বিল্ডিং ম্যাটেরিয়াল
সিমেন্ট
কম তাপ সিমেন্ট ও সালফেট প্রতিরোধী পোর্টল্যান্ড সিমেন্ট উপাদান।
কম তাপের সিমেন্টের উপাদান এবং ব্যাবহার।
এই সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট (C3A) এবং সিলিকেটের (C3S) পরিমান কম থাকে(৫%)এবং ডাই-ক্যালসিয়াম সিলিকেটের (C2S) পরিমান বেশী থাকে(৪৬%)যা তাপ উৎপন্ন নিয়ন্ত্রন করে।এটিতে চুনের পরিমাণ কম থাকে।
প্রাথমিক এবং চূড়ান্ত সেটিং সময় OPC সিমেন্টের মতই।
অত্যান্ত ধীর গতিতে এটি শক্তি অর্জন করে।
সাধারণ কাঠামো নির্মাণের জন্য এই সিমেন্ট উপযুক্ত নয়।
দীর্ঘ সময় ঠেকা (shuttering) দিয়ে রাখতে হয় তাই খরচ বৃদ্ধি পায়।
Curing (জমাট বাধতে) দীর্ঘ সময় নেয় অর্থাৎ দীর্ঘ সময় রক্ষনা বেক্ষন করতে হয়।
সালফেট প্রতিরোধী পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান এবং ব্যাবহার।
এই সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট শতকরা ৫% নিচে রাখা হয় যা সালফেটের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির করে।
এই সিমেন্ট কম তাপ সিমেন্টের (Low Heat Cement) মতই তাপ উৎপন্ন করে।
তাত্ত্বিকভাবে ব্যাবহারে জন্যে আদর্শ সিমেন্ট, উত্পাদন ব্যয়বহুল।
যে সকল কাঠামো ক্ষারীয় উপদান দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেই সকল কাঠামোর জন্য এই সিমেন্ট ব্যবহৃত হয়। যেমন, সেতু, কালভার্ট, খাল আবরণ, ইত্যাদি।
এই সিমেন্ট কম তাপ সিমেন্টের (Low Heat Cement) মতই তাপ উৎপন্ন করে।
তাত্ত্বিকভাবে ব্যাবহারে জন্যে আদর্শ সিমেন্ট, উত্পাদন ব্যয়বহুল।
যে সকল কাঠামো ক্ষারীয় উপদান দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেই সকল কাঠামোর জন্য এই সিমেন্ট ব্যবহৃত হয়। যেমন, সেতু, কালভার্ট, খাল আবরণ, ইত্যাদি।
No comments