দিন কিকারের সাটার খুলে ফেলতে পারেন। তবে কিউরিংটা মিস করবেন না।


✓এইবার রড মিস্ত্রিকে ডেকে কলামের মেইন রড ও রিং গুলো বাধতে নির্দেশ দিন। তাকে ড্রইং মোতাবেক রড বাধতে সহায়তা করুন।


✓সাটার সেট করার আগে কিকারের ঢালাইয়ের আউট বরাবর চারপার্শ্বে ফোম লাগিয়ে নিন ডাকু গাম দিয়ে।

✓সাটার সেট করার আগেই আপনি কলামের রড, রিং, ল্যাপিং প্রভৃতি চেক করে নিবেন।


✓মিস্ত্রিরা সাটার সেট করার পর আপনাকে ডাকবে কলামের উল্লম্বতা চেক করার জন্য। আপনি ওলন কিংবা ইটের আধলা কিংবা ব্লক ঝুলিয়ে দিয়ে উল্লম্বতা চেক করবেন। সর্বচ্চ দুই মিঃমিঃ পর্যন্ত ছাড় দিতে পারেন।


✓এরপর কলামের টানা ও ঠেলা গুলো মজবুত আছে কিনা দেখে নিবেন। সাথে কলামের সাটার লিকেজ মুক্ত আছে কিনা দেখবেন। কলামের কভারিং ঠিক করে নিবেন।


✓ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন। আগে থেকেই হিসাব করে নিবেন কতটুকু ঢালাই লাগবে।

= 15x1'-8"x2'-1"x8'-3" = 429.44 Cft মোট লাগবে।

✓এখন আপনি দেখুন (1:1.5:3) অনুপাতে এক লোড মসলা তৈরি করলে এর আয়তন হবে 4.583 Cft.

✓তাহলে আপনার লোড দরকার = 429.44/4.583

= 93.70 = 94 লোড।

✓এই অবস্থায় আপনি মিক্সার মেশিন চালনাকারীকে আপনার হিসাবটি বলুন। তিনি একটানা 85 লোড মসলা তৈরি করবেন। বাকিটা আপনি পরে হিসাব করে নিবেন।

✓কম বললাম কারন কলামের ভিতরে রড আছে, তাই ঢালাইয়ের আয়তন কমে যাবে।


✓ঢালাই টানার লেবারেরর গতির সাথে সম্পর্ক রেখে ঢালাই তৈরি করতে হবে। ঢালাই ঢালার আগে কলামের ভিতরে পানি স্প্রে করতে হবে। এবং কিছুক্ষন পরেই সিমেন্ট গ্রাউটিং ঢেলে দিতে হবে।


✓ঢালাই ঢালতে থাকবে আর পর্যায়ক্রমে ভাইব্রেটর করতে থাকবে। তবে শুধুমাত্র ঢালাই সমান হওয়া ও বাতাসের বুদবুদ বের হয়ে আসা পর্যন্তই ভাইব্রেটর করা উচিৎ। বেশিক্ষন ধরে রাখলে খোয়া নীচে চলে যাবে আর বালি, সিমেন্ট উপরে চলে আসবে।


✓একই ভাবে সমস্ত কলাম ঢালাই করবেন। ঢালাইয়ের সাথে সাথেই কলাম সোজা আছে কিনা চোখের নজরে ও ওলন দিয়ে দেখে নিবেন। ঢালাইয়ের পর কভারিং আবার দেখবেন।


✓85 লোড তৈরি করার পর অবশিষ্ঠ কলামের পরিমাপ নিয়ে, আর কতলোড মসলা দরকার সেইটা আবার বলে দিবেন। তাহলে দেখবেন কোন অপচয় হবেনা।


✓পরের দিন সাটার খুলবেন না। 1 দিন সময় দিন শক্ত হতে। তবে সকালেই কলামের মাথার উপর পানির পাইপ দিয়ে পানি দিবেন।


✓তৃতীয় দিন সাটার খোলার পরে যদি দেখেন পরিস্কার একটা সারফেস হয়েছে। তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে। আমারোও ভালো লাগতো।


✓এরপর কলামের গায়ে চট পেচিয়ে কিউরিং করুন।
 
সাবধান।

✓ঢালাই শেষ না হওয়া পর্যন্ত সরে পড়বেন না। তাহলে লেবাররা আপনাকে ফাসাইতে, কলামের ভিতরে মাটিও দিতে পারে।

✓কলামের ল্যাপিং এর রড উপর থেকে সরিয়ে দিয়ে, আপনার নামে বসের কাছে নালিশ করতে পারে।


✓ইচ্ছা করেই ভাইব্রেটর করবেনা। এবং ঢালাইয়ের পরেই সাটার বাকা করে দিবে ইত্যাদি। তবে সবাই সমান নয়।

No comments

Powered by Blogger.