এক ব্যাগ সিমেন্ট কত (cft)।

সিমেন্ট (Cement): সিমেন্টের হিসাব শুকনো (Dry) এবং ভিজা (wet) উভয় অবস্থায় cft  (সি,এফ,টি) এবং cum (ঘনমিটার) এ দেওয়া হল।
শুকনো অবস্থায় হিসাব (Dry Condition)
আমরা জানি,
সিমেন্টের ঘনত্ব ( Cement Density) = ১৪৪০ kg/m3( কেজি/ঘনমিটার)।
অর্থাৎ এক ঘনমিটার সিমেন্টের ওজন = ১৪৪০ কেজি (kg) বা (১৪৪০➗৫০) = ২৮.৮ ব্যাগ। 
সিমেন্টের আয়তন = (ওজন ➗ ঘনত্ব )।
এক ব্যাগ সিমেন্টের ওজন= ৫০ কেজি (kg)।
 ஃ এক ব্যাগ সিমেন্টের আয়তন = (৫০➗১৪৪০) = ০.০৩৪৭ ঘনমিটার (cum)
আমরা জানি, ১ cft (সি,এফ,টি) = ৩৫.৩১৪৭ cum (ঘনমিটার)।
তাহলে, এক ব্যাগ সিমেন্ট = (০.০৩৪৭ X ৩৫.৩১৪৭) = ১.২২ cft (সি,এফ,টি)।

উওরঃ এক ব্যাগ সিমেন্ট = ১.২২ cft ।

এক ব্যাগ সিমেন্ট কত (cft)।
এক ব্যাগ সিমেন্ট কত cft
কিন্ত Practical purpose সাধারণত ১.২২ cft চেয়ে কমে গিয়ে ১.১৭৭১ cft হয়।
ব্যবহারিক হিসাব (Practical purpose) ।
এক ঘনমিটার সিমেন্ট = ৩০ ব্যাগ ধরা হয়।
এখানে, ৩০ ব্যাগ সিমেন্ট = ১ ঘনমিটার ।
          ஃ ১ ব্যাগ সিমেন্ট = (১ ➗৩০) = ০.০৩৩৩৩ ঘনমিটার ।
০.০৩৩৩৩ ঘনমিটার = ১.১৭৭১ cft (সি,এফ,টি)।

উওরঃ এক ব্যাগ সিমেন্ট = ১.১৭৭১ cft ব্যবহারিক হিসাব (Practical purpose) ।



2 comments:

  1. ধন্যবাদ। ভালো লাগলো আর্টিকেল টি।

    ReplyDelete

Powered by Blogger.