বাড়ি নির্মাণ সম্পর্কে।
বাড়ি নির্মাণ হিসাব।
কলামের এস্টিমেট (Cft) ঘনমিটারে হিসাব।
নিম্নের চিত্রে কলামটির এস্টিমেট এন্ড কষ্টিং দেখানো হলঃ(ক) মাটি খননের পরিমাণ।
= (১ ✖️ ২.০০ ✖️ ২.০০ ✖️ ০.৮২৫) = ৩.৩০ ঘনমিটার (উত্তরঃ ৩.৩০ ঘনমিটার )।
(খ) এক স্তর ইট বিছানোর কাজঃ ১ ✖️ ২.০০ ✖️ ২.০০ = ৪.০০ বর্গমিটার ইট লাগবে (উত্তরঃ ৪.৪০বর্গমিটার ইট)।
(গ) আরসিসি ১ঃ২ঃ৪ ( রেশিওতে কংক্রিটের পরিমাণ ১.২০ ঘনমিটার)।
Trapezoial portion = h/6 ( A1 + A2 + 4M)।
=০.৪৫ / ৬ ( ০.০৬২৫ + ৪.০০ + ৪ ✖️ ১.২৬৫৬)।
=০.৬৮ ঘনমিটার।
জি এল এর উপরের অংশ = {(৩.১৪ ✖️ ০.২৫ ✖️ ০.২৫ ) ➗ ৪} ✖️ ৪ = ০.২২ ঘনমিটার।
মোট আরসিসি কাজের পরিমাণ = ২.১০ ঘনমিটার।
কলামের এস্টিমেট (Cft) ঘনমিটারে হিসাব।
(খ) এক স্তর ইট বিছানোর কাজঃ ১ ✖️ ২.০০ ✖️ ২.০০ = ৪.০০ বর্গমিটার ইট লাগবে (উত্তরঃ ৪.৪০বর্গমিটার ইট)।
(গ) আরসিসি ১ঃ২ঃ৪ ( রেশিওতে কংক্রিটের পরিমাণ ১.২০ ঘনমিটার)।
Trapezoial portion = h/6 ( A1 + A2 + 4M)।
=০.৪৫ / ৬ ( ০.০৬২৫ + ৪.০০ + ৪ ✖️ ১.২৬৫৬)।
=০.৬৮ ঘনমিটার।
জি এল এর উপরের অংশ = {(৩.১৪ ✖️ ০.২৫ ✖️ ০.২৫ ) ➗ ৪} ✖️ ৪ = ০.২২ ঘনমিটার।
মোট আরসিসি কাজের পরিমাণ = ২.১০ ঘনমিটার।
কলামের এস্টিমেট। |
(ঘ) সাটারিং ওয়ার্ক এর পরিমাণঃ ১ ✖️ ( ৩.১৪ ✖️ ০.২৫ ) ✖️ ৪.৪০ = ৩.৪৫ বর্গমটার (উত্তর)।
(ঙ) M.S রডের পরিমাণ।
১২ মিমি রডের ওজন = ( ১২ ✖️ ১২ ) ➗ ১৬২.২ = ০.৮৯ কেজি/ মিটার।
২২ মিমি রডের ওজন = (২২ ✖️ ২২ ) ➗১৬২.২ = ২.৮৯ কেজি/মিটার।
প্রতি হুকের দৈর্ঘ্য = ১০ ✖️ B এবং হুক সহ ল্যাপিং = (২৪ ✖️ D) + (২০ ✖️ D) বা ৪৪ D [D= রডের ব্যাস]।
(১) বেস রড (Base Rod) এর দৈর্ঘ্য = ২০০ - (২ ✖️ ৭.৫) + (২✖️ ১০ ✖️ ১.২) = ২০৯ সেমি বা ২.০৯ মিটার।
(২) রডের সংখ্যা = { ২০০ - ( ২✖️৭.৫) ➗ ১৫ }+১ = ১৪ টি।
(৩) রডের ওজন = ( ২✖️ ১৪ ✖️ ২.০৯ ✖️ ০.৮৯ ) = ১২.০৮ কেজি।
(৪) ভার্টিকেল রডের (Vertical Rod ) দৈর্ঘ্য = (৩০ + ৪৫ + ৬৫+ ৩৭৫+ ৬০ ) - নিচের কাভারিং - ২ স্তর ভূমি রড- টপ কাভারিং + ( ২ ✖️ ১০ ✖️ ২.২ ) + ২ হুক সহ ল্যাপিং।
={৫৭৫ - ৭.৫ - ( ২✖️১.২ ) - (২.৫ + ৪৪ +৪৪)} ✖️ ২.২।
= ৭০৩ সেমি বা ৭.০৩ মিটার। রডের সংখ্যা ৮ টি । ওজন = (৮ ✖️ ৭.০৩ ✖️ ২.৯৮ ) = ১৬৭.৫৯ কেজি।
(৫) ষ্টির্যাপের দৈর্ঘ্য = ৩.১৪ ✖️ (২৫-২✖️২.৫) + ( ২✖️১৫) = ৯২.৮ সেমি বা ০.৯২৮ মিটার।
(ষ্টির্যাপের প্রতি হুকের জন্য ১৫ সেমি ধরা হয়েছে )।
(৬) ষ্টির্যাপে সংখ্যা = ৫১৫ - (২.৫ + ৭.৫ + ২ ✖️ ১.২ ) ➗ ১০ = ৫১ টি।
রডের ওজন = ৫১ ✖️ ০.৯২ ✖️ ০.৮৯ = ৯২.১২ কেজি।
.........................................................................................................................................................
কলাম এস্টিমেটের মোট রডের ওজন ২৬১.৭৯ কেজি।
(চ) রডের শতকরা হিসাব বা এস্টিমেটিংঃ আর সিসি (R.C.C) = ২.১০ ঘনমিটার।
M.S রড = ২৬১.৭৯ কেজি = ২৬১.৭৯ ➗৭৮৫০ = ০.০৩৩৩৪ ঘনমিটার ।
ஃ রডের শতকরা হার = (০.০৩৩৩৪ ✖️ ১০০ ) ➗ ২.১০ = ১.৫৯ % (উত্তর)।
No comments