ঘরের ভিতরে রং এর ডিজাইন।
বাড়ির ভিতরের দেয়ালের ডিজাইন ও টেকনিক।
আপনি নিচের ছবিতে যে Brick wall দেখছেন সেটি সম্পুর্ণ Painting design
technique (HD color combination & waterproof). এই Brick wall
painting color combination (metallic paint &
shining) আপনি ইচ্ছে করলে নিচে যে brick wall design দেখছেন ঠিক তেমনি
brick wall design নিজের বাড়িতে খুব কম খরচেই করতে পারবেন। এর জন্য আপনাকে
শুধু আমাদের দেয়া ধাপ গুলো অনুসরন করতে হবে।
Wall design painting full shining |
এই Brick wall তৈরী করার জন্য প্রয়োজনীয় Material setting.
✓ মাস্কিং টেপ ( Masking tape ).
✓ ওয়াল পেটি পাউডার মিক্স (Wall putty powder mix )✓ সিরিজ কাগজ ( Regmal paper )
✓ গোল্ড মেটালিক কালার (Asian Paint Ultima metallic.)
✓ রয়েল ব্লাক কালার (Royal play metallic)
✓ উড গ্লসি সাইনিং ( Woodkeeoer high glossy shining PU . Code 074991)
১. প্রথমে আপনি যে wall টি ডিজাইন করতে চান সেটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এর পর মাস্কিং টেপ ( Masking tape) দিয়ে wall এর উপর প্রথমে কোনা কোনি বরাবর 10 inch ফাঁক রেখে পর পর Masking tape লাগান। আপনি চাইলে নিজের ইচ্ছেমত ফাঁকা রাখতে পারেন। Masking tape লাগানো শেষ হলে তারপর ব্লেট বা কাটার দিয়ে Brick wall এর মাস্কিং টেপ গুলো এমন ভাবে কাটতে হবে যেন Brick wall design এর মত দেখা যায়। নিচের ছবির মত।
২. মাস্কিন টেপ কাটা শেষ হলে এর পর brick wall এর উপর ওয়াল পুটি পাউডার মিক্স (wall putty power mix) হাত দ্বারা দেয়ালে লাগাতে হবে। এরপর আপনি চাইলে লাগানো মিক্সারটির উপর হাত দিতে আঁচড় কেটে (অমর্শ্রণভাবে) বা নিচের ছবির মত করে লাগিয়ে একটি ডিজাইন করতে পারেন । wall putty mix power একটু শুকে গেলে মাস্কিং টেপ (Masking tape) তুলে ফেলতে হবে এবং সিরিজ কাগজ ( 80 No regmal paper ) দ্বারা ঘষে মসৃণ করতে হবে। এতে করে আপনার দেয়ালটি দেখতে অনেক সুন্দর লাগবে। এর পর নেভী ব্লু কালার রঙ (Asian Paint Ultima metallic.) লাগাতে হবে নিচের ছবির মত।
Brick wall in painting metallic |
Brick wall painting Royale play metallic |
৪. সব শেষে উড গ্লসি সাইনিং (উড গ্লসি সাইনিং ( Woodkeeper high glossy shining PU . Code 074991)) লাগাতে হবে । এর ফলে
brick wall এর উজ্জলতা বৃদ্ধি পাবে । এবং গ্লসি সাইনিং লাগানোর পর আপনার
Brick wall টি দেখতে ঠিক প্রথম ছবির মত হবে।
এ রকম আর্টিকেল আরো পড়তে হলে এখান থেকে আরো পড়ুন।
এই রকম আরও আটিকেল পড়তে চাইলে আমাদের ব্লগ follow করুন। অথবা মেইল দিয়ে SUBSCRIBE করুন।
No comments