বাড়ি নির্মাণ সম্পর্কে।
বাড়ি নির্মাণ হিসাব।
১৫০০ বর্গফুটের বাড়ির প্লাষ্টার এস্টিমেট।
আমরা বাস্তবে তিন প্রকার প্লাষ্টার করে থাকি।
✓সিলিং ও ঢালায় সার্ফেস= ০.৫০"।
✓রাহিরের ওয়াল ০.৭৫" ।
✓ভিতরের ওয়াল ১.০০" ।
✓ প্লাষ্টারের পুরুত্ব =০.৭৫" ।
✓অনুপাত (১:৪)।
✓প্লাষ্টারের ভেজা মসলার পরিমান = ১৫০০x(০.৭৫÷১২) = ৯৩.৭৫ ঘনফুট cft।
✓শুকনা মসলার পরিমান = (৯৩.৭৫x১.৫) = ১৪০.৬৩ ঘনফুট cft।
✓অনুপাতের যোগফল = (১+৪)=৫ ।
✓সিমেন্টর পরিমাণ = (১৪০.৬৩x১÷৫)÷১.২৫ = ২২.৫০ ব্যাগ।
✓বালির পরিমাণ = (১৪০.৬৩x৪÷৫) = ১১২.৫০ ঘনফুট cft।
No comments