বাড়ির নির্মাণের জন্য বিভিন্ন খাতে খরচের শতকরা হিসাব বন্টন।


বাড়ির নির্মাণের জন্য বিভিন্ন খাতে খরচের শতকরা হিসাব বন্টন।
বাড়ি নির্মানে বিভিন্ন খাতে খরচের শতকরা হিসাব বন্টন ।
 
(ক) উপদেষ্টা ফি বাবদ যা প্রকৌশলী, স্থাপতি, ইলেকট্রিক্যাল, ভূমি নকশা, স্যানিটেশন, পানি সরবরাহ, এই গুলির ডিজাইন ইষ্টিমেট টেন্ডার তৈরী, নকশা, নির্মাণ সামগ্রীর পরিমাণ বস্তুর সার ইত্যাদি নির্মান বাবদ খরচ .........৬%
তদারকি বাবদ..........................................১%
(খ) নির্মান সামগ্রীর ব্যয় বাবদ............৭%
(গ) শ্রমিক মজুরী বাবদ............ ৬০%
(ঘ) যন্ত্রপাতি মিক্সার মেশিন............২০%
(ঙ) ঠিকাদার লাভ বাবদ............১০%
(চ) কার্য নির্বাহী ষ্টাফ ও প্রতিষ্ঠানিক ব্যয় বাবদ ............ ৪.৫%
(ছ) আকস্মিক ও সম্ভাব্য অনির্ধারিত ব্যয় বাবদ............২.৫%
.........................................................................................................................................................
                                                                                            সর্বমোট-   ১০০%
জমির মূল্য ও পরিবেশের উন্নয়ন খাতে স্থান কাল ভেদে আলাদা ধরা হয় ও শতকরা হিসেবে যোগ করা হয়।

No comments

Powered by Blogger.