বাড়ি নির্মাণ সম্পর্কে।
মাটি পরিক্ষা
স্লিপ সাটার এবং সাইলো।
এই দুইটা শব্দই সিভিল ডিপ্লোমাদের জন্য অপরিচিত।
স্লিপ সাটারঃ হাইড্রোলিক জ্যাক দ্বারা নির্মিত স্টিল সাটার কাঠামো,যা রাউন্ড ওয়ালের সাপাক্ষে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকে।সাধারণত ফাইনাল সেটিং টাইমের উপর ডিপেন্ড করে সাটার স্লিপিং করানো হয়।
সাধারণত ২৪ ঘণ্টায়য় ৪মিঃ করে আপ হয়।একবার সাটার লিফট করলে ৩০মিমি থেকে ৯০ মিমি এর মধ্যে সারফেস ফ্ল্যাশ হয়।কাস্টিং করার সময় ভালভাবে ভাইব্রেটর না মারলে এবং সাটার প্লেট ক্লিয়ারিং না থাকলে হানিকম্বের সৃষ্টি
হয় ।
যার ফলে মসৃণ সারফেস পাওয়ায়া যায়না।ডে-নাইট,ঝড় বৃষ্টি সব কিছুর ভিতরেই কাস্টিং & সাটার স্লিপিং চলে,কারণ কংক্রিটের সেটিং টাইম অভার হলে সাটার লিফট করা যায় না।
সাইলোঃ গোলাকৃতি গুদাম,যার ডায়া,হাইট এবং পুরুত্ব মালামালের মজুদের উপর নির্ভর করে।এখানে যে সাইলোর পিক দেওয়া আছে তার ডায়া ২৬মিটার,হাইট ৪৮মিটার,বেইজ স্ল্যাবের পুরুত্ব ৯০০ মিলি এবং ওয়ালের পুরুত্ব ৩০০ মিলি রাখা হয়।
যে কংক্রিট ব্যবহৃত হয় তার স্ট্রেংথ ৫০০০psi এবং ফাইনাল সেটিং টাইম ৩ ঘণ্টা।ফাইনাল সেটিং টাইম কম হওয়ার কারনে কংক্রিট প্রচুর গরম থাকে এই জন্য কন্টিনিয়াস কিউরিং করতে হয়,যথাযথ কিউরিং না হলে ফ্রিকচার হওয়ার সম্ভাবনা থাকে।
স্লিপ সাটারঃ হাইড্রোলিক জ্যাক দ্বারা নির্মিত স্টিল সাটার কাঠামো,যা রাউন্ড ওয়ালের সাপাক্ষে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকে।সাধারণত ফাইনাল সেটিং টাইমের উপর ডিপেন্ড করে সাটার স্লিপিং করানো হয়।
সাধারণত ২৪ ঘণ্টায়য় ৪মিঃ করে আপ হয়।একবার সাটার লিফট করলে ৩০মিমি থেকে ৯০ মিমি এর মধ্যে সারফেস ফ্ল্যাশ হয়।কাস্টিং করার সময় ভালভাবে ভাইব্রেটর না মারলে এবং সাটার প্লেট ক্লিয়ারিং না থাকলে হানিকম্বের সৃষ্টি
হয় ।
যার ফলে মসৃণ সারফেস পাওয়ায়া যায়না।ডে-নাইট,ঝড় বৃষ্টি সব কিছুর ভিতরেই কাস্টিং & সাটার স্লিপিং চলে,কারণ কংক্রিটের সেটিং টাইম অভার হলে সাটার লিফট করা যায় না।
সাইলোঃ গোলাকৃতি গুদাম,যার ডায়া,হাইট এবং পুরুত্ব মালামালের মজুদের উপর নির্ভর করে।এখানে যে সাইলোর পিক দেওয়া আছে তার ডায়া ২৬মিটার,হাইট ৪৮মিটার,বেইজ স্ল্যাবের পুরুত্ব ৯০০ মিলি এবং ওয়ালের পুরুত্ব ৩০০ মিলি রাখা হয়।
যে কংক্রিট ব্যবহৃত হয় তার স্ট্রেংথ ৫০০০psi এবং ফাইনাল সেটিং টাইম ৩ ঘণ্টা।ফাইনাল সেটিং টাইম কম হওয়ার কারনে কংক্রিট প্রচুর গরম থাকে এই জন্য কন্টিনিয়াস কিউরিং করতে হয়,যথাযথ কিউরিং না হলে ফ্রিকচার হওয়ার সম্ভাবনা থাকে।
No comments