বাড়ির ফাউন্ডেশনের জন্য মাটির সংক্ষিপ্ত বিবরণ জেনে রাখুন।

মাটি পরিক্ষা বা Soil Test Report বুঝতে হলে মাটির পরিচিতি বা বিবরণ জানতে হবে এবং সেগুলো নিম্নে উল্লেখ করা হলো :

বাড়ির ফাউন্ডেশনের জন্য মাটির সংক্ষিপ্ত বিবরণ জেনে রাখুন।
বাড়ির নির্মাণের জন্য মাটির সংক্ষিপ্ত বিবরণ জেনে রাখুন।

মাটিকে নিম্নলিখিত ভাবে বিভক্ত করা যায়।

ক) রেসিডিউল সয়েল বা Residual Soil :  প্রাকৃতিক ভাবে কঠিন বা শক্ত, স্থায়ী রক বা শিলা থেকে রেসিডিউল বা Residual Soil তৈরি হয়। এই ধরনের মাটি উদাহরণ হলো ব্যাসালট, গ্রানাইট, সেন্ডস্টোন, লাইমস্টোন এবং লবণ ইত্যাদি।

খ)ট্রান্সপোর্টেড সয়েল বা Transported soil : এই ধরনের মাটি বায়ু ,নদী, সাগর এবং বরফ এলাকা থেকে পৃথক হয়ে গঠিত হয়।

ফিল্ড অনুযায়ী মাটিকে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়ঃ

ক)বালি বা Sand,  নুড়ি বা Gravel  এবং বোল্ডার বা Boulder :

অর্থাৎ, মাটি যখন > ২০ সে.মি. সাইজের হয় তখন ……......> বোল্ডার।

মাটি যখন > ৩ মি.মি. < ২০ সে.মি. তখন ............> নুড়ি বা Gravel

মাটি যখন < ৩ মি.মি. সাইজ...... তখন ............> বালু বা Sand


 খ) পলিময় মাটি বা Silt soil :  নদ-নদী, পুকুর অথবা বন্যার পানিতে ভেসে আসা জৈব বা অজৈব পদার্থ দিয়ে গঠিত যে মাটি, সেই মাটিকে পলি মাটি বলে।

গ) কাদামাটি বা Clay Soil : ইহা প্লাস্টাটিক জাতীয় কম ছিদ্রযুক্ত বা Low Permeability মাটি ।

ঘ) পিট মাটি বা Peat soil : গাছ পালা, লতা-পাতা এবং মৃত প্রণী দেহ পঁচে যে আঁশযুক্ত মাটি গঠিত হয় তাকে পিট মাটি বা Peat Soil বলে।

No comments

Powered by Blogger.