সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (OPC) সাদা সিমেন্ট ও রঙীন সিমেন্ট।

এটা সাধারণত নির্মাণ কাজ ব্যবহার করা হয়। সিমেন্টে অন্যান্য যেসমস্ত বৈচিত্র্য তা এই সিমেন্ট থেকেই উদ্ভূত হয়। সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টকে সংক্ষেপে OPC সিমেন্ট বলে। শুধু ক্লিংকার ও জিপসাম এর মিশ্রণে এই সিমেন্ট তৈরি হয়।

সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট  (OPC)

 সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট  (OPC) সাদা সিমেন্ট ও রঙীন সিমেন্ট।

(ক) সাদা সিমেন্ট।
এটি এক প্রকার OPC সিমেন্ট এর কাচামাল সাদা খড়ি বা আয়রন অক্সাইড মুক্ত কাদা।
ক্লিংকার তৈরির সময় কয়লার পরিবর্তে জ্বালানী তেল পুড়ানোর কাজে ব্যবহার করা হয়।
OPC সিমেন্টের চেয়ে অনেক বেশী ব্যয়বহুল ।

(খ) রঙীন সিমেন্ট
উপযুক্ত রঙ্গক পছন্দসই রঙ দান করে।
ব্যবহৃত রঙ্গক আলো, সূর্য বা আবহাওয়া সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করে টেকসই হয়।

পরিমিত পোর্টল্যান্ড সিমেন্ট।
এই সিমেন্ট সেটিংএর সময় OPC সিমেন্টের চেয়ে কম তাপ উৎপন্ন করে।
যে সকল অঞ্চলে আবহাওয়া গরম সেই সকল অঞ্চলের জন্যে এই সিমেন্ট খুব উপযোগী।
 

No comments

Powered by Blogger.