বাড়ির নির্মাণের জন্য সঠিক মাটি পরীক্ষার সতর্কীকরণ।

আমাদের দেশে কিছু অনভিজ্ঞ ইঞ্জিনিয়ার, ঠিকাদার, মিস্ত্রী অথবা জমি বিক্রয়কারী দালাল আছে । যারা বাড়ি নির্মাণকারী মালিককে পাশের বাড়ি বা প্লাটের মাটি পরীক্ষার রিপোর্টের উপর অনুমান করে নিজের বাড়ির ফাউন্ডেশন ডিজাইন করার পরামার্শ দেন। এতে করে নির্মাণকারী বাড়ির মালিক খরচ কমানোর লোভে পরে যান। এবং মাটি পরীক্ষা বা Soil Test করানোর প্রতি আর আগ্রহ প্রকাশ করেন না।

বাড়ির নির্মাণের জন্য সঠিক মাটি পরীক্ষার সতর্কীকরণ।

এখানে জেনে রাখা ভালো যে, পাশের বাড়ি বা প্লাটের মাটি পরীক্ষা বা Soil Test রিপোর্টের উপর নির্ভর করে নিজের বাড়ির ফাউন্ডেশন ডিজাইন করা মোটেই গ্রহণ যোগ্য নয়। কারণ মাটির শক্তি বা ভারবহন ক্ষমতা সব জায়গায় সমান হয় না। এই জন্যই পাশাপাশি দুইটি প্লাটের মাটি পরীক্ষা বা Soil Test এর রিপোর্ট ভিন্ন হতে পারে। আরও জেনে রাখা ভালো যে, মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে মাটির ধর্মের উপর। জায়গা বা স্থানের উপর নয়।

সুতরাং, নির্মাণকারী বাড়ির মালিকের সতর্ক থাকতে হবে। আর অবশ্যই সঠিক ফাউন্ডেশন, ডিজাইন ও নির্মাণ ব্যয় নির্ধারন করতে হবে। মাটি পরিক্ষা বা Soil Test করা একটি বাড়ির মালিকের জন্য আবশ্যক।

No comments

Powered by Blogger.