উচ্চ প্রারম্ভিক ক্ষমতা পোর্টল্যান্ড সিমেন্ট ও দ্রুত সেটিং সিমেন্ট।

উচ্চ প্রারম্ভিক ক্ষমতা পোর্টল্যান্ড সিমেন্ট ও দ্রুত সেটিং সিমেন্ট।
উচ্চ প্রারম্ভিক ক্ষমতা পোর্টল্যান্ড সিমেন্ট।
এই সিমেন্ট OPC সিমেন্টের তুলনায় অনেক তারাতারি শক্তি অর্জন করে। দেখা গেছে OPC সিমেন্ট ৭ দিনে যে শক্তি অর্জন করে এই সিমন্ট ৩দিনে সেই শক্তি অর্জন করে।
২৪ ঘন্টা পর - নুন্যতম ১৬০ কেজি / CM2
৭২ ঘন্টা পর - নুন্যতম ২৭৫ কেজি / CM2

প্রাথমিক এবং চূড়ান্ত সেটিং সময় OPC সিমেন্টের মতই।
এই সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের (C3S) পরিমাণ OPC সিমেন্টের তুলনায় বেশী।
এই সিমেন্ট সেটিংএর সময় OPC সিমেন্টের চেয়ে বেশী তাপ উৎপন্ন করে।
OPC সিমেন্টের তুলনায় হালকা,তারাতারি জমাট বাধার কারনে সাশ্রয়ী ।
যেখানে অবিলম্বে আবকাঠামো নির্মানের প্রয়োজন বোধ করা হয় সেখানে এটি ব্যাবহার করা হয়। যেমন, মেরামত কাজ।

দ্রুত সেটিং সিমেন্ট।
OPC-র তুলনা দ্রুত সেট হয়।
প্রাথমিক সেটিং সময় ৫ মিনিট ।
ফাইনাল সেটিং সময় ৩০ মিনিট ।
ডপানির নিচে বা বৃষ্টির সময় নির্মাণ কাজে এই সিমেন্ট ব্যবহৃত হয়।
প্রাথমিক সেটিং এড়াতে মিক্সিং এবং স্থাপন তৈরির কাজ দ্রুত করতে হবে।
 
Rajuk Gadget Bangla 2008 pdf.pdf

No comments

Powered by Blogger.