বাড়ি নির্মাণ সম্পর্কে।
বাড়ি নির্মাণ হিসাব।
বাড়ি রং করার নিয়মাবলী ও হিসাব।
✓ রং করণ (Painting) : দরজা এবং জানালার রঙ অথবা বার্নিশ কাজের হিসাব বর্গমিটারে হয়ে থাকে। দরজা ও জানলার চৌকাঠের বাহিরের মাপ নেওয়া হয়। দেয়ালের কবলার (Opening এর) যে ক্ষেত্রফল পাওয়া যায় তাই রঙের কাজের ক্ষেত্রফল হিসাব ধরা হয়। দরজা ও জানালার উভয়পৃষ্ঠে রংকরনের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের মাপ নিয়ে নিম্নে বর্নিত গুনক দ্বারা পূরণ / গুন করা হয়।
✓ প্যানেল্ড, ফেমড ও ব্রেস যুক্ত লেজেড ব্যাটেন উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের ২ ভাগের এক চতুর্থাংশ গুন।
✓ সম্পূর্ণ কাঁচের পাল্লার উভয় পৃষ্ঠের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের এক গুন।
✓ আংশিক প্যানেল ও আংশিক কাঁচের পাল্লার উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের দ্বিগুন।
✓ ফ্ল্যাশ দরজার পাল্লার উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের দ্বিগুন।
✓ ভেনেশিয়ান দরজা বা জানালার পাল্লার উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের তিনগুন।
✓ লোহার গেট ও জানালার, লোহার গ্রীল - ইহার চৌকাঠের ভিতরের ক্ষেত্রফলের এক গুন।
(Reference book: B.N. Duta.)
(Reference book: B.N. Duta.)
✓ কাঁচের পাল্লায় পেইন্টিং দুই পার্শ্বের দরজা জানালায় কাজের দাম দেওয়া হয়। তা থেকে শুধু এক তৃতীয়াংশ একদিকে মাপ থেকে বাদ যাবে। অথবা চৌকাঠ থেকে দুই দিকে ১/৮ অংশ বাদ যাবে।
✓ প্যানেল অথবা ব্যাটেন দরজা জানালার দুই দিকের পুরো কাজের মাপে পুরা দরে দাম দেওয়া হয়।
✓ ভেনেশিয়ান দরজা জানালার একদিকের পেইন্টিংয়ের দেড় অংশ গুন হবে। দুই দিকে পেইন্টিং করলে দেড় গুন অথবা ৩ গুন দাম পাবে।
✓ ১/৩ প্যানেল ও ২/৩ গ্লাস জানালা দরজার জন্য দুই দিকে পেইন্টিং করার ক্ষেত্রফলের দেড়গুণ পাবে।
No comments