সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব - ৪।

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ
 
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পর্ব - ৪।

৩১। একটি ফ্লাইটে সর্বনিম্ন ও সর্বোচ্চ ধাপের সংখ্যা কত?


উওরঃ সর্বনিম্ন ৩ টি এবং সর্বোচ্চ ১৫ টি ।

৩২। ট্রেড ও রাইজারের মাপ কত?


উওরঃ ট্রেড ২২.৫ সেমি. – ৩০ সেমি. এবং রাইজার ১২-১৯ সেমি।

৩৩। নোজিং কি এবং এর মাপ কত?

 
উওরঃ ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি ।

৩৪। সফিট কাকে বলে? 


উওরঃ সিড়ির স্লাবকে সফিট বলে ।

৩৫। হেডরুম কাকে বলে এবং এর উচ্চতা কত? 

উওরঃ ২.১০ মিটার ।

৩৬। সিড়ির ঢাল কত ডিগ্রির মধ্যে হওয়া উচিত?


উওরঃ ২৫° -৪০° এর মধ্যে ।

৩৭। সিড়ির প্রস্থ বাসভবন ও গনভবনের জন্য কত হওয়া উচিত?


উওরঃ ৯০ সেমি. ও ১.৫ মিটার ।

৩৮। ভিত্তির গভীরতা নির্ণয়ে র্যা ঙ্কিন এর সূত্রটি লেখ।


উওরঃ ১ ডিপিসি (DPC) এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।

৩৯। এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল ।

৪০। এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার ।

৪১। এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি ।

No comments

Powered by Blogger.