বাড়ির নির্মাণের জন্য এস্টিমেট ও কাষ্টিংয়ের কিছু গুরুত্বপুর্ণ তথ্য (৩)।

বাড়ি নির্মাণে এস্টিমেট এবং কাষ্টিংয়ের কিছু গুরুত্বপুর্ণ তথ্য (৩)

(ক) সাধারনত খালের পার্শ্বে ভরাটের পরিমাণ মাটি খননের পরিমানের ১/৫ অংশ ধরা হয়ে থাকে।

(খ) ভিত্তিতে কংক্রিটের পুরুত্ব ১৫ সেমি এর কম হওয়া উচিত।ভিত্তিতে লাইম কংক্রিটের চুন, শুড়কি ও খোয়ার অনুপাত ২ঃ২ঃ৫ এবং সিমেন্ট কংক্রিটের সিমেন্ট,বালি এবং খোয়ার অনুপাত ১ঃ৩ঃ৬ অথবা ১ঃ৪ঃ৮ হতে পারে।কংক্রিটের পরিমাণ এবং দরের একক ঘনমিটারে ধরা হয়।

(গ) দরজার সীল ( Sill) এবং বারান্দার খোলা অংশে Damp Proof Course দেয়া হয়া না।

(ঘ) ১ বর্গমিটার এলাকায় One brick flat soling করতে মশলাসহ ইটের সাইজ (২৫.৪ x ১২.৭ x ৭.৬)সেমি = ৩১ টি ইট ও ০.১৫ ঘনমিটার Fine Sand প্রয়োজন  হয়।

(ঙ) লিন্টেল আর সি সি (Lintel R.C.C)  অথবা আর বি (R.B) এর হইয়া থাকে। লিন্টেল এর দৈর্ঘ্য= জানালা বা দরজার মুক্তস্প্যান + দেয়ালের উভয় দিকের বর্ধিত অংশের কোন মাপ দেওয়া না থাকে তবে লিন্টেলের পুরুত্বের সমান প্রতি পার্শ্বে বর্ধিত অংশ ধরতে হবে।

(চ) সিলিং বা আর সি সি পৃষ্ঠে আস্তরন সাধারনত ৬মিমি হতে ১২মিমি পুরুত্ব এবং শক্তিশালী মশলা দ্বারা তৈরী করা হয়।

(ছ) জলছাদের (Lime terracing) এর গড় পুরত্ব ৭.৫ সেমি হতে ১২ সেমি এর মধ্যে হতে হবে। ইহার মাপ বর্গ মিটারে ধরা হয়। কোন কোন ক্ষেত্রে ঘনমিটারেও ধরা হয়ে থাকে।

(জ) ভিত্তি, কলাম, লিন্টেল,বিম, ছাদ এবং মেঝে বা অন্যান্য গুরুত্বপূর্ন কাজে আরসিসি ব্যবহৃত হয়ে থাকে। যদি রডের পরিমাণ বা বিস্তারিত তথ্য দেওয়া না থাকে তবে কংক্রিটের আয়তনের ০.৬% হতে ১% রডের আয়তন সচরাচর ধরা হয়ে থাকে।

(ঝ) নমনীয় লোহার (Mild Steel) ওজন ৭৮৫০কেজি/ঘনমিটার অথবা ৭৮.৫ কুইন্টাল/ঘনমিটার অথবা ০.৭৮৫ গ্রাম/ঘনসেন্টিমিটার

(ঞ) দরজা ও জানালার পাল্লাঃ দরজা বা জানালার চৌকাঠের মধ্যে পাল্লা আটকাইয়া দেওয়া হয়।ইহার হিসাব বর্গমিটারে করা হয়ে থাকে। এবং দরের একক বর্গমিটারে হয়।

পাল্লা চৌকাঠের সাথে আটকাইয়া রাখার জন্য উভয় পার্শ্বের চৌকাঠের মধ্যে ১.৫ সেমি প্রস্থ এবং পাল্লার পুরুত্বের সমান পুরু খাঁজ রিবেট কাটিয়া দেওয়া হয়। এস্টিমেট করার জন্য পাল্লার মাপ প্রস্থ হইতে ২ চৌকাঠের পুরত্ব বাদ দিয়া ইহার সহিত দুই রিবেটের প্রস্থ যোগ করিলে পাল্লা প্রস্থ পাওয়া যায়।

No comments

Powered by Blogger.