দেয়াল ইটের গাঁথুনি করার নিয়ম।

(ক) গাঁথুনিতে দেয়ালে ফাঁকা অংশের পরিমাণ বিয়োগ করার নিয়মাবলীঃ

✓ ০.১০ বর্গমিটার পরিমাণ ফাঁকা অংশের জন্য কোন বিয়োগ হবে না।

✓ ০.০৫ বর্গমিটার প্রস্থছেদ বিশিষ্ঠ বিম, পারলীন, র‍্যাফটার এর প্রচ্ছেদের জন্য কোন বিয়োগ দিতে হবে না।

(খ) দেয়ালের ফাঁকা অংশের জন্য নিম্নে নিয়মঅনুযায়ী প্লাষ্টার এর পরিমাণ বাদ দেওয়া হয়।
✓ বিম, পোষ্ট এবং র‍্যাফটারের প্রান্তদেশের জন্য কোন মাপ বাদ দেওয়া হয় না।

✓ ছোট ফাঁকা অংশ অনধিক ০.৫ বর্গমিটার পর্যন্ত কোন বাদ দেওয়া হইবে না। এবং তাদের জ্যাম্ব, সফিট (Soffits) এবং সীল (Sills) এর জন্য কোন মাপ যোগ কর হবে না।

✓ ০.৫ ব বর্গমিটার হইতে বড় কিন্তু ৩ বর্গমিটার হইতে ছোট ফাঁকা অংশের ক্ষেত্রে উভয় পার্শ্ব প্লাষ্টার হলে এক পার্শ্বের মাপ বাদ দেয়া হয় এবং জ্যাম্বো, সফিট (Soffits) ও সীলের (Sills) জন্য অপর পার্শ্ব ধরা হয়।

✓ ৩ বর্গমিটার এর অধিক কবলার (Opening এর) পূর্ণ ফাঁকা অংশ বাদ দেওয়া হয়। এবং জ্যাম্বো, সীল সফিট ইত্যাদির মাপ নেওয়া হয়।

দেয়াল ইটের গাঁথুনি করার নিয়ম।

No comments

Powered by Blogger.